দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জনপ্রিয় ৩টি স্মার্টফোনে সম্প্রতি অবিশ্বাস্য ছাড়ের অফার ঘোষণা করলো স্যামসাং বাংলাদেশ। ডিভাইসগুলো হলো- গ্যালাক্সি এ০৪এস, গ্যালাক্সি এ২৩ এবং গ্যালাক্সি এফ১৩।
অফারের কারণে বর্তমানে ব্যবহারকারীরা খুব সহজেই দুর্দান্ত ক্যামেরা ও সিনেম্যাটিক ডিসপ্লে ব্যবহারের অনবদ্য অভিজ্ঞতা পাবেন। ছাড়ের এই অফার ইতিমধ্যে শুরু হয়েছে, থাকবে স্টক ফুরানোর আগ মুহূর্ত পর্যন্ত।
স্যামসাং গ্যালাক্সি এফ১৩ ডিভাইসে ৬০ হার্জ রিফ্রেশ রেটসহ ৬.৬ ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে রয়েছে। এর সুবিশাল ডিসপ্লের নিখুঁত এবং ঝকঝকে ছবি স্মার্টফোন ব্যবহারকারীর সিনেম্যাটিক অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করবে। এতে ১৫ ওয়াট অ্যাডাপ্টিভ ফাস্ট চার্জিংসহ ৬,০০০ মিলিঅ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারি ব্যবহার করা হয়েছে। নিখুঁতভাবে ছবি তোলা নিশ্চিত করতে স্মার্টফোনটিতে ৫০ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এছাড়াও, এতে ১২৩ ডিগ্রি ‘ফিল্ড অব ভিউ’ সহ ৫ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড ক্যামেরা ব্যবহার করা হয়েছে।
ব্যবহারকারীর জন্য অনবদ্য পোর্ট্রেট শর্ট নিশ্চিতে ডিভাইসটিতে ২ মেগাপিক্সেল ডেপথ ক্যামেরাও ব্যবহার করা হয়েছে। সেইসঙ্গে এতে ৮ মেগাপিক্সেল লেন্সের সেলফি ক্যামেরা রয়েছে।
বর্তমানে অবিশ্বাস্য অফারের পর গ্যালাক্সি এফ১৩ ডিভাইসটি কেনার সময় ৩,০০০ টাকা ক্যাশব্যাক পাবেন ক্রেতারা। ছাড়ের পর গ্যালাক্সি এফ১৩ (৬/১২৮ জিবি) পাওয়া যাবে মাত্র ২৫,৯৯৯ টাকায়, গ্যালাক্সি এফ১৩ (৪/৬৪ জিবি) পাওয়া যাবে মাত্র ২১,৯৯৯ টাকায়। ডিভাইসটি ওয়াটারফল ব্লু, সানরাইজ কপার এবং নাইটস্কি গ্রিন রঙে পাওয়া যাচ্ছে।
ব্যবহারকারীদের গেমিং এবং ভিডিও কনটেন্ট দেখার অভিজ্ঞতাকে সমৃদ্ধ করতে স্যামসাং গ্যালাক্সি এ২৩ স্মার্টফোনে ৬.৬ ইঞ্চি এফএইচডি+ এলসিডি ইনফিনিটি ভি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে।
দেখার ক্ষেত্রে স্মুথ এবং ঝকঝকে অনুভূতি নিশ্চিত করতে ডিভাইসটির ডিসপ্লেতে ১২০ হার্জ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে। ক্যামেরায় নিখুঁত এবং প্রাণবন্ত ছবি তোলা নিশ্চিত করতে মাল্টি-লেন্স ক্যামেরা সিস্টেম ব্যবহার করা হয়েছে, যার মধ্যে রয়েছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি লেন্স, ৫ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড ক্যামেরা, ২ মেগাপিক্সেল ডেপথ লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। দুর্দান্ত এই ডিভাইসটিতে ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬৮০ অক্টাকোর ২.৪ গিগাহার্জ প্রসেসর ব্যবহার করা হয়েছে।
ছাড়ের পর বর্তমানে মাত্র ২৯,৯৯৯ টাকায় উদ্ভাবনী প্রযুক্তি-সম্পন্ন এই স্মার্টফোনটি কেনার সুযোগ পাবেন ব্যবহারকারী। ডিভাইসটি অসাম পিচ রঙে পাওয়া যাচ্ছে।
স্মার্টফোনে গেমস খেলা কিংবা ভিডিও কনটেন্ট দেখার সময় ব্যাটারি শেষ হয়ে যাওয়ার দুশ্চিন্তা থেকে নিশ্চিন্ত রাখতে ও ফোন দেখার ক্ষেত্রে ব্যবহারকারীর অনবদ্য অভিজ্ঞতা নিশ্চিত করতে গ্যালাক্সি এ০৪এস ডিভাইসে ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারির সঙ্গে ৬.৫ ইঞ্চির এইচডি+ ইনফিনিটি ভি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। সেইসঙ্গে কনটেন্ট দেখার অনুভূতিকে আরও নিখুঁত করতে ডিভাইসটির ডিসপ্লেতে ৯০ হার্জ রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে। এই ডিভাইসটিতে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি লেন্স, ২ মেগাপিক্সেল ডেপথ এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সরসহ ট্রিপল
ক্যামেরা সেট রয়েছে। স্মৃতির মুহূর্তগুলোকে নিমিষেই ক্যামেরায় ধারণ করতে ডিভাইসটিতে ৫ মেগাপিক্সেল সেলফি শুটারও রয়েছে।
ছাড়ের পর বর্তমানে স্যামসাং গ্যালাক্সি এ০৪এস ডিভাইসটির দাম মাত্র ১৮,৯৯৯ টাকা। স্মার্টফোনটি সাদা, সবুজ, কালো এবং কপার– এই ৪টি রঙে পাওয়া যাচ্ছে। খবর সংবাদ বিজ্ঞপ্তির।
>>>>>>>>>>>>>>
মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।
লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।
১. সাধারণ ডেঙ্গুজ্বর
২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।
সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-
১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।
২. তীব্র মাথাব্যথা হওয়া।
৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।
৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।
৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।
৬. বমি বমি ভাব বা বমি হওয়া।
৭. ত্বকে র্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।
রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :
১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।
২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।
এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
অপরদিকে
জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।
ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:
১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।
২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।
৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।
৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।
৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।
৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।
৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।
৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org
This post was last modified on অক্টোবর ২৬, ২০২৩ 3:15 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শাহরুখ খান এবং গৌরী খানের ৩৩ বছরের দাম্পত্য জীবনে ধর্ম…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গত বছরের ডিসেম্বরের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‘নেচার ইজ় ব্রুটাল’ নামে এক্স হ্যান্ডল হতে পোস্ট করা ভিডিওটি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২৩ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ব্রণ বিষয়ে চিকিৎসকরা মনে করেন, অ্যাডাল্ট অ্যাকনির নেপথ্যে মূল কারণ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সেরা প্রযুক্তি আও উদ্ভাবনের জোরে বিনোদনের সংজ্ঞাকে প্রতিনিয়ত পাল্টে দিচ্ছে…