দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ হাত থেকে সপাটে কাচের টেবিলে পড়ে গেলো নতুন কেনা আইফোনটি। এই ঘটনার প্রায় সঙ্গে সঙ্গেই শোনা যায় চিৎকার! মেয়েটি ঘাবড়ে গিয়ে ফোনটি তুলে আবার বাক্সে রাখলো।
মেয়েকে আইফোন উপহার দেন এক বাবা। তবে সেই ফোন হাতে নিতে না নিতেই এক কাণ্ড ঘটে গেলো কিশোরীর। হাত থেকে ফেলেই দিল নতুন কেনা সেই ফোনটি। ওই পরিস্থিতিতে মেয়েটির বাবার আর্তনাদের একটি ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।
যদিও ভিডিওটিতে ওই কিশোরীর বাবাকে দেখা যাচ্ছে না। কেবলমাত্র চিৎকার শোনা যায় তার। অপরদিকে ক্যামেরার লেন্সের সামনে রয়েছেন ওই কিশোরী। ভিডিওটি শুরু হয় ওই কিশোরীর হাতে থাকা একটি মোড়ক খোলার মুহূর্ত হতে। সম্ভবত তার জন্মদিনের উপহার দিয়ে তাকে চমকে দেওয়ার পরিকল্পনা করেন তারই বাবা-মা। ভিডিও রেকর্ড করা হচ্ছিল সেই চমকে যাওয়ার মুহূর্ত বন্দী করার জন্য।
ভিডিওতে দেখা যায়, একটি কাগজের মোড়কের ভিতর থেকে একের পর এক মোড়ক বের করে আনছেন মেয়েটি। কিছুটা অধৈর্য্য হয়ে তারপর একটি মোড়ক খুলে মেয়েটি দেখতে পান আইফোনের বাক্স। প্রথমে বিশ্বাসই করতে না পারলেও ব্যাপারটি আত্মস্থ করার পর লাফাতে শুরু করে দেয় সে। তাড়াহুড়ো করে বাক্স খুলে আইফোন বের করতে গিয়েই ঘটে দুর্ঘটনাটি।
হাত থেকে সপাটে কাচের টেবিলে পড়ে যায় নতুন আইফোনটি। এই সময় প্রায় সঙ্গে সঙ্গেই শোনা যায় এক চিৎকার। মেয়েটি ঘাবড়ে গিয়ে ফোনটি তুলে আবারও বাক্সে রাখে। তবে ততোক্ষণে চিৎকার করে উঠেছেন তারই বাবা। তাকে বলতে শোনা যায়, ” ১০ সেকেন্ডও হলোনা ফোনটি হতে ধরেছো তুমি! এর মধ্যেই সেটি ফেলে দিলে?”
বাবার বকুনি খেয়ে মেয়েটি ফোন রেখে কাঁদতে কাঁদতে ছুটে যায় ঘরের ভিতর। ভিডিও দেখে নানা রকম প্রতিক্রিয়া দেখা যায় ইন্টারনেটে। এক পক্ষ বাবাকে সমর্থন করেছেন। অপর পক্ষ অবশ্য মেয়েটির পাশে দাঁড়িয়ে সমালোচনা করেছেন ওই বাবার। তাদের বক্তব্য হলো, বোঝাই যাচ্ছে মেয়েটি উপহার পেয়ে অতিরিক্ত উত্তেজনায় কাণ্ডটি ঘটিয়ে ফেলেছে। তাকে এভাবে না বললেও চলতো। যা ঘটার তাতো ঘটেই গেছে। তথ্যসূত্র: আনন্দবাজার অনলাইন।
>>>>>>>>>>>>>>
মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।
লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।
১. সাধারণ ডেঙ্গুজ্বর
২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।
সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-
১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।
২. তীব্র মাথাব্যথা হওয়া।
৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।
৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।
৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।
৬. বমি বমি ভাব বা বমি হওয়া।
৭. ত্বকে র্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।
রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :
১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।
২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।
এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
অপরদিকে
জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।
ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:
১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।
২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।
৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।
৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।
৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।
৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।
৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।
৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org
This post was last modified on নভেম্বর ২২, ২০২৩ 4:23 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বয়ঃসন্ধিকাল ও ‘নিষিদ্ধ’ প্রেমের গল্প সিনেমাটি হিমালয়ের কোলে এক শৈলশহরের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়া নিয়ে এবার আশার আলো দেখছেন তুরস্কের প্রেসিডেন্ট…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পেট্রোল পাম্পের মধ্যে আগুন জ্বালানো নিষেধ থাকে সেটি আমাদের সকলেরই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। রবিবার, ৫ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২১ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পুষ্টিবিদরা বলেন, খালি পেটে পেঁপে খাওয়া মোটেও ভালো নয়। এতে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ২০২৫ সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের পানির নিচে থাকা…