বন্ধু ফিরবেই এমন অপেক্ষায় মাসের পর মাস হিমঘরের বাইরে দাঁড়িয়ে থাকে পোষ্য!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জাপানের হাচির গল্প নিশ্চয়ই শুনেছেন? মনিবের মৃত্যুর পরও তার ট্রেন থেকে নামার অপেক্ষায় ঠায় স্টেশনে বসে থাকতো সে। এবার এমনই এক গল্প উঠে এসেছে। বন্ধু ফিরবেই এমন অপেক্ষায় মাসের পর মাস হিমঘরের বাইরে দাঁড়িয়ে থাকে এক পোষ্য!

হাসপাতাল কর্মীরা প্রত্যেকেই তাকে চেনেন। মাস চারেক আগে মনিব অসুস্থ হলে তার সঙ্গেই হাসপাতালে এসেছিল এই পোষ্য। হাসপাতালের নীচে অপেক্ষা করেছে দিনের পর দিন। তবে তার মনিব আর ফেরেননি।

জাপানের হাচির গল্প নিশ্চয়ই শুনেছেন? মনিবের মৃত্যুর পরও তার ট্রেন থেকে নামার অপেক্ষায় ঠায় স্টেশনে বসে থাকতো সে দিনের পর দিন, রাতের পর রাত। এরপর একদিন সেও তার প্রিয় বন্ধুর মতোই নেই হয়ে গেলো। হাচির গল্প ততোদিনে লোকের মুখে মুখে ছড়িয়ে পড়ে। তৈরি হয় শুভার্থী, ভক্ত, সমব্যথী। হাচির মৃত্যুর খবরে দুঃখে ভারাক্রান্ত হয়েছেন তারা। তার অপেক্ষাকে সম্মান জানিয়ে তৈরি করেছিলেন একটি মূর্তি। স্টেশনের ঠিক সেই খানটিতে যেখানে সে মনিবের জন্য অপেক্ষা করতো। সেই মূর্তি আজও রয়েছে ওই স্টেশনে। অনেকেই অবশ্য তার কথা জানেন। তবে তারা জানেন না জাপানের মতোই এক হাচি কিন্তু রয়েছে ভারতেও!

কেরলের কেউ জানে না সেই হাচির নাম। তবে সেও তার মনিবের অপেক্ষা করে প্রতিদিন। এক হাসপাতালের হিমঘরের বাইরে বসে থাকতো ঠায়। অপেক্ষা করতো মনিবের বেরিয়ে আসার।

হাসপাতাল কর্মীরা প্রত্যেকেই তাকে চেনেন। মাস চারেক আগে মনিব অসুস্থ হলে তার সঙ্গে হাসপাতালে এসেছিল সেও। হাসপাতালের নীচে অপেক্ষা করেছে দিনের পর দিন। তবে তার মনিব আর ফেরেননি। হাসপাতালেই মৃত্যু হয় মনিবের। তাকে মর্গে নিয়ে যেতে দেখেছিল ওই কুকুরটি। আর সেখানেই তাই বন্ধুর জন্য অপেক্ষা করে সে। বুঝতে পারে না হিমঘর থেকে আর কখনও ফিরে আসে না তার মনিব।

সম্প্রতি সংবাদ সংস্থা এএনআই ওই কুকুরের একটি ভিডিও পোস্ট করে জানিয়েছে তার ওই করুন কাহিনী। কেরলের এই হাচির গল্প এরপর থেকেই ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। তথ্যসূত্র: আনন্দবাজার অনলাইন।

>>>>>>>>>>>>>>

ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে

মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।

লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।

১. সাধারণ ডেঙ্গুজ্বর

২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।

সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-

১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।

২. তীব্র মাথাব্যথা হওয়া।

৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।

৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।

৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।

৬. বমি বমি ভাব বা বমি হওয়া।

৭. ত্বকে র‌্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।

রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :

১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।

২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।

এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

অপরদিকে

জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:

১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।

২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।

৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।

৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।

৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।

৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।

৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।

৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org

This post was last modified on ডিসেম্বর ১০, ২০২৩ 4:24 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

ভারতে আবারও ক্ষমতায় আসছেন মোদি?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র ভারতে প্রায় ৬ সপ্তাহের ম্যারাথন নির্বাচন…

% দিন আগে

বিড়ালকে দেওয়া হলো বিশ্ববিদ্যালয়ের সম্মানিক ডক্টরেট ডিগ্রি!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিড়ালকে দেওয়া হলো বিশ্ববিদ্যালয়ের সম্মানিক ডক্টরেট ডিগ্রি! আর এই ডক্টরেট…

% দিন আগে

একটি ডিঙ্গি নৌকা ও প্রকৃতি

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। রবিবার, ২ জুন ২০২৪ খৃস্টাব্দ, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩১…

% দিন আগে

ডায়েট করেও মেদ না ঝরলে শসা দিয়ে তৈরি বিশেষ পানীয় খেয়ে দেখতে পারেন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শসা কেবলমাত্র পানির ঘাটতিই পূরণ করে না; বাড়তি মেদ ঝরাতেও…

% দিন আগে

এবার বাংলাদেশের বাজারে আসছে অনার ম্যাজিক ৬ প্রো স্মার্টফোন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশের বাজারে চলতি মাসেই আসছে বিশ্বসেরা নাম্বার ওয়ান স্মার্টফোন অনার…

% দিন আগে

মাহমুদ আব্দুল কাদিরের আরেকটি সৃষ্টি ‘আবদার’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইসলামি সংগীতের জনপ্রিয় গীতিকার এবং শিল্পী মাহমুদ আব্দুল কাদিরের আরেকটি…

% দিন আগে