দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সম্প্রতি ডেলটা নামে আইফোনের একটি ইমুলেটর অ্যাপ তৈরি করা হয়েছে। অ্যাপল অ্যাপ স্টোরের এই অ্যাপটি এতো জনপ্রিয় কেনো? কারণই হলো এই অ্যাপের মাধ্যমে ক্লাসিক ওল্ড স্কুল রেট্রো গেম খেলা যায়।
কয়েকদিন পূর্বে এই অ্যাপটি অ্যাপল স্টোরে লঞ্চ হয়েছে। তবে স্বল্প সময়েই এটি জনপ্রিয়তার শীর্ষে। আইফোনে এই অ্যাপের মাধ্যমে নিনটেনডোর সেই নস্টালজিক গেমগুলো আবারও খেলা যাচ্ছে।
বহু বছর ধরেই অ্যাপল স্টোরে যে কোনো ইমুলেটর অ্যাপই নিষিদ্ধ ছিল। তবে সম্প্রতি এই কড়াকড়িতে বদল এসেছে। ইউরোপিয়ান রেগুলেশন ও থার্ড পার্টি অ্যাপকে অ্যাপল স্টোরে অনুমোদন দেওয়ার পরই বিষয়টি আলোচনায় উঠে আসে। বিশেষজ্ঞদের মতে, অ্যাপলের কিছু সিদ্ধান্তও রয়েছে। থার্ড পার্টি অ্যাপকে আইফোনে ব্যবহারের অনুমতি দেওয়ার পরই এই পরিবর্তন এলো।
ইমুলেটর আসলে কি?
ইমুলেটর মূলত একটি সফটওয়ার। আবার কোনো কোনো ক্ষেত্রে তা হার্ডওয়ারও। এগুলো ভিডিও গেম কনসোলকে অনুকরণ করেই বানানো হয়েছে। ভিডিও গেম ইমুলেটর থাকলে রেট্রো নিনটেনডো, সেগা, সনি ও প্লেস্টেশনের গেম খেলা যায় কম্পিউটারে কিংবা স্মার্টফোনে। সঠিক রোম ও আইএসও ফাইল থাকলেই হলো। ব্যবহারকারীরা ভিনটেজ কনসোলের অভিজ্ঞতা পাবেন কোনো রকম ডিভাইস ছাড়াই!
রোম কী?
গেম খেলতে হলে গেমের আসল ফাইল তো লাগবেই। এই ফাইল রিড অনলি মেমরিতে সংরক্ষিতই থাকে যাকে আমরা রোম বলে থাকি। অর্থাৎ ভিডিও গেমটার একটা ডিজিটাল কপিও আপনি পাচ্ছেন। গেম কার্ট্রিজ রোমের চিপে, গেমের ডাটা সংরক্ষণ করে। রোম ফাইল বিশেষ হার্ডওয়ার হিসেবে তখন বিবেচিত হয়। ইমুলেটর একদমই ফ্রি বর্তমানে অবৈধ কিছু নয়। রোমকে অবশ্য তা বলা যাবে না।
ডেলটা কী?
আইফোনে ডেলটা মূলত একটা ভিডিও গেম ইমুলেটর। আইফোন সম্প্রতি এটিকে অনুমোদন দিয়েছে। এই ইমুলেটরে নিন্টেনডো কনসোলের অনেক গেমই খেলা সম্ভব। যেমন নিনটেনডো এন্টারটেইনমেন্ট সিস্টেম, নিনটেনডো গেম বয়, নিনটেনডো এন সিক্সটি ফোর বাদে আরও অনেক রয়েছে। এই ইমুলেটর অ্যাপটি তৈরি করেন ডেভেলপার রিলে টেসটুত।
অ্যাপল স্টোর হতে অ্যাপটি সরাসরি ডাউনলোড করা যাবে। সাইডলোডিং নিয়ে আপনাকে ভাবতে হবে না। আইফোনের সঙ্গে সমন্বয় করেই এমন অনেক ভালো ফিচার এটিতে যুক্ত করা হয়েছে। এই অ্যাপে থার্ড পার্টি কন্ট্রোলারের সাপোর্টও রয়েছে। কুইক সেভ, চিট কোড এবং গুগল ড্রাইভ বা ড্রপবক্সের সঙ্গে সিংকিং সুবিধাও রয়েছে। ৪ জন খেলোয়াড়ের জন্য লোকাল মাল্টিপ্লেয়ারের সুবিধাও রয়েছে এতে।
ডেলটা কাজ করে কিভাবে
অ্যাপ স্টোর হতে ডাউনলোড করার পরও কোনো গেম পাবেন না। এমনটি সবই ইমুলেটরেই হয়। আপনাকে আবার রোম ফাইল নামাতে হবে। সেইজন্য আইটুনস ফাইলসের সরণাপন্নও হতে হবে। গুগল ড্রাইভ কিংবা ড্রপবক্স তখন আপনাকে সাহায্য করবে।
রেট্রো গেম টাইটেলের অনেক রোমও পাওয়া যাবে। তবে কপিরাইট ল এর কথা বিবেচনা করে তবেই নামাতে হবে। রোম ফাইল ডেল্টা অ্যাপ দিয়ে নামিয়ে আপনি গেম খেলতে পারবেন। রোম লোড হলেই গেমের আর্টওয়ার্ক ডেল্টালাইব্রেরিতে তখন দেখাবে। এভাবেই ব্যবহারকারী বুঝতে পারবেন তিনি আসলে কোন গেমটি খেলতে চান। ডেল্টার নিজস্ব স্কিন ও কন্ট্রোলার থাকায় অভিজ্ঞতা আরও ভালো হবে। আপনি চাইলে কিছু ফ্যান মেইড কন্ট্রোলার স্কিনও নামিয়ে নিতে পারবেন। তবে খেলার সময় রিয়েল কনসোলের অভিজ্ঞতা পাবেন। আইওএস নিজেও অনেক ধরনের কনসোলার সাপোর্ট করে।
তবে সমস্যা হলো গেম কনসোলগুলো নিয়ে বিতর্কও রয়েছে। তবে অ্যাপটি কতোদিন থাকবে তা জানা সম্ভব নয়। নিনটেনডো সম্প্রতি এই বিষয়ে কড়াকড়িও করেছে। নিনটেনডোর এই গেমটির রমের কপিরাইট রয়েছে। আবার অনেকেই এর সমালোচনা করে বলছেন যে, রেট্রো গেমগুলো অন্তত এভাবে কিছুটা হলেও টিকে রয়েছে। গেমিং ইতিহাসে এটি একটি হয়তো নতুন ফাইলফলকও হতে পারে! তথ্যসূত্র : ইনডিয়ান এক্সপ্রেস।
>>>>>>>>>>>>>>
মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।
লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।
১. সাধারণ ডেঙ্গুজ্বর
২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।
সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-
১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।
২. তীব্র মাথাব্যথা হওয়া।
৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।
৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।
৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।
৬. বমি বমি ভাব বা বমি হওয়া।
৭. ত্বকে র্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।
রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :
১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।
২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।
এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
অপরদিকে
জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।
ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:
১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।
২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।
৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।
৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।
৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।
৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।
৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।
৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org
This post was last modified on মে ১১, ২০২৪ 7:02 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রায় একযুগেরও বেশি সময় পর মৌলিক গান নিয়ে মিউজিক ডোমেইনে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ১৯৫১ সালের নভেম্বর মাসে বিয়ে হয় ফে ও রবার্টের। বিয়ের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৬ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঘুম থেকে উঠেই সকাল বেলা দুধ চা খেতে বারণ করেছেন…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জনপ্রিয় গায়ক মনির খানের প্রথম অ্যালবাম ‘তোমার কোনো দোষ নেই’।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গাড়ি-ঘোড়ায় প্রবল এক সংঘর্ষ ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের বাগপতে। দিল্লি-সাহারানপুর হাইওয়েতে…