হিডেন ক্যামেরা শনাক্ত করার পদ্ধতি জেনে নিন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাম্প্রতিক সময় দেখা যায়, হোটেল রুমে বা শোরুমে জামা-কাপড় বদলানোর ট্রায়াল রুমে গোপন ক্যামেরা লাগিয়ে রাখা হয়। আর এই কাজটি করা হয় বদ মতলব হাসিল করার জন্য। আজ জেনে নিন হিডেন ক্যামেরা শনাক্ত করার পদ্ধতি।

গোপন ক্যামেরার কারণে আপনার অজান্তেই আপনার গোপন মুহূর্ত ক্যামেরাবন্দি করা হয়ে যেতে পারে। আর এতে করে আপনি পড়তে পারেন বিপদে।

হোটেল কিংবা শপিংমল বা জামাকাপড়ের দোকানের ট্রায়াল রুমে গোপন ক্যামেরা রয়েছে কিনা বুঝবেন কীভাবে?

Related Post

ট্রায়াল রুমে ঢুকে প্রথমেই চারপাশ খুব ভালোভাবে দেখে নিতে হবে। চোখে পড়তেও পারে কোনো ছোট ক্যামেরার মতো কিছু। সন্দেহ হলে লোক ডাকুন কিংবা সেখান থেকেও বেরিয়ে আসুন।

হ্যাঙার, কাঠের দেওয়ালের খাঁজেও চোখ রাখতে হবে। অনেক সময় হ্যাঙারের আড়ালে ছোট ক্যামেরা লুকিয়ে রাখা হয়। কাঠের দেওয়ালের ফাঁকেও থাকতে পারে এই গোপন চোখ।

আয়নার দিকে লক্ষ করুন যদি উল্টোদিকে অন্য ঘর কিংবা দেওয়াল দেখতে পান, বুঝবেন ঝামেলা রয়েছে! আয়নার পেছনে যদি অন্য ঘর থাকে তাহলে অবশ্যই সতর্ক হতে হবে। অনেক সময় থাকতে পারে ক্যামেরাও। ভালো করে না দেখে নিন।

দরজাতে যেভাবে টোকা দেন, আয়নায়ও ঠিক সেভাবে টোকা দিন! যদি আয়না থেকে ফাঁপা কোনো শব্দ আসে তবে সাবধান হতে হবে। তারপর আয়নায় আঙুল রাখুন। আঙুল ও প্রতিফলনের মধ্যে দূরত্ব থাকলেই বুঝবেন ক্যামেরা রয়েছে। এতে করে সাবধান হতে হবে।

পোশাক বদলের সময় প্রথমেই ট্রায়াল রুমে থাকা আলো নিভিয়ে দিন। পোশাক বদল হয়ে গেলে আলো জ্বেলে চেক করে নিন আপনার পোশাক ঠিক আছে কিনা। আলো বন্ধ থাকলে গোপন ক্যামেরা থাকলেও কোনো সমস্যা হবে না।

>>>>>>>>>>>>>>

ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে

মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।

লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।

১. সাধারণ ডেঙ্গুজ্বর

২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।

সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-

১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।

২. তীব্র মাথাব্যথা হওয়া।

৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।

৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।

৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।

৬. বমি বমি ভাব বা বমি হওয়া।

৭. ত্বকে র‌্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।

রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :

১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।

২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।

এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

অপরদিকে

জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:

১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।

২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।

৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।

৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।

৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।

৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।

৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।

৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org

This post was last modified on নভেম্বর ২৬, ২০২৩ 4:34 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

এখন বিলিয়ন কালার শেডের স্ক্রিনে উপভোগ করুন খেলার দুর্দান্ত সব মুহূর্তগুলো

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ২০০৬ সালের ১৬ জুন বৃষ্টিস্নাত সন্ধ্যায় আর্জেন্টিনার কনিষ্ঠ ফুটবলার হিসেবে…

% দিন আগে

আম্বানি পুত্রের বিয়েতে গাইতে কত পারিশ্রমিক নিচ্ছেন জাস্টিন বিবার?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতের মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির বিয়ের অনুষ্ঠানে বিশ্বের…

% দিন আগে

গৃহকর্মী নিয়োগ ফি কমানোর ঘোষণা দিলো কুয়েত

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গৃহকর্মী নিয়োগ সহজ করার জন্য নতুন পদক্ষেপের ঘোষণা দিলো মধ্যপ্রাচ্যের…

% দিন আগে

অগোছালো ঘরে পড়ে রয়েছে একটি দাঁত মাজার ব্রাশ! ১০ সেকেন্ডে খুঁজে বের করতে পারবেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এটি একটি ধাঁধা। উপরের ছবিতে রয়েছে একটি অগোছালো ঘরের ছবি।…

% দিন আগে

বর্ষার প্রাকৃতিক সৌন্দর্যের কথা অস্বীকার করা যায় না

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। রবিবার, ৭ জুলাই ২০২৪ খৃস্টাব্দ, ২৩ আষাঢ় ১৪৩১…

% দিন আগে

যোগাসন করার পর প্রচণ্ড খিদে পেলে শরীরচর্চা করার আগে কী খাবেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যে সময়ই যোগাসন করুন না কেনো, তার আগে কিংবা পরে…

% দিন আগে