চিত্র-বিচিত্র: জার্মানির অপরূপ এক ‘ব্ল্যাক ফরেস্ট’ কাহিনী

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ জার্মানির এক অপরূপ ‘ব্ল্যাক ফরেস্টে’র কাহিনী আজ আপনাদের সামনে তুলে ধরবো।

এই পৃথিবীতে বনের অভাব নেই। আমরা সবাই জানি বন সাধারণত হাজারও সবুজ গাছের সমারোহের কারণে সবুজ হয়ে থাকে। সেজন্য বনের নাম সবুজ বন রাখা যুক্তিযুক্ত, কিন্তু সবুজ নয় কালো বন নামেই একটি বন আছে আমাদের এই পৃথিবীতে। যে বনটি জার্মানিতে অবস্থিত। হয়তো আপনার ভাবছেন এই বনটিতে খারাপ কিছু আছে সেজন্য এই বনের নাম রাখা হয়েছে কালো বন। কিন্তু না, জার্মানির দক্ষিণ-পশ্চিমে অবস্থিত পর্বতময় এই বনভূমির নাম ব্ল্যাক ফরেস্ট বা কালো বন রাখা হয়েছে এই বনের অপরূপ সৌন্দর্যের কারণে। পাহাড় ও বন একসাথে মিশে এখানে তৈরি করেছে এক অনাবিল পরিবেশ। লম্বা লম্বা গাছ আর উঁচু উঁচু পাহাড়ের কারণে এই বনটি ব্ল্যাক ফরেস্ট নামে পরিচিতি লাভ করেছে।

এই বনটির আয়তন

বনটি মোট ১৫০ কিলোমিটার এলাকা নিয়ে বেষ্টিত। এখানকার সর্বোচ্চ পর্বতের চূড়া ফেন্ডবাগরাউর উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৪৯৩ মিটার উঁচু। এই বনের গা ঘেঁষে থাকা বৃহৎ আকারের পর্বতগুলো মূলত বেলে পাথরের তৈরি। পর্বতগুলোর মধ্যে অন্যতম আরও কয়েকটি হচ্ছে হেরজোজেনহর্ন (১৪১৫ মিটার), বেলচিন (১৪১৪ মিটার), স্কাউইন্সল্যান্ড (১২৮৪ মিটার), ক্যানডেল (১২৪১ মিটার), হোচব্লাউইন (১১৬৫ মিটার), হরনিসগ্রিন্ড (১১৬৪ মিটার)।

ব্ল্যাক ফরেস্টের ইতিহাস

ব্ল্যাক ফরেস্টের রয়েছে এক দীর্ঘ ইতিহাস। শেষ বরফ যুগের সময় বর্তমান ব্ল্যাক ফরেস্ট তুষার আচ্ছাদিত ছিল। পরে এই বরফ হিমবাহ আকারে নেমে এসে তৈরি করেছে অপরূপ সৌন্দর্যের কয়েকটি নদী। যেগুলোর মধ্যে অন্যতম দানিয়ুব, দি ইনজ, দি কিনজিগ, দি মুরগ, দি নেগোল্ড, রেন্‌চ। এই বনের মূল বৃক্ষগুলোর মধ্যে রয়েছে পাইন ও দেবদারু জাতীয় গাছ। এ বনের গাছগুলোর ডালপালা কম এবং পাতা সরু সুচালো। ব্ল্যাক ফরেস্ট আফ্রিকার বনের মতো ঘন ও নিবিড় নয়। গাছগুলো একটু সাজানোগুছানো ও পরিপাটি। এই সুন্দর বনটি বার বার ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ ও প্রাকৃতিক বিপর্যয়ে। এক সময় মানুষের নির্বিচারে বৃক্ষ নিধন বনটিকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিল। ক্ষতিগ্রস্ত হয়েছে আকাশ থেকে এসিড বৃষ্টি বর্ষিত হবার কারণে। বনটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল ১৯৯৯ সালে এ এলাকায় সংঘটিত ভয়াবহ ঘূর্ণিঝড়ের কারণে। এই ঝড়ে অন্তত ১০০ একর বনভূমি চুরমার হয়ে গিয়েছিল।

হিংস্র প্রাণী ছাড়া বন!

বনে সাধারণত থাকে বিভিন্ন জীবজন্তু ও হিংস্র প্রাণী, কিন্তু এই বনে কোনও হিংস প্রাণী নেই। এ বনের বন্যজীবের মধ্যে রয়েছে গরু, উট, ছাগল, ভেড়া, ঈগল, পেঁচা, অস্ট্রিচ পাখি ইত্যাদি। এ বনে খুব বড় আকারের কেঁচো ও শিয়াল দেখতে পাওয়া যায়। শিয়ালগুলো এতই বড় আকৃতির যে সেগুলো ঘোড়ার সমান বড়। অতীতে এই এলাকার লোকেরা এই শিয়াল দিয়ে বোঝা বহন করাত। ব্ল্যাক ফরেস্ট এলাকায় রয়েছে একটি বিশেষ ছুটির দিন। এদিন সবাই দলবেঁধে রাস্তায় নেমে আসে এবং আদিবাসীদের মুখোশ পরে আনন্দ উলস্নাস করে।

এই ফরেস্টের আকর্ষণীয় বিষয়

আকর্ষণের বিষয় হচ্ছে, এই বনে প্রায় ২৩ হাজার কিলোমিটার এলাকা জুড়ে তৈরি করা হয়েছে পর্যটন নেটওয়ার্ক- যা পর্যটকদের বনের মধ্যে সকল ধরনের সুযোগ সুবিধা প্রদান করে। এই পর্যটন নেটওয়ার্ক পরিচালনার জন্য সেখানে রয়েছে প্রচুর লোকবল ও পর্যটন ব্ল্যাক ফরেস্ট সোসাইটি নামের একটি সংগঠন। এ বনে আছে অনেক সুন্দর সুন্দর লেক ও মনোরম ঝরনা। লেকগুলোতে দেখতে পাবেন সবুজের মাঝে স্নিগ্ধ পানির উপর পাথর ছড়িয়ে থাকার অপরূপ সৌন্দর্য। পাহাড়ের চূড়া থেকে গা বেয়ে নেমে আসা ঝরনার দৃশ্য দেখলে যে কেউ মুগ্ধ হয়ে যাবেন। বনের মধ্যে সবুজ বেষ্টনীর মাঝে তৈরি করা হয়েছে নয়নাভিরাম বিভিন্ন কটেজ। যেখানে পর্যটকরা অবস্থান করতে পারেন। এই বনে আছে সুন্দর কয়েকটি জলপ্রপাত। যার মধ্যে একটি অন্যতম জলপ্রপাতের নাম ট্রিবার্গ। জলপ্রপাতটি খুব উঁচু না হলেও এটি জার্মানির একটি বিখ্যাত জলপ্রপাত। জলপ্রপাতটি পর্যটকদের দারুণভাবে মুগ্ধ করে। ব্ল্যাক ফরেস্টের মধ্যে আছে একটি জাদুঘর, যেখানে দেখানো হয়েছে ১৬ ও ১৭ শতকের জার্মান কৃষকদের জীবন। ঘড়ির ইতিহাস নিয়ে ব্ল্যাক ফরেস্টে আছে একটি ঘড়ি জাদুঘর।

Related Post

পর্যটকদের সমাগম ঘটে এখানে

ব্ল্যাক ফরেস্ট জার্মানির একটি পর্যটন এলাকা। প্রতিবছর হাজার হাজার পর্যটক বিভিন্ন দেশ থেকে এই কালো বন পরিদর্শনে আসেন। পর্যটকদের সংখ্যা বৃদ্ধি করার জন্য বর্তমানে ব্ল্যাক ফরেস্টকে অপরূপ সুন্দর, আকর্ষণীয় ও শৈল্পিকভাবে সাজানো হয়েছে। বর্তমানে বনের মধ্য দিয়ে চলে গেছে ইউরোপিয়ান হাইওয়ে। বনের মাঝে তৈরি করা হয়েছে অনেক দীর্ঘ ফুটপাত। ফলে পর্যটকরা অনায়াসেই বনের মধ্যে ঘুরতে পারেন। বনের সাথে মিশে থাকা পাহাড়গুলোয় তৈরি করা হয়েছে সাইক্লিংয়ের ব্যবস্থা। ইচ্ছা করলে আপনি ব্ল্যাক ফরেস্টে করতে পারেন পাহাড় অভিযান। এখানে আছে সেই রোমাঞ্চকর পাহাড় অভিযানের সুযোগ। দিনের বেলায় গাছের ছায়ায় হাঁটার জন্য বনের মধ্যে আছে ছোট ছোট রাস্তা। আর তাইতো এখানে বহু পর্যটকরা আসেন এই ফরেস্ট দেখার জন্য। তারা অবিভূত হন। আপনিও ইচ্ছে করলে এখানে যেতে পারেন। জীবনের অনেক না দেখার একটি শখ হয়তো পূরণ হবে। সূত্র: অনলাইন।

This post was last modified on মে ২৯, ২০২৩ 5:23 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

রজঃনিবৃত্তির সময় আসার পূর্ব থেকেই মেয়েদের প্রস্তুত থাকতে হবে যেভাবে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যুগ যুগ ধরে সব মহিলার ক্ষেত্রেই তো একই রকম ঘটনা…

% দিন আগে

এনার্জিপ্যাক কর্মীদের নিরাপত্তা ও সুস্বাস্থ্যে অগ্রাধিকার: ‘বিশ্ব কর্মক্ষেত্রে নিরাপত্তা ও স্বাস্থ্য দিবস ২০২৪’ পালন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আন্তর্জাতিক শ্রমিক দিবসের এবারের স্লোগান ‘পরিবর্তনশীল জলবায়ুতে নিরাপদ ও স্বাস্থ্যকর…

% দিন আগে

বেসিস নির্বাচন ২০২৪: ‘ওয়ান টিম’কে সমর্থনের আহ্বান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বেসিস নির্বাচনের শেষপ্রান্তে এসে এবারের বেসিস নির্বাচনে ওয়ান টিম তাদেরকে…

% দিন আগে

‘স্টারডম’ নিয়ে ব্যস্ত শাহরুখপুত্র

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খান ‘স্টারডম’ নামে ওয়েব…

% দিন আগে

যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত কোনো চুক্তিতেই যাবে না হামাস

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের গণহত্যা এবং আগ্রাসন পুরোপুরি বন্ধ…

% দিন আগে

চার তলা থেকে পড়ে দোতলার কার্নিশে আটকে বেঁচে গেলো এক শিশু! [ভিডিও]

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‌‌"রাখে আল্লাহ মারে কে' কথাটি আবারও প্রমাণ হলো। ঘটনাটি ঘটেছে…

% দিন আগে