Categories: বিনোদন

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি নিয়ে হলিউডে তথ্যচিত্র “বিলিয়ন ডলার হাইস্ট” [ট্রেলার]

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশ ব্যাংকে ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি বিশ্বের সবথেকে বড় ব্যাংক হ্যাকিংয়ের ঘটনাটি ঘটেছিলো। ফেইক ম্যাসেজের মাধ্যমে ফেডারেল রিজার্ভ থেকে ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করে নেয় হ্যাকাররা। ওই ঘটনাটি নিয়ে “বিলিয়ন ডলার হাইস্ট” নামে একটি তথ্যচিত্র নির্মাণ করেন পরিচালক ড্যানিয়েল গর্ডন।

ইউনিভার্সাল পিকচার্স হোম এন্টারটেইনমেন্টের ব্যানারে এই তথ্যচিত্রটি মুক্তি পেয়েছে গত সোমবার (১৪ আগস্ট) । গতকাল মঙ্গলবার (১৫ আগস্ট) ওটিটি প্লাটফর্ম অ্যামাজন প্রাইমে এই তথ্যচিত্রটি মুক্তিও পেয়েছে।

আন্তর্জাতিক লেনদেনের আদান-প্রদানের সেবা সুইফটের স্পর্শকাতর এবং কঠোর নিরাপত্তাকে বুড়ো আঙুল দেখিয়ে হাতিয়ে নেওয়া হয়েছিলো ফেডারেল রিজার্ভে রাখা কেন্দ্রীয় ব্যাংকের এই ৮ কোটি ১০ লাখ ডলার। ৩৫টি ভুয়া বার্তা পাঠিয়ে এই অর্থ চুরি করে নেয় হ্যাকাররা। তবে শ্রীলঙ্কার এক ভুয়া এনজিওর নামে ২ কোটি ডলার সরিয়ে নেওয়া হলেও বানান ভুলের কারণে আটকে যায় ঠিক শেষ মুহূর্তে।

Related Post

পুরো বিশ্বে সাড়া ফেলে দেওয়া ব্যাংকিং খাতের অন্যতম বড় এই হ্যাকিং এবার উঠে এলো হলিউডের পর্দায়। কিভাবে ঘটেছিলো এই রিজার্ভ চুরি, কিভাবেই বা বানান ভুলে দৈবক্রমে আংশিক ব্যর্থ হয় হ্যাকার দল- এই নিয়ে এবার এই তথ্যচিত্র নির্মাণ করেছে হলিউড।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ এবং লেখক মিশা গ্লেনির এক সাক্ষাৎকারের মাধ্যমে রিজার্ভ চুরির ঘটনাকে কেন্দ্র করে বিশ্বজুড়ে সাইবার অপরাধের বৃহত্তর ছবিটি তুলে ধরা হয়েছে এই তথ্যচিত্রে। তুলে ধরা হয়েছে সামাজিক ও প্রযুক্তিগতভাবে কীভাবে সময়ের সঙ্গে সাইবার অপরাধের বিবর্তন ঘটছে। এ ছাড়াও এতে রয়েছে কীভাবে বিশেষজ্ঞরা প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে পাল্লা দিয়ে সাইবার নিরাপত্তার দৃষ্টিকোণ পরিবর্তনে বাধ্য হন- সেই বিষয়টিও।

এই তথ্যচিত্রটির ট্রেলার প্রকাশ্যে আসার পর বেশ সাড়া ফেলেছে। বাংলাদেশের বহু দর্শক বেশ আগ্রহ নিয়ে দেখছেন এই তথ্যচিত্রটির ট্রেলার।

দেখুন ট্রেলারটি

>>>>>>>>>>>>>>

ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে

মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।

লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।

১. সাধারণ ডেঙ্গুজ্বর

২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।

সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-

১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।

২. তীব্র মাথাব্যথা হওয়া।

৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।

৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।

৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।

৬. বমি বমি ভাব বা বমি হওয়া।

৭. ত্বকে র‌্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।

রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :

১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।

২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।

এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

অপরদিকে

জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:

১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।

২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।

৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।

৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।

৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।

৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।

৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।

৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org

This post was last modified on আগস্ট ১৬, ২০২৩ 12:12 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

এবার কন্যা সন্তানের মা হলেন পরীমণি!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পরীমণি প্রথমবারের মতো তিনি পুত্র সন্তানের মা হন ২০২২ সালের…

% দিন আগে

মার্কিন যুক্তরাষ্ট্র অস্ত্র সরবরাহ বন্ধ করলে ইসরায়েল একাই লড়বে: নেতানিয়াহু

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইসরায়েল রাফায় হামলা চালালে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ…

% দিন আগে

ছবির দু’টি মধ্যে লুকিয়ে রয়েছে ৩টি অমিল: খুঁজে বের করতে পারবেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বলা হয়েছে থাকে এই ধরনের ধাঁধার সমাধান করার অভ্যাস আমাদের…

% দিন আগে

অসম্ভব সুন্দর এক প্রাকৃতিক দৃশ্য

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শনিবার, ১১ মে ২০২৪ খৃস্টাব্দ, ২৮ বৈশাখ ১৪৩১…

% দিন আগে

নিয়মিত ৮ ঘণ্টা ঘুমিয়েও চোখের তলায় কালি পড়ছে! কারণ কী?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নিয়মিত ৮ ঘণ্টা ঘুমিয়েও চোখের তলায় কালি পড়ছে! এর কারণ…

% দিন আগে

ক্রাইম জিপিটি পুলিশকে সাহায্য করবে!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমাদের চারপাশে প্রতিদিন নানা অপরাধ সংঘটিত হচ্ছে। এইসব অপরাধের দ্রুত…

% দিন আগে