Categories: জাতীয়

ঘূর্ণিঝড় ‘রেমাল’ আঘাত হানতে শুরু করেছে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রবল ঘূর্ণিঝড় রেমালের অগ্রভাগ ইতিমধ্যেই উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে শুরু করেছে। যে কারণে দেশের বিভিন্ন জেলায় বৃষ্টিসহ ঝোড়োহাওয়া বয়ে যাচ্ছে। ইতিমধ্যেই জলোচ্ছ্বাসে পানি বেড়ে তলিয়ে গেছে সুন্দরবন এলাকা। পটুয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ রাঙ্গাবালী উপজেলার প্রায় ২০টি গ্রাম ইতিমধ্যেই প্লাবিত হয়েছে।

আজ রবিবার (২৬ মে) বিকেলে আবহাওয়াবিদরা জানান যে, ঘূর্ণিঝড়ের অগ্রভাগ আঘাত হানতে শুরু করলেও সন্ধ্যা ৬টা হতে পরের ৩ থেকে ৪ ঘণ্টায় তাণ্ডব চালিয়ে রেমালের কেন্দ্র স্থলভাগে ওঠে আসতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রেই থাকে প্রচণ্ড শক্তি।

আবহাওয়া অধিদপ্তরের সবশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ হলো ঘণ্টায় ৯০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১২০ কিলোমিটার পর্যন্তও বৃদ্ধি পাচ্ছে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর চরম বিক্ষুব্ধ রয়েছে।

Related Post

ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় জেলায় স্বাভাবিক জোয়ারের থেকে ৮ হতে ১২ ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসও হতে পারে। সারাদেশেই ভারি বর্ষণও হতে পারে। এতে পাহাড়ি অঞ্চলের কোথাও কোথাও ভূমিধসও হতে পারে।

ধারণা করা হচ্ছে ঘূর্ণিঝড়টি অতিপ্রবল হয়ে আঘাত হানতে পারে। ঘূর্ণিঝড়ের কারণে সৃষ্ট বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬২ হতে ৮৮ কিলোমিটার হলে একটিকে ‘ঘূর্ণিঝড়’ কিংবা ট্রপিক্যাল সাইক্লোন বলা হয়। গতিবেগ ৮৯ হতে ১১৭ কিলোমিটার হলে প্রবল ঘূর্ণিঝড়, গতিবেগ ১১৮ হতে ২১৯ কিলোমিটার হলে অতিপ্রবল ঘূর্ণিঝড় ও গতিবেগ ২২০ কিলোমিটার কিংবা তার বেশি হলে তাকে ‘সুপার সাইক্লোন’ বলা হয়ে থাকে।

>>>>>>>>>>>>>>

ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে

মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।

লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।

১. সাধারণ ডেঙ্গুজ্বর

২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।

সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-

১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।

২. তীব্র মাথাব্যথা হওয়া।

৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।

৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।

৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।

৬. বমি বমি ভাব বা বমি হওয়া।

৭. ত্বকে র‌্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।

রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :

১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।

২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।

এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

অপরদিকে

জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:

১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।

২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।

৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।

৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।

৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।

৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।

৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।

৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org

This post was last modified on মে ২৬, ২০২৪ 7:02 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

অস্ট্রেলিয়াতেও শাকিবের ‘তুফান’র অগ্রিম টিকেট বিক্রিতে রেকর্ড

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যুক্তরাজ্য, মধ্যপ্রাচ্য, স্পেনের বার্সালোনা, মাদ্রিদ ও পর্তুগালে মুক্তি পেতে যাচ্ছে…

% দিন আগে

চীন এবার চাঁদের অদেখা অঞ্চল থেকে মাটি নিয়ে এলো

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চাঁদের দূরবর্তী অঞ্চল হতে মাটি নিয়ে এলো চীন। পৃথিবীর ইতিহাসে…

% দিন আগে

স্যাটেলাইটের ধ্বংসাবশেষ বাড়ির ছাদে পড়ায় ক্ষতিপূরণ চেয়ে নাসাকে নোটিশ মার্কিন দম্পতির!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্যাটেলাইটের ধ্বংসাবশেষ পড়ে বাড়ির ছাদের ক্ষয়ক্ষতি হওয়ার কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের…

% দিন আগে

টাঙ্গুয়ার হাওড়ের একটি নৌকা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ২৬ জুন ২০২৪ খৃস্টাব্দ, ১২ আষাঢ় ১৪৩১…

% দিন আগে

বয়স ৩০ হতে না হতেই কুচকুচে কালো কেশরাশিতে পাকা চুলের রেখা!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বয়স ৩০ হতে না হতেই কুচকুচে কালো কেশরাশিতে পাক ধরেছে?…

% দিন আগে

ফ্লপের দিকেই কী এগিয়ে যাচ্ছে কার্তিকের চান্দু চ্যাম্পিয়ন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বক্স অফিসে ছবির প্রথম সপ্তাহের আয়'ই বলে দেয়, ছবিটি কী…

% দিন আগে