দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ লিজ নামে এক তরুণী একটি ভিডিও টিকটকে পোস্ট করেছিলেন। সেটি সেখানে ভাইরাল হওয়ার পর ছড়িয়ে পড়ে এক্স হ্যান্ডেলে।
আমরা সবাই জানি মৃত্যুর পর শেষ শয্যা পাতা হয় যে কফিনে, সেখানেই সবথেকে আরামের ঘুম ঘুমোতে ভালোবাসেন তিনি। এক তরুণীর এমনই স্বীকারোক্তি শুনেছে নেটিজেনরা। একটি ভিডিতে তিনি নেট মাধ্যমে জানিয়েছেন, তার শোওয়ার ঘরে একটি সুন্দর পাইন কাঠের কফিন রাখা আছে। সেই কফিনের মধ্যে শুলেই বাইরের জগতের সমস্ত কোলাহল হতে মুহূর্তে নিজেকে বিচ্ছিন্ন করেও ফেলতে পারেন তিনি। এতে নাকি মানসিক শান্তিও পান।!
ভিডিওটি টিকটকে পোস্ট করেছিলেন লিজ নামে ওই তরুণী। সেটি সেখানে ভাইরাল হওয়ার পর ছড়িয়ে পড়েছে এক্স হ্যান্ডেলেও। তাতে দেখা যাচ্ছে যে, ওই তরুণী কফিনের ভিতর শুয়ে নিজেকে দেখাচ্ছেন, কতো আরামদায়ক তার ওই বিছানাটি। একইসঙ্গে তিনি জানিয়েছেন, তিনি যখন কফিনের ভিতরে ঢুকে ঘুমোন তখন ঢাকনাটি খোলা রাখেন। এছাড়াও ঢাকনাটি বন্ধ হয়ে গেলেও দম বন্ধ হওয়ার কোনই সুযোগ নেই। কারণ কফিনটি এয়ারটাইট কিংবা বায়ুচলাচল রহিত নয়।
ভিডিওর ওই তরুণীর নাম লিজ। টিকটকে তাঁর একটি ডাকনামও রয়েছে স্যাড স্পাইস। তবে ভিডিওতে যখন তিনি এইসব কথা বলেছেন, তখন তার ঠোঁটের পাশ থেকে স্পষ্ট দেখা যাচ্ছিল দু’টি শ্বাদন্ত। যা সাধারণ শিকার করে খাওয়া পশুদের চোয়ালেই দেখা যায়। আবার রূপকথায় ভ্যাম্পায়ারদেরও এই ধরনের দাঁত থাকার কথা শোনা যায়। ভিডিও দেখে ও তরুণীর ঘুমানোর অদ্ভুত অভ্যাস দেখে তাই নেটিজেনরা প্রশ্ন তুলেছেন, ‘‘মেয়েটি আবার ভ্যাম্পায়ার নয় তো’’? তথ্যসূত্র: আনন্দবাজার অনলাইন।
>>>>>>>>>>>>>>
মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।
লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।
১. সাধারণ ডেঙ্গুজ্বর
২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।
সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-
১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।
২. তীব্র মাথাব্যথা হওয়া।
৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।
৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।
৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।
৬. বমি বমি ভাব বা বমি হওয়া।
৭. ত্বকে র্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।
রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :
১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।
২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।
এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
অপরদিকে
জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।
ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:
১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।
২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।
৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।
৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।
৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।
৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।
৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।
৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org
This post was last modified on নভেম্বর ৬, ২০২৩ 12:36 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় পেশাগত দায়িত্ব পালনকালে ইসরায়েলি হামলায় আল…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস । ১৯৭১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ২৬ মার্চ ২০২৫ খৃস্টাব্দ, ১২ চৈত্র ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ১৯৭১ সালের ২৫ মার্চ কৃষ্ণপক্ষের রাত। উত্তাল দিন শেষে সন্ধ্যা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এক সময়ের জনপ্রিয় ফিচার ফোন নকিয়া ৩২১০ নতুন রূপে আবারও…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যালার্জিক রাইনাইটিস হতে ত্বকের অ্যালার্জিও হয়ে থাকে অনেকের। ত্বক শুষ্ক…