গুগল ড্রাইভের ডাটা রিকভারি টুলস সম্পর্কে জেনে নিন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ খুব স্বাভাবিক একটি নিয়ম হলো গুগল ড্রাইভে অনেকেই প্রয়োজনীয় সব ডেটা ফাইল সংরক্ষণ। তবে অনেক সময় ভুলক্রমে ডেটা ডিলিট হয়ে গেলে বেশ ঝামেলায় পড়তে হয়। সেজন্য গুগল ৮৫.০.১৩.০ সংস্করণের সঙ্গে ডেস্কটপ অ্যাপের জন্য ড্রাইভও আপডেট করেছে, যা শুধু সিঙ্ক সমস্যা সমাধানই করে না বরং একটি নতুন ফাইল পুনরুদ্ধার করার উপায়ও বাতলে দেয়।

ডেস্কটপে ড্রাইভের ফাইল রিকভারি টুলস হলো নতুন বিল্ট-ইন টুল, যা ব্যবহারকারীদের গুগল ড্রাইভের মধ্যে একটি সম্পূর্ণভাবে স্ক্যান চালাতে ও আগের সংস্করণে সিঙ্ক সমস্যার কারণে হারিয়ে যাওয়া ফাইলগুলোসহ যে কোনো কারণে হারিয়ে যাওয়া ফাইলগুলোও পুনরুদ্ধার করতে দেয়।

এই ফিচারটি ড্রাইভ স্ক্যান করে ও ব্যাকআপ থেকে হারিয়ে যাওয়া সব ফাইলগুলো পুনরুদ্ধার করার চেষ্টা করে ও সেগুলোকে ব্যাকআপ থেকে রিকোভারি নামক একটি পৃথক ফোল্ডারে পুনরুদ্ধার করে দেয়।

Related Post

এই ফিচারটি ব্যবহার করার উপায় কী?

এটির জন্য নিজেদের ডিভাইসে ডেস্কটপ অ্যাপ্লিকেশনের জন্য ওপেন ড্রাইভ চালু করতে হবে। এটি সাধারণত নিজেদের ইনস্টল করা প্রোগ্রাম কিংবা অ্যাপ্লিকেশনের তালিকায় খুঁজে পাওয়া যেতেই পারে।
নিজেদের স্ক্রিনের শীর্ষে মেন্যু বার (কেবল ম্যাক ব্যবহারকারীদের জন্য) বা নিচের ডানদিকে কোণে (এটি উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য) সিস্টেম ট্রায় অপশনটি শনাক্ত করতে হবে। সিস্টেম ট্রায় হলো যেখানে অ্যাপ্লিকেশন ও ইউটিলিটিগুলো চালানোর জন্য আইকনগুলো পাওয়া যায়।

এবার মেন্যু বার কিংবা সিস্টেম ট্রায় ডেস্কটপের জন্য ড্রাইভ আইকন খুঁজতে হবে। একটি মেনু খুলতে কিংবা অ্যাপ্লিকেশন সম্পর্কিত অতিরিক্ত বিকল্পগুলো প্রদর্শন করতে এটিতে আপনাকে ক্লিক করতে হবে।
নিজের কি-বোর্ডে শিফট বাটনে ক্লিক করে চেপে ধরে রাখতে হবে।

আর শিফট বাটনে চেপে ধরে রাখার সময়, ড্রাইভ ফর ডেস্কটপ মেনুতে ‘সেটিংস’ বিকল্পতে ক্লিক করতে হবে। এই কি সমন্বয়টি অ্যাপ্লিকেশনের মধ্যে অতিরিক্ত কিংবা উন্নত সেটিংসও আনলক করতে পারে।
একটি সাবমেনু কিংবা সেটিংস উইন্ডো উপস্থিত হওয়া দরকার। তারপর আপনাকে ‘রিকোভারি ফ্রম ব্যাকাপস’ অপশনটি সার্চ করতে হবে ও সিলেক্ট করতে হবে। এই বৈশিষ্ট্যটি পূর্বে সংরক্ষিত ব্যাকআপগুলো হতে ফাইল কিংবা ডাটা পুনরুদ্ধার করতে সহায়তা করার জন্যই ডিজাইন করা হয়েছে।

এটি একবার ব্যবহারকারীরা ‘রিকোভারি ফ্রম ব্যাকাপস’ বিকল্পটি সিলেক্ট করলেই, রিকোভারি বৈশিষ্ট্যটিতে অ্যাক্সেস পেয়ে যাবেন। উপলব্ধ ব্যাকআপগুলোর মাধ্যমে নেভিগেট করতে ও প্রয়োজন অনুসারে নির্দিষ্ট ফাইল কিংবা ডাটা পুনরুদ্ধার করতে অন-স্ক্রিন নির্দেশাবলী কিংবা প্রম্পটগুলো আপনাকে অনুসরণ করতে হবে। এভাবে রিকভারি করতে পাবেন। তথ্যসূত্র: গুগল হেল্পসাইট

>>>>>>>>>>>>>>

ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে

মশা বাঢহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।

লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।

১. সাধারণ ডেঙ্গুজ্বর

২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।

সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-

১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।

২. তীব্র মাথাব্যথা হওয়া।

৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।

৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।

৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।

৬. বমি বমি ভাব বা বমি হওয়া।

৭. ত্বকে র‌্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।

রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :

১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।

২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।

এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

অপরদিকে

জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:

১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।

২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।

৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।

৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।

৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।

৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।

৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।

৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org

This post was last modified on জানুয়ারী ১৮, ২০২৪ 2:07 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

শ্রেয়া ঘোষালের সঙ্গে ডুয়েট গাইবার ইচ্ছে- রিজভী ওয়াহিদ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ রিজভী ওয়াহিদ- যাকে বাংলা আধুনিক গানে প্রেমের গানের শিল্পী বলা…

% দিন আগে

গাধার সংখ্যা যে দেশটিতে সবচেয়ে বেশি!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সম্প্রতি পালিত হলো বিশ্ব গাধা দিবস। ‘গাধা’ শব্দটি প্রায়ই আমরা…

% দিন আগে

গাছ-গাছালির মাঝে পাথরের এমন দৃশ্য সত্যিই এক ব্যতিক্রমি

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শনিবার, ১৮ মে ২০২৪ খৃস্টাব্দ, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১…

% দিন আগে

প্রতিদিন ৫ মিনিট যে ব্যায়াম করলেই ঝরবে মেদ! তাহলে বাড়িতেই শুরু হোক শরীরচর্চা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা শরীরচর্চার সময় না পেলেও নিয়ম করে মিনিট পাঁচেক স্কোয়াটে…

% দিন আগে

আইফোনের গেম ইমুলেটর ডেলটা কেনো এতো জনপ্রিয়

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সম্প্রতি ডেলটা নামে আইফোনের একটি ইমুলেটর অ্যাপ তৈরি করা হয়েছে।…

% দিন আগে

আরশাদ আদনান শাকিবকে নিয়ে আরও দুটি সিনেমা বানাচ্ছেন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানকে নিয়ে আরও দু'টি নতুন সিনেমা…

% দিন আগে