এবার এক্সে যুক্ত হতে যাচ্ছে ডেটিং ফিচার

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স ডেটিং ফিচার যুক্ত করার পরিকল্পনা করেছে। মাধ্যমটির স্বত্তাধিকারী ইলন মাস্ক জানিয়েছেন, আগামী বছরের মধ্যে এটি চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।

কর্মীদের সঙ্গে এক্সের (সাবেক টুইটর) মালিকানা গ্রহণের একবছর পূর্তি উপলক্ষে এক ভিডিও কনফারেন্সে যোগ দেওয়ার পর সম্প্রতি এই ঘোষণা দিয়েছেন ইলন মাস্ক।

জানা যায়, ডেটিং অ্যাপে সব সুবিধা শীঘ্রই এক্স প্ল্যাটফর্মেও পাওয়া যাবে। তবে এটি কীভাবে কাজ করবে সে বিষয়ে বিস্তারিত কিছু অবশ্য জানাননি ইলন মাস্ক। তবে অন্য ডেটিং অ্যাপের মতো এটিও সাবস্ক্রিপশন ভিত্তিক হবে সেই বিষয়টিও নিশ্চিত করেছেন তিনি। রিব্রান্ডিং করার পর হতেই নতুন করে আয় বাড়ানোর উৎসও খুঁজে চলেছেন ইলন মাস্ক। ডেটিং ফিচারের বিষয়টি পূর্ব থেকেই শোনা যাচ্ছিল। এবার নিশ্চিত হওয়া গেলো এই ফিচারটিও আনতে যাচ্ছে এক্সে।

Related Post

>>>>>>>>>>>>>>

ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে

মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।

লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।

১. সাধারণ ডেঙ্গুজ্বর

২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।

সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-

১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।

২. তীব্র মাথাব্যথা হওয়া।

৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।

৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।

৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।

৬. বমি বমি ভাব বা বমি হওয়া।

৭. ত্বকে র‌্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।

রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :

১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।

২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।

এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

অপরদিকে

জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:

১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।

২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।

৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।

৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।

৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।

৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।

৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।

৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org

This post was last modified on নভেম্বর ৬, ২০২৩ 11:11 পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

পাহাড় আর নদী ঘেষে ঘরবাড়ি

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। রবিবার, ৯ জুন ২০২৪ খৃস্টাব্দ, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩১…

% দিন আগে

শুধু কলাই নয় এর খোসাও অনেক উপকারী!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কলার খোসা যদি খাওয়া যায়, তাহলে অনেক উপকার পাবেন। তবে…

% দিন আগে

বাস্তুসংস্থান পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ‘বনায়ন’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিশ্ব পরিবেশ দিবস উদযাপনে দেশজুড়ে ৫০ লাখ চারা বিতরণ করবে…

% দিন আগে

ইতিহাস সৃষ্টির অপেক্ষায় রয়েছে ‘তুফান’!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আগেই গুঞ্জন ছড়িয়েছিলো যে, ‘তুফান’-এ অনিয়মের অভিযোগ খতিয়ে সেন্সরে আটকানো…

% দিন আগে

ডেনমার্কের প্রধানমন্ত্রীর ওপর প্রকাশ্যে সন্ত্রাসী হামলা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর ওপর হামলার পর এবার প্রকাশ্যে হামলার শিকার হলেন…

% দিন আগে

কর্পোরেট চাকুরেদের জন্য চেয়ারের নতুন নকশা দেখুন!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‘কফিন অফিস চেয়ার'। কেনো এই নাম? তার ব্যাখ্যা দিয়ে এক…

% দিন আগে