নতুন আইওএসে কী থাকছে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যাপলের নতুন অপারেটিং সিস্টেম আইওএস ১৮ হতে যাচ্ছে এ পর্যন্ত হওয়া অ্যাপল আইফোনের ‘সবচেয়ে বড়’ আপডেট। জুনে কোম্পানিটির ডব্লিউডব্লিউডিসি ইভেন্টে এই আপডেটের ঘোষণা দেন ব্লুমবার্গের মার্ক গুরম্যান। তিনি জানান যে, ‘এখন পর্যন্ত তাদের সবচেয়ে বড় আপডেট হতে যাচ্ছে এটি।’

কোম্পানিটি দীর্ঘদিন ধরেই নতুন অপারেটিং সিস্টেমের জন্য বড় পরিসরের এআই আপডেট নিয়ে কাজ করছে বলে খবর ছড়িয়েছিল।

ধারণা করা হচ্ছে যে, ডিজিটাল সহকারী ‘সিরি’-এর আরও ভালো সংস্করণও আসবে। নতুন আইফোন ১৬ সিরিজের প্রসেসর ডিজাইনের সময় এআই কোরের শক্তি বাড়ানোর ওপর বেশি জোর দেওয়া হয়েছে বলে জানা যায়, যাতে করে ক্লাউড সার্ভারের ওপর নির্ভরশীল না হয়ে নতুন সব এআই ফিচার সরাসরি ফোনে চালানো সম্ভব হয়। সিরি সম্ভবত এখন থেকে ইন্টারনেট সংযোগ ছাড়া বেশির ভাগ কাজ করতে পারবে। গুগল অ্যাসিস্ট্যান্টের চেয়ে ফিচারে সিরি পিছিয়ে থাকছে না।

Related Post

শক্তিশালী এআই চ্যাটবট সিরি

চ্যাটজিপিটি কিংবা গুগল জেমিনির মতো সিরিও যাতে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ব্যবহার করে ব্যবহারকারীদের কথাবার্তা বুঝে সেই অনুযায়ী কাজ করতে পারবে বলে জানা যায়। এই আপডেটে আইফোন এবং ম্যাক ব্যবহারকারীরা সিরির মাধ্যমে ডিভাইস নিয়ন্ত্রণ থেকে কোড লেখা কিংবা গবেষণার মতো কাজ তৃতীয় পক্ষের কোনো এআই সেবার সাহায্য ছাড়া করতে পারবেন বলেও জানা যায়।

এআই জেনারেটেড প্লে লিস্ট

অ্যাপল মিউজিকের জন্য প্লেলিস্ট তৈরি করবে এমনই নতুন এআই ও কিনোট, মেসেজেস এবং এক্সকোডের মতো অ্যাপগুলোতে এআই অ্যাসিস্ট্যান্ট টুল যোগ করা হচ্ছে।

ভিজ্যুয়াল ইন্টারফেসে পরিবর্তন

ভিজ্যুয়াল ইন্টারফেসেও আসতে পারে পরিবর্তন। বেশ কিছু আইকনকে ভিশনওএস এর আদলে নতুন করে ডিজাইন করা হয়, হোম স্ক্রিনে নিজের ইচ্ছামতো আইকন সাজানোর ফিচার থাকছে এবারের আপডেটে।

ম্যাপসে রুট তৈরি

এবারের আপডেটে অ্যাপল ম্যাপস পেতে যাচ্ছে নিজের ইচ্ছামতো রুট তৈরি করার এই ফিচার। ফোনে রুট তৈরি করে পরে সেটি অ্যাপল ওয়াচেও ব্যবহার করা সম্ভব। নোটস অ্যাপের মধ্যে ভয়েস নোট রেকর্ড করার ফিচার যুক্ত হচ্ছে। এরসঙ্গে আরও যুক্ত হচ্ছে সাফারি ব্রাউজারে ‘এআই ব্রাউজিং অ্যাসিস্ট্যান্ট’, তবে এটির কি কাজ তা অবশ্য এখনও জানা যায়নি।

আরসিএস মেসেজিং

অবশেষে আইফোনে আসতে যাচ্ছে আরসিএস মেসেজিং সেবা। এই ফিচারের মাধ্যমে অ্যানড্রয়েড এবং আইফোন ব্যবহারকারীরা সরাসরি ইন্টারনেটের মাধ্যমে মেসেজিং করতে পারবেন কোনো মেসেঞ্জার ব্যবহার না করেও। এতোদিন অ্যাপেলে শুধু আইমেসেজের সুবিধাটি ছিল।

নতুন হিয়ারিং এইড মোড

সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, ‘এয়ারপডস প্রো ২’কে হিয়ারিং এইড হিসেবে ব্যবহারের আপডেট ‘আইওএস ১৮’-এর অংশ হিসেবে প্রকাশ করবে অ্যাপল। যদিও নতুন এই হিয়ারিং এইড মোড নতুন কী ফিচার যুক্ত করবে সেটি এখনও পরিষ্কার করা হয়নি।

নতুন আইএস ১৮ আপডেটের পরীক্ষামূলক সংস্করণ আসছে বরাবরের মতো অ্যাপলের ডাব্লিউডাব্লিউডিসি অনুষ্ঠানের মাধ্যমে। পূর্ণাঙ্গ আপডেটটি পৌঁছাতে শুরু করবে সেপ্টেম্বর মাসে। আপডেটটি পাচ্ছে আইফোন এক্স-এস, এক্স-আর ও দ্বিতীয় প্রজন্মের এসই এবং এটির পরবর্তী সব মডেলই।

>>>>>>>>>>>>>>

ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে

মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।

লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।

১. সাধারণ ডেঙ্গুজ্বর

২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।

সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-

১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।

২. তীব্র মাথাব্যথা হওয়া।

৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।

৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।

৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।

৬. বমি বমি ভাব বা বমি হওয়া।

৭. ত্বকে র‌্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।

রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :

১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।

২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।

এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

অপরদিকে

জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:

১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।

২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।

৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।

৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।

৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।

৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।

৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।

৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org

This post was last modified on এপ্রিল ২২, ২০২৪ 2:26 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

২০২৫ সালেই মুক্তি পাবে সিয়াম অভিনীত ‘জংলি’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ২০২৪ সালেই মুক্তির কথা ছিল এম রাহিম পরিচালিত সিয়াম আহমেদ…

% দিন আগে

বেলুনের ভিতর ঢুকে বিয়ের কনে: নিন্দার ঝড় নেটমাধ্যমে!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিশাল গোলাকৃতি একটি বেলুনের ভিতর লেহঙ্গা পরে রয়েছেন এক বিয়ের…

% দিন আগে

খেজুরের রস ও শীত

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২৭ পৌষ ১৪৩১…

% দিন আগে

প্রাপ্তবয়স্ক ও শিশুদের ক্ষেত্রে দুধ কখন ও কতোটা খেলে উপকার হবে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনি দুধ কোন সময় খাচ্ছেন ও কতোটুকু খাচ্ছেন, তা জানা…

% দিন আগে

নতুন বছর ২০২৫ সালে হোয়াটসঅ্যাপের উপহার একগুচ্ছ ফিচার

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান সময়ে বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং এন্ড কলিং প্ল্যাটফর্ম হলো…

% দিন আগে

নুহাশ হুমায়ূন ‘বেসুরা’য় ব্যতিক্রমি চরিত্রে জয়া আহসান!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নুহাশের চলচ্চিত্র মানেই এক অন্যরকম অনুভূতি। আর সেই চলচ্চিত্র ‘বেসুরা’য়…

% দিন আগে