Categories: বিনোদন

চলতি মাসেই আসছে রায়হান রাফী’র ‘অমীমাংসিত’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান সময়ের একজন পরীক্ষিত সফল নির্মাতা রায়হান রাফি। এই পর্যন্ত তিনি যতোগুলো সিনেমা নির্মাণ করেছেন বলা যায় সবগুলোই হয়েছে আলোচিত। আবার তার ছবিগুলোর মধ্যে একটি কমন ফ্যাক্টরও রয়েছে; তা হলো- সত্য ঘটনার নির্যাস।

মুক্তির আগে বরাবরই সেই বিষয়টি অস্বীকার করে আসছেন নির্মাতা রাফী। তবে সিনেমা মুক্তির পর কারও আর বুঝতে বাকি থাকে না। তবে নির্মাণের মুন্সিয়ানাও পুরো বিষয়টি নিজের আয়ত্তে রেখে দেন, প্রশংসা কুড়িয়ে থাকেন ফুরফুরে এক মেজাজে।

এ মাসেই আসছে রাফী’র নির্মাণে নতুন সিনেমা ‘অমীমাংসিত’। নামেই যেনো রহস্যের গন্ধ স্পষ্ট। গত ১২ ফেব্রুয়ারি যখন এর টিজার ছাড়া হয়েছে অন্তর্জালে, তখন দর্শকরা বলছেন, এটিও সত্য ঘটনা অবলম্বনে বানিয়েছেন রাফী। কী সেই সত্যটি?

Related Post

সোশ্যাল মিডিয়ায় দর্শকের কিছু মন্তব্য থেকে আঁচ করা যায় যে, তারা আলোচিত সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের দিকেই ইঙ্গিত করছেন। একযুগ পেরিয়ে গেলেও সেই ঘটনার রহস্য এখনও উন্মোচিত হয়নি। তবে কী সেই অমীমাংসিত ঘটনাই পর্দায় তুলে আনতে যাচ্ছেন ‘পরাণ’ নির্মাতা রায়হান রাফি? জবাব দেননি তিনি। বরাবরের মতোই অপেক্ষা করতে বললেন দর্শকদের; অর্থাৎ ছবিটি দেখলেই সব কিছু বোঝা যাবে।

>>>>>>>>>>>>>>

ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে

মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।

লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।

১. সাধারণ ডেঙ্গুজ্বর

২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।

সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-

১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।

২. তীব্র মাথাব্যথা হওয়া।

৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।

৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।

৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।

৬. বমি বমি ভাব বা বমি হওয়া।

৭. ত্বকে র‌্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।

রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :

১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।

২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।

এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

অপরদিকে

জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:

১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।

২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।

৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।

৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।

৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।

৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।

৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।

৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org

This post was last modified on ফেব্রুয়ারী ২০, ২০২৪ 4:29 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

হরমোনের সমস্যায় যৌনজীবনে ভাটা? ঘুম থেকে উঠেই কোন কাজ করবেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ হয়তো অতিরিক্ত মানসিক চাপ, ঋতুবন্ধের সময়, খাদ্যাভাসের অনিয়ম, অতিরিক্ত মদ্যপান…

% দিন আগে

ইউসিবি’র ‘ভরসার নতুন জানালা’ প্রকল্প

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঢাকার কেআইবি (কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ) মিলনায়তনে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)…

% দিন আগে

বাঁধনের ‘এশা মার্ডার: কর্মফল’ ঈদুল আযহায় মুক্তি পাচ্ছে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গত ঈদে অর্থাৎ ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার কথা থাকলেও মুক্তি…

% দিন আগে

পাপুয়া নিউগিনিতে ভূমিধসে মাটিচাপা পড়েছে দুই সহস্রাধিক মানুষ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পাপুয়া নিউগিনিতে ভয়াবহ ভূমিধসে মাটির নিচে চাপা পড়েছে অন্তত দুই…

% দিন আগে

এমন এক দ্বীপ যে দ্বীপের মানুষরা একশো বছর পর্যন্ত বেঁচে থাকে!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ আপনাদের জন্য রয়েছে এমন এক দ্বীপের গল্প যে দ্বীপের…

% দিন আগে

মনোমুগ্ধকর এক প্রকৃতি

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। মঙ্গলবার, ২৮ মে ২০২৪ খৃস্টাব্দ, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩১…

% দিন আগে