শুরু হলো জেসিআই ঢাকা ফাউন্ডার্সের ক্যারিয়ার কানেক্ট এক্সপো

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ঢাকা ফাউন্ডার্সের আয়োজনে শুরু হয়েছে ক্যারিয়ার কানেক্ট এক্সপো ২০২৩। গতকাল রবিবার (১৭ সেপ্টেম্বর) আয়োজনের প্রথম দিনে একই শিরোনাম শীর্ষক একটি ‘প্যানেল ডিস্কাশন’ ও মুক্ত আলোচনা হয়।

আলোচনায় অংশ গ্রহণ করেন দেশের সবচেয়ে বড় চাকুরির অনলাইন বাজার বিডিজবস ডট কমের সিইও এ কে এম ফাহিম মাশরুর, ইউআইইউ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আবুল কাশীম মিয়া ও জেসিআই বাংলাদেশের সভাপতি মো. জিয়াউল হক ভুইয়া।

সামগ্রিক আলোচনায় বক্তারা তরুণ উদ্যোক্তাদের মানবসম্পদ সম্পর্কিত কিছু দিকনির্দেশনাও দেন। দীর্ঘমেয়াদী সমস্যাগুলো সমাধানের জন্য সঠিক মানবসম্পদ নির্বাচন ও প্রতিষ্ঠানে তাদের ধরে রাখার উপায় নিয়েও আলোচনা করেন।

Related Post

আলোচনা শেষে জেসিআই বাংলাদেশের সহ-সভাপতি মুহাম্মাদ আলতামিশ নাবিল পার্সোনাল ব্রান্ডিং এর উপর দিকনির্দেশনা মূলক একটি বক্তব্য রাখেন।

পুরো আলোচনাটি সঞ্চালনা করেন জেসিআই ঢাকা ফাউন্ডার্সের সভাপতি এম আসিফ রহমান। তিনি বলেন, আগামীকাল (১৮ সেপ্টেম্বর) সারাদিন ৩০টি কোম্পানি প্রায় ৫০০ শর্টলিস্টেড ক্যান্ডিডেটের ইন্টারভিউ নিবে। এর পূর্বে আগ্রহীরা বিডিজবস ডট কম ও ইজি ডট জবস থেকে চাকুরীর জন্য অনলাইন আবেদন করেন। এরপর বিভিন্ন যাচাই-বাছাই প্রক্রিয়ার মাধ্যমে শুধুমাত্র নির্বাচিত প্রার্থীদের সরাসরি ইন্টারভিউর জন্য আমন্ত্রণ জানানো হয়। জেসিআই ঢাকা ফাউন্ডার্স থেকে এমন একটি আয়োজন করতে পেরে আমরা সত্যিই আনন্দিত।

উল্লেখ্য, ‘ক্যারিয়ার কানেক্ট এক্সপো -২০২৩’ এর সহযোগী পার্টনার হিসেবে রয়েছে বিডিজবস ডট কম, ভেনু পার্টনার – ইউআইইউ বিশ্ববিদ্যালয়। মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে – ক্যানভাস, ব্যাকস্পেস, বিজকোপ, অর্থসংবাদ, দ্য ঢাকা টাইমস, ইভেন্ট পার্টনার হিসেবে কাজ করেছে ইভেন্ট প্রতিষ্ঠান সার্কেল। খবর সংবাদ বিজ্ঞপ্তির।

>>>>>>>>>>>>>>

ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে

মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।

লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।

১. সাধারণ ডেঙ্গুজ্বর

২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।

সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-

১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।

২. তীব্র মাথাব্যথা হওয়া।

৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।

৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।

৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।

৬. বমি বমি ভাব বা বমি হওয়া।

৭. ত্বকে র‌্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।

রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :

১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।

২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।

এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

অপরদিকে

জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:

১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।

২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।

৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।

৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।

৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।

৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।

৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।

৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org

This post was last modified on সেপ্টেম্বর ১৮, ২০২৩ 9:56 পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

কাদের স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে? অভ্যাসের পরিবর্তন কী এই রোগকে ঠেকাতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ হিসাববিহীন জীবনযাপন, অস্বাস্থ্যকর খাওয়া-দাওয়া, প্রাত্যহিক বিভিন্ন বদভ্যাসই স্তন ক্যান্সার ডেকে…

% দিন আগে

নিজের আইপি অ্যাড্রেস জানবেন যেভাবে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইন্টারনেট ব্যবহারকারী অনেকেই নিজের আইপি অ্যাড্রেস সম্পর্কে মোটেও অবগত নন।…

% দিন আগে

শ্রেয়া ঘোষালের সঙ্গে ডুয়েট গাইবার ইচ্ছে- রিজভী ওয়াহিদ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ রিজভী ওয়াহিদ- যাকে বাংলা আধুনিক গানে প্রেমের গানের শিল্পী বলা…

% দিন আগে

গাধার সংখ্যা যে দেশটিতে সবচেয়ে বেশি!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সম্প্রতি পালিত হলো বিশ্ব গাধা দিবস। ‘গাধা’ শব্দটি প্রায়ই আমরা…

% দিন আগে

গাছ-গাছালির মাঝে পাথরের এমন দৃশ্য সত্যিই এক ব্যতিক্রমি

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শনিবার, ১৮ মে ২০২৪ খৃস্টাব্দ, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১…

% দিন আগে

প্রতিদিন ৫ মিনিট যে ব্যায়াম করলেই ঝরবে মেদ! তাহলে বাড়িতেই শুরু হোক শরীরচর্চা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা শরীরচর্চার সময় না পেলেও নিয়ম করে মিনিট পাঁচেক স্কোয়াটে…

% দিন আগে