জিমেইল বন্ধ হয়ে যাওয়ার বিষয়ে সঠিক তথ্য জানালো গুগল

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাম্প্রতিক সময় বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে জিমেইল বন্ধ হয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়েছে। আগামী আগস্টে প্ল্যাটফর্মটি বন্ধ হয়ে যাবে- এমন তথ্য পেয়ে ব্যবহারকারীরা দুশ্চিন্তায় পড়েছেন।

গত কয়েক দিন ধরেই গুগল থেকে জিমেইল ব্যবহারকারীদের কাছে পাঠানো একটি ই-মেইলের ভুয়া স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমেও দেখা যাচ্ছিল। সেই স্ক্রিনশটে জানানো হয় যে, আগামী ১ আগস্ট হতে জিমেইলের কার্যক্রম বন্ধ হয়ে যাবে। আগস্টের পর জিমেইল কোনো মেইলই আদান-প্রদান এবং সংরক্ষণ সমর্থন করবে না। এক্স এবং টিকটকে স্ক্রিনশটটি কয়েক হাজারবার শেয়ারও হয়েছে।

একাধিক কনটেন্ট ক্রিয়েটর দাবি করে বলেছেন, গুগলের এআইভিত্তিক ছবি তৈরির জেমিনি টুলটি নিয়ে অনেক সমালোচনা হওয়ার পর গুগল এই পদক্ষেপ নিয়েছে। জেমিনির এআইভিত্তিক ছবিতে বেশ কয়েকজন শ্বেতাঙ্গ ঐতিহাসিক ব্যক্তিত্বকে (যেমন- যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠাতা) নাসি যুগের কৃষ্ণাঙ্গ জার্মান সেনা হিসেবে চিহ্নিত করার পরই এই আলোচনার সূত্রপাত ঘটে।

Related Post

প্রযুক্তি বিশ্লেষকরা গুজবটির প্রচার ঠেকাতে এগিয়ে আসেন। তারা বলেছেন যে, পুরো ই-মেইল সেবার পরিবর্তে গুগল জিমেইলের এইচটিএমএল সংস্করণটি নাকি বাদ দেবে। প্রযুক্তি শিক্ষাবিদ মার্শা কোলিয়ার বলেছেন যে, ‘জিমেইল এইচটিএমএল সংস্করণটি এ বছরের জানুয়ারিতেই বন্ধ করে দিয়েছে। সাধারণ জিমেইল ঠিকঠাক মতোই কাজ করছে।’

জিমেইলের এইচটিএমএল সংস্করণটি মূলত দুর্বল ইন্টারনেট সংযোগের জন্যই ব্যবহার করা হতো। সেটি ইতিমধ্যে বন্ধ করে দিয়েছে গুগল।

এদিকে গুগল জানিয়েছে, জিমেইল এসেছে থাকার জন্য’ই। জিমেইল বন্ধ হওয়া নিয়ে যে গুজব রটানো হয়েছে, তা পুরোপুরি ভিত্তিহীন। শুক্রবার বিষয়টি নিয়ে বিবৃতিও দিয়েছে গুগল। এক্স প্ল্যাটফর্মের এক পোস্টে গুগল বলেছে যে, জিমেইল বন্ধ হচ্ছে না, এই সেবাটি চলমান থাকবে।

>>>>>>>>>>>>>>

ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে

মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।

লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।

১. সাধারণ ডেঙ্গুজ্বর

২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।

সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-

১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।

২. তীব্র মাথাব্যথা হওয়া।

৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।

৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।

৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।

৬. বমি বমি ভাব বা বমি হওয়া।

৭. ত্বকে র‌্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।

রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :

১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।

২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।

এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

অপরদিকে

জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:

১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।

২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।

৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।

৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।

৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।

৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।

৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।

৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org

This post was last modified on ফেব্রুয়ারী ২৭, ২০২৪ 5:08 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

‘ইনস্টাগ্রামে খারাপ মন্তব্য কেনো করলি’? পুলিশের সামনেই রাস্তায় চুলোচুলি চার তরুণীর!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ একটি ভিডিওতে দেখা গেছে, মারপিট করতে করতে রাস্তায় পড়ে গিয়ে…

% দিন আগে

হাতি ও শ্রীলংকা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ৮ মে ২০২৪ খৃস্টাব্দ, ২৫ বৈশাখ ১৪৩১…

% দিন আগে

খাওয়া শেষ ৫ মিনিটেই! দ্রুত গতিতে খেলে কী কী ক্ষতি হতে পারে শরীরের?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকেই খেতে বসলে মিনিট পাঁচেকের মধ্যেই খাওয়া শেষ হয়ে যায়।…

% দিন আগে

‘ভরসার নতুন জানালা’ প্রকল্পের অধীনে বরগুনার ১৮৫ কৃষি উদ্যোক্তার জন্য দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের আয়োজন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বরগুনার আরডিএফ মিলনায়তনে ‘ভরসার নতুন জানালা’ শীর্ষক কৃষিবিষয়ক সহায়তা উদ্যোগের…

% দিন আগে

আইফোনের ব্যাটারি হেলথ পরীক্ষা করার নিয়ম জেনে নিন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নিজের আইফোনের ব্যাটারি হেলথ নিয়ে যদি কৌতূহলী হয়ে থাকেন কিংবা…

% দিন আগে

তারিন অভিনীত ‘এটা আমাদের গল্প’ টালিউডে বেশ আলোচিত একটি সিনেমা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তারিন জাহান এবার দেশের গণ্ডি পেরিয়ে কোলকাতার…

% দিন আগে