অস্ট্রেলিয়ায় এক ভয়ংকর সাপের সন্ধান!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিলম্বেপ্রাপ্ত এক তথ্যে জানা গেছে, এক ভয়ংকর সাপের সন্ধান পেয়েছে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয় এবং জাদুঘরের একদল গবেষক। এই সাপটির বৈজ্ঞানিক নাম ডেমানসিয়া সায়ানোচাসমা।

এই সাপ লম্বায় ৭০ সেন্টিমিটার হয়। তবে এদের চোখের আকার বেশ বড়। তবে মাথা অনেকটা পাতলা। এই প্রজাতির সাপের শরীরে দু’রকম রঙ দেখা যায়। তবে এই সাপের দাঁত আকারে অনেকটা ছোট। এক ভয়ংকর সাপের সন্ধান করা বিজ্ঞানীরা বলছেন, এই সাপ মূলত ভালো শিকারী। তবে এরা সরাসরি আক্রমণ করে না। যদিও এই সাপ কামড়ালে অনেকটাই বিষ ঢেলে দেবে বলে দাবি করছেন বিজ্ঞানীরা।

বিগত কয়েক দশক ধরেই, এই প্রজাতির সাপগুলোকে একটি সম্পর্কিত প্রজাতি হিসাবে শ্রেণিবদ্ধ করা হয়। তবে গবেষণায় দেখা যায়, তারা তাদের নিজস্ব প্রজাতি হওয়ার জন্য যথেষ্টই পৃথক। অ্যাডিলেড বিশ্ববিদ্যালয়ের জিনতত্ত্ববিদ জেমস নানকিভেলের নেতৃত্বে দক্ষিণ অস্ট্রেলিয়ান জাদুঘরের সম্মানিত গবেষক মার্ক হাচিনসন ও পার্থের গবেষক ব্র্যাড মারিয়ান এবং ব্রায়ান বুশের নেতৃত্বে দলটি টিস্যু নমুনার মাধ্যমে অনন্য জিনগত পার্থক্যও খুঁজে পেয়েছেন, যে কারণে এটি সঠিকভাবেই শনাক্ত করা যায়। এক ভয়ংকর সাপের সন্ধান সম্পর্কে হাচিনসন বলেন, এরা প্রায় ৭০ সেন্টিমিটার লম্বা হয় ও এগুলো খুব পাতলা হয়ে থাকে। এর মানে তাদের মাথা খুবই ছোট ও আকারের তুলনায় তাদের ফাং খুবই ছোট। এই সাপ মানুষের সরাসরি কোনো ক্ষতি করে না। তবে কেও তুলে নেওয়ার চেষ্টা কিংবা আঘাত করলে তখন ক্ষতি করে।

Related Post

নানকিভেল নাইনকে বলেন, এই সাপের সবচেয়ে ভালো দিক হলো তারা দ্রুত গতিতে হাঁটতে পারে ও এদের বড় চোখ। এই প্রজাপতির সাপ সক্রিয় শিকারী, এরা সাধারণ দিনের বেলাতেই শিকার করতে পছন্দ করে। তথ্যসূত্র: https://www.dailymail.co.uk

>>>>>>>>>>>>>>

ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে

মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।

লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।

১. সাধারণ ডেঙ্গুজ্বর

২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।

সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-

১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।

২. তীব্র মাথাব্যথা হওয়া।

৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।

৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।

৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।

৬. বমি বমি ভাব বা বমি হওয়া।

৭. ত্বকে র‌্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।

রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :

১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।

২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।

এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

অপরদিকে

জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:

১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।

২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।

৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।

৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।

৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।

৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।

৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।

৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org

This post was last modified on মার্চ ২০, ২০২৪ 11:38 পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

ডায়েটে প্রতিদিন সকালে অ্যাপর সাইডার ভিনেগার খাচ্ছেন? বেশি মাত্রায় খেলে কী ধরনের বিপদ হতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ রোগা হওয়ার জন্য অনেকেই দিনে ২ থেকে ৩ বার এই…

% দিন আগে

ওয়ার্ল্ড স্কলার্স কাপের গ্লোবাল রাউন্ডে ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আঞ্চলিক রাউন্ডে দুর্দান্ত পারফরম্যান্স করায় ওয়ার্ল্ড স্কলার্স কাপের গ্লোবাল রাউন্ডের…

% দিন আগে

বেসিস নির্বাচনে ওয়ান টিমের সংখ্যাগরিষ্ঠ ভোটে জয়লাভ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দেশের তথ্যপ্রযুক্তিখাতের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড…

% দিন আগে

একইসঙ্গে দুই পর্দা ব্যবহার করা যায় এমন ল্যাপটপ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এবার এমন একটি ল্যাপটপ বাজারে এলো যা একইসঙ্গে একাধিক কাজ…

% দিন আগে

নতুন সিনেমায় যুক্ত হলেন মিষ্টি জান্নাত

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঢাকাই সিনেমার বর্তমান সময়ের নায়িকা মিষ্টি জান্নাত অভিনীত বেশ কয়েকটি…

% দিন আগে

কায়রোতে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা আবার শুরু

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে আবারও মিশরের কায়রোতে পৌঁছেছেন ইসরায়েলের…

% দিন আগে