ওয়াশিংটন নেভী ইয়ার্ডে গুলি বিনিময়, হতাহতের সংখ্যা বাড়ছে

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ সোমবার ওয়াশিংটনের নেভাল অফিস বিল্ডিংটি পুলিশ সকাল থেকেই ঘিরে রেখেছিলো একজন অস্ত্রধারীর খোঁজে যেকীনা ইতিমধ্যেই একজন গুলিবিদ্ধ করেছে এবং বাকীদেরকে হুমকী দিচ্ছিলো। নেভাল অফিস বিল্ডিংটি ওয়াশিংটন হাউস এবং ক্যাপিটল হিল থেকে খুব একটা দূরে নয়। পুলিশ অফিসারসহ বেশকিছু হতাহতের ঘটনা ঘটেছে।


একশর’ও বেশী পুলিশ অফিসার এবং নেভাল অফিসার হেডকোয়ার্টার ভবনটি ঘিরে রেখেছিলো, যেখানে প্রায় ৩ হাজারেরও বেশী নাগরিক চাকুরি করেন। এই অপারেশনে যুক্তরাষ্ট্রের উন্নত সিকিউরিটি ব্যবস্থা ফুটে উঠেছে এবং সেই সাথে আশেপাশের স্কুলগুলো কিছুক্ষণের জন্য তালাবদ্ধ করে রাখা হয়েছিলো। উল্লেখ্য যুক্তরাষ্ট্রের সময় সকাল ৮ টা ২০ মিনিটে নেভী ইয়ার্ডের দক্ষিণপ্রান্ত থেকে একটি গুলির আওয়াজ শোনা যায়, এবং এরপরই তড়িৎ গতিতে ব্যবস্থা নেয়া হয় বলে নেভী তাদের টুইটারে বলেছে।

নেভী কর্মকর্তারা এসময় আশেপাশের রাস্তা বন্ধ করে দেন যাতে অস্ত্রধারী ব্যক্তি পালিয়ে যেতে না পারে। অস্ত্রধারী ব্যক্তিটি নিজেকে রক্ষার্থে গুলি ছুড়েছিলো বলে মন্তব্য করেন এক অফিসার। গুলিবিদ্ধ অফিসার এই মুহুর্তে অপারেশন সার্জারিতে রয়েছেন, অন্যদিকে অস্ত্রধারী ব্যক্তিটি মারা গেছে বলে মনে করছেন অফিসাররা। তবে এখনও আরও দুজন অস্ত্রধারী রয়েছে বলে ধারণা করছেন চীফ পুলিশ অফিসার লেনিয়ার। পুলিশ তাদের খুঁজছে।

“সম্ভবত আরও দুজন অস্ত্রধারী আছে, যাদের অবস্থান আমরা এখনও বের করতে পারিনি, তবে খুব দ্রুতই জানা যাবে বলে আশা করছি,” বলেছেন চীফ। তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে ১০ জন আহত হয়েছে এর মাঝে দুজন পুলিশ অফিসারও রয়েছে।

Related Post

এদিকে দুষ্কৃতকারীদের ধরতে ওবামা কড়া নির্দেশ দিয়েছেন। তিনি এক বার্তায় বলেন, “আমরা এখনও জানিনা কারা এটা করেছেন কিন্তু এই মুহুর্তে জরুরী সকলকে নিরাপদে সরিয়ে আনা এবং যারা গুলিবিদ্ধ হয়েছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা।”

তথ্যসূত্রঃ নিউইয়র্কটাইমস

রাজিউর রহমান

Recent Posts

দেশজুড়ে বাংলালিংকের ‘সেফটি অ্যান্ড ওয়েলনেস উইক ২০২৫’ উদ্বোধন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল উদ্ভাবনী অপারেটর বাংলালিংক গতকাল (শনিবার) ঢাকা, চট্টগ্রাম,…

% দিন আগে

দীপিকা ছেলের জন্য সুস্থ হয়ে উঠতে চান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতীয় অভিনেত্রী দীপিকা কক্কর যে কোনো মূল্যেই হোক না কেনো…

% দিন আগে

নাখোশ ইউরোপ: যুক্তরাষ্ট্রের নতুন নিরাপত্তা কৌশল নিয়ে খুশি রাশিয়া

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদিত নতুন জাতীয় নিরাপত্তা কৌশলকে…

% দিন আগে

কানাডায় বরফের নিচে আয়োজন হলো পার্টি!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কানাডার কুইবেকে কিছু তরুণ বরফে জমে যাওয়া হ্রদের নিচে ডুব…

% দিন আগে

বরফে আচ্ছাদিত রাস্তা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ২৩ অগ্রাহায়ণ ১৪৩২…

% দিন আগে

শীতে ঠোঁট ফাটা হতে রক্ষা পেতে করণীয়

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শীতকালে বাতাসের আর্দ্রতা কমে যাওয়া এবং ঠাণ্ডা হাওয়ার কারণে মুখের…

% দিন আগে