দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ পাওয়ার আশায় নিজের একটি উড়োজাহাজ বিধ্বস্তের অভিযোগে ট্রেভর জ্যাকব নামে জনৈক মার্কিন ইউটিউবারকে এবার শাস্তির মুখোমুখি হতে হয়েছে। এই ঘটনায় দোষী সাব্যস্ত করে তাকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের আদালত।
২০২১ সালের ডিসেম্বর মাসে ৩০ বছর বয়সী জ্যাকব উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার একটি ভিডিও নিজের ইউটিউব চ্যানেলে পোস্ট করেছিলেন। ‘আই ক্র্যাশড মাই এয়ারোপ্লেন’ শিরোনামে ওই ভিডিওতে দেখা যায় যে, সেলফি স্টিক হাতে তিনি উড়োজাহাজ থেকে প্যারাস্যুটে করে নিচের দিকে নামছেন। ভিডিওতে তিনি এই ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করেন যে, এটি একটি দুর্ঘটনা ছিল ও নিজের জীবন রক্ষায় তিনি প্যারাস্যুটে করে দ্রুত নেমে আসেন।
উড্ডয়নের ৩৫ মিনিটের মাথায় ক্যালিফোর্নিয়ার লস পাদ্রেস জাতীয় উদ্যানে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছিলো। উড়োজাহাজ থেকে লাফানোর সময় ক্যামেরাতে এর ভিডিও ধারণ করেন তিনি। তারপর ২৩ ডিসেম্বর ভিডিওটি তিনি তার ইউটিউব চ্যানেলে পোস্ট করেন।
ভিডিওটি একপর্যায়ে অভিযোগ ওঠার পর ইউটিউব হতে সরিয়ে নেওয়া হয়। তবে তার আগেই ভিডিওটি ৩০ লাখবার দেখা হয়ে গিয়েছিলো।
এই বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের তদন্তকারী কর্মকর্তারা বলেছেন, ইউটিউবে দর্শকপ্রিয়তা পাওয়ার জন্য ইচ্ছাকৃতভাবেই উড়োজাহাজটি বিধ্বস্ত করেন ট্রেভর জ্যাকব। এই ঘটনায় মামলা হলে তিনি তদন্তকারীদেরকেও মিথ্যা কথা বলেছেন।
আদালতে দায় স্বীকার করে জ্যাকব অবশ্য দাবি করেছিলেন যে, একটি পণ্যের প্রচার চালানোর জন্য চুক্তি করেন তিনি। তারই অংশ হিসেবে এভাবে উড়োজাহাজ বিধ্বস্তের ভিডিওটি ধারণ করেন।
গত ৪ ডিসেম্বর ক্যালিফোর্নিয়ার একটি আদালত জ্যাকবকে ৬ মাসের কারাদণ্ড দেন।
ক্যালিফোর্নিয়ায় ফেডারেল সরকারের কৌঁসুলিরা বলেছেনএবং এর মাধ্যমে অর্থ আয় করার পরিকল্পনা থেকে জ্যাকব এই অপরাধ করেছেন বলে তারা মনে করছেন।
যাই হোক, এই ধরনের দুঃসাহসী কোনো কাজ কোনোভাবেই মেনে নেওয়া কিংবা সহ্য করা যায় না বলে মন্তব্য করেছেন বেশিরভাগ মানুষ।
>>>>>>>>>>>>>>
মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।
লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।
১. সাধারণ ডেঙ্গুজ্বর
২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।
সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-
১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।
২. তীব্র মাথাব্যথা হওয়া।
৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।
৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।
৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।
৬. বমি বমি ভাব বা বমি হওয়া।
৭. ত্বকে র্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।
রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :
১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।
২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।
এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
অপরদিকে
জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।
ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:
১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।
২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।
৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।
৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।
৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।
৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।
৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।
৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org
This post was last modified on ডিসেম্বর ৭, ২০২৩ 1:02 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গরমে হিট স্ট্রোকের ঝুঁকি এড়াতে শুধু পানিই খেতে হবে? তা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সম্প্রতি চীনের হেফেইতে অনুষ্ঠিত জ্যাক গ্লোবাল পার্টনারস কনফারেন্স ২০২৫-এ বাংলাদেশের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ লাল গ্রহ মঙ্গল নিয়ে মানুষের মাতামাতির যেনো শেষ নেই। মঙ্গল…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সম্প্রতি ভারতের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন ভারতীয় পর্যটক নিহত…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইরানের বন্দর আব্বাসের শহিদ রাজি বন্দরে গত শনিবার (২৬ এপ্রিল)…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ খাঁচার ভিতরে সবুজ ঘাসের উপর পড়েছিল একটি সানগ্লাস। কোনও পর্যটকের…