এনার্জিপ্যাক ফ্যাশনস লিমিটেডের কারখানা লিড প্ল্যাটিনাম স্বীকৃতি পেলো

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এনার্জিপ্যাক ফ্যাশনস লিমিটেডকে লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্ট ডিজাইন (লিড) প্ল্যাটিনাম স্বীকৃতি দিলো যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি)।

এই স্বীকৃতি যাচাই করেছে গ্রিন বিজনেস সার্টিফিকেশন আইএনসি। এনার্জিপ্যাকের এই স্বীকৃতি বাংলাদেশের জ্বালানি দক্ষতা এবং পরিবেশবান্ধব উৎপাদনের প্রতি প্রতিষ্ঠানটির অঙ্গীকারের প্রতিফলন। উল্লেখ্য, বাংলাদেশে বিশ্বের মধ্যে বেশ কয়েকটি সর্বোচ্চ রেটিং পাওয়া লিড স্বীকৃতিপ্রাপ্ত কারখানা রয়েছে।

২৫৫ হাজার বর্গফুটের বিস্তৃত এলাকা নিয়ে গাজীপুরের হোতাপারায় অবস্থিত এনার্জিপ্যাকের স্টেট- অব- দি- আর্ট কারখানাটি ফরমাল পোশাক উৎপাদনে বিশেষভাবে সক্ষম। এছাড়াও, ৬ হাজারেরও বেশি কর্মী নিয়ে কারখানাটি আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং কার্যকরী উৎপাদন পদ্ধতি অনুসরণে প্রতিশ্রুতিবদ্ধ। পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণ খাতে অনন্য উচ্চতায় পৌঁছেছে বাংলাদেশ। দেশে বিশ্বের সবচেয়ে বেশি লিড স্বীকৃতি প্রাপ্ত পরিবেশবান্ধব কারখানা রয়েছে। সম্প্রতি, এনার্জিপ্যাক ফ্যাশনস লিমিটেড ফ্যাক্টরি প্ল্যাটিনাম ক্যাটাগরিতে লিড স্বীকৃতি পেয়েছে। এনার্জিপ্যাকের এ স্বীকৃতি দেশে পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণ খাতের সাফল্যে এক নতুন সংযোজন; পাশাপাশি, টেকসই উন্নয়ন ও জ্বালানি দক্ষতার প্রতি এনার্জিপ্যাক ফ্যাশনস লিমিটেডের দৃঢ় প্রতিশ্রুতির অনন্য উদাহরণ।

Related Post

এনার্জিপ্যাক ফ্যাশনস লিমিটেডের কারখানায় ব্যবহার করা রয়েছে জাপান, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের উন্নত পোশাক প্রযুক্তি, যার মাধ্যমে নিশ্চিত করা হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার, সেরা অনুশীলনীর অনুসরণ এবং দক্ষ ও নিবেদিত মানবসম্পদ ও ম্যানেজমেন্ট টিমের মাধ্যমে ফর্মাল পোশাকের উৎপাদন। আর এ সব বিষয় নিশ্চিত করার মাধ্যমে এনার্জিপ্যাক ফ্যাশনস লিমিটেড সম্মানজনক বিভিন্ন স্বীকৃতি লাভ করেছে; যার মধ্যে রয়েছে: সার্টিফিকেট অব অ্যাচিভমেন্ট: রিটার্ন টু ওয়ার্ক (আরটিডব্লিউ) পাইওনিয়ার ইন বাংলাদেশে; সার্টিফিকেট অব কমপ্লিশন: এইচইআরফাইন্যান্স প্রোগ্রাম এবং সার্টিফিকেট অব অ্যাপ্রিসিয়েশন: কোভিড-১৯ ম্যানেজমেন্ট সিস্টেম সহ আরও অনেক স্বীকৃতি। সর্বশেষ লিড প্ল্যাটিনাম স্বীকৃতি অর্জনের মাধ্যমে টেকসই উৎপাদন পদ্ধতি সংশ্লিষ্ট অনুশীলনী অনুসরণ করার ক্ষেত্রে অগ্রণী প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশের সম্ভাবনাকে তুলে ধরেছে এনার্জিপ্যাক।

লিড স্বীকৃতি অর্জনে কোনো প্রকল্পকে নির্দিষ্ট পয়েন্ট রেটিং অর্জন করতে হয়। এক্ষেত্রে, ৫০ থেকে ৫৯ পর্যন্ত স্কোর রেটিং সিলভার সার্টিফিকেশন হিসেবে বিবেচিত হয়, ৬০ থেকে ৭৯ স্কোর রেটিং গোল্ড সার্টিফিকেশন এবং ৮০’র বেশি স্কোর রেটিং প্ল্যাটিনাম সার্টিফিকেশন হিসেবে বিবেচনা করা হয়, যা স্কোর রেটিং ক্যাটাগরিতে সর্বোচ্চ। এনার্জিপ্যাক ফ্যাশনস লিমিটেড সর্বোচ্চ স্কোর রেটিং পেয়ে প্ল্যাটিনাম সার্টিফিকেশন অর্জন করেছে। সাসটেইনেবল সাইট, ওয়াটার এফিশিয়েন্সি, এনার্জি অ্যান্ড অ্যাটমোসফায়ার, ম্যাটেরিয়ালস ও রিসোর্সেস, ইনডোর এনভায়রনমেন্টাল কোয়ালিটি এবং ইনোভেশন ইন ডিজাইনে শ্রেণিতে রেটিং পেয়েছে এনার্জিপ্যাক।

উল্লেখ্য, লিড গ্রিন বিল্ডিং রেটিং সিস্টেমটি যুক্তরাষ্ট্রের স্টেটস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) দ্বারা প্রত্যয়িত এবং গ্রিন বিজনেস সার্টিফিকেশন আইএনসি দ্বারা যাচাইকৃত। এ স্বীকৃতি পরিবেশগত, সামাজিক ও সুশাসন নিশ্চিতের ক্ষেত্রে মানসম্পন্ন, কার্যকরী, টেকসই এবং ব্যয়সাশ্রয়ী পরিবেশবান্ধব ভবনে নির্মাণে ফ্রেমওয়ার্ক প্রদান করে। খবর সংবাদ বিজ্ঞপ্তির।

>>>>>>>>>>>>>>

ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে

মশা বাঢহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।

লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।

১. সাধারণ ডেঙ্গুজ্বর

২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।

সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-

১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।

২. তীব্র মাথাব্যথা হওয়া।

৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।

৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।

৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।

৬. বমি বমি ভাব বা বমি হওয়া।

৭. ত্বকে র‌্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।

রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :

১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।

২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।

এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

অপরদিকে

জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:

১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।

২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।

৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।

৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।

৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।

৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।

৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।

৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org

This post was last modified on ডিসেম্বর ২১, ২০২৩ 4:36 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

যে শাকে বশে থাকবে ডায়াবেটিস ও ফিরবে লিভারের হাল!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রতিদিনের ডায়েটে রাখুন সজনে শাককে। এতেই ডায়াবেটিসকে বশে রাখতে পারবেন।…

% দিন আগে

সামাজিক মাধ্যম ব্যবহার নিষিদ্ধ হচ্ছে অস্ট্রেলিয়ায় কিশোরদের জন্য

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মানসিক ও শারীরিক স্বাস্থ্যের বিষয়ে উদ্বেগ উল্লেখ করে শিশুদের সামাজিক…

% দিন আগে

‘বন্যা’ নিয়ে মনির খানের কণ্ঠে গান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মনির খানের কণ্ঠে ‘বন্যা’ নিয়ে গান ইউটিউবে। এই গান লিখেছেন…

% দিন আগে

বাংলাদেশের ইলিশ ভারতের বাজারে যে দামে বিক্রি হচ্ছে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আলোচনা-সমালোচনার পর ভারতে রপ্তানি করা হয় বাংলাদেশের ইলিশ। শুক্রবার (২৭…

% দিন আগে

প্ল্যাটফর্মে এঁকেবেঁকে ঘুরে বেড়াচ্ছে ৬ ফুট লম্বা সাপ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্ল্যাটফর্মে এঁকেবেঁকে ঘুরে বেড়াচ্ছে ৬ ফুট লম্বা সাপ! যা দেখে…

% দিন আগে

নেত্রকোনা দুর্গাপুর বর্ডার এলাকার সোমেশ্বরী নদী

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ১৩ আশ্বিন ১৪৩১…

% দিন আগে