এসএসসির পুনর্নিরীক্ষণের ফল ১১ জুন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এসএসসি এবং সমমান পরীক্ষার ফলাফলে সন্তুষ্ট না হয়ে যেসব শিক্ষার্থীরা খাতা চ্যালেঞ্জ করেছেন কিংবা পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন তাদের ফল আগামী ১১ জুন মঙ্গলবার প্রকাশ করা হবে। যাদের ফল পরিবর্তন হবে মোবাইলে এসএমএমের মাধ্যমে তাদের পরিবর্তিত ফলটি জানিয়ে দেওয়া হবে।

আজ রবিবার (২৬ মে) বিকেলে আন্তঃশিক্ষাবোর্ডের সমন্বয়ক এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার গণমাধ্যমকে এই তথ্য দিয়েছেন।

তিনি জানিয়েছেন, যাদের ফল পরিবর্তন হবে তারা বোর্ডের ওয়েবসাইটেই ফল দেখতে পারবেন। তা ছাড়াও আবেদনে দেওয়া ফোন নম্বরে এসএমএম করে পরিবর্তিত ফল জানিয়ে দেওয়া হবে।

Related Post

শিক্ষাবোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, পুনর্নিরীক্ষণ করলে ওই শিক্ষার্থীর খাতা পুনরায় মূল্যায়ন করা হয় না। পুনর্নিরীক্ষণের আবেদন হওয়া উত্তরপত্রের ৪টি দিক দেখা হয়। এগুলো হলো,

১। উত্তরপত্রের সব প্রশ্নের সঠিকভাবে নম্বর দেওয়া হয়েছে কি না

২। প্রাপ্ত নম্বর গণনা ঠিক রয়েছে কি না

৩। প্রাপ্ত নম্বর ওএমআর শিটে উঠানো হয়েছে কি না

৪। প্রাপ্ত নম্বর অনুযায়ী ওএমআর শিটের বৃত্ত ভরাট করা হয়েছে কি না।

এইসব পরীক্ষা করেই পুনর্নিরীক্ষার ফল দেওয়া হয়ে থাকে। এই ৪টি জায়গায় কোনো ভুল হলে তা সংশোধন করে নতুন করে ফলাফল প্রকাশ করা হয়ে থাকে বলে জানানো হয়েছে শিক্ষা বোর্ডের পক্ষ থেকে।

উল্লেখ্য, এবার এসএসসিতে গড় পাসের হার ৮৩.০৪ শতাংশ ছিলো। ১ লাখ ৮২ হাজার ১২৯ জন জিপিএ-৫ পেয়েছে, যা উত্তীর্ণের মোট সংখ্যার ১০ দশমিক ৮৯ শতাংশ। এই বছর ১১টি শিক্ষা বোর্ডের অধিনে ২০ লাখ ১৩ হাজার ৫৯৭ জন শিক্ষার্থী মাধ্যমিক এবং সমমানের চূড়ান্ত পরীক্ষায় অংশ গ্রহণ করে, এদের মধ্যে ১৬ লাখ ৭২ হাজার ১৫৩ জন পাস করেছে।

>>>>>>>>>>>>>>

ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে

মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।

লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।

১. সাধারণ ডেঙ্গুজ্বর

২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।

সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-

১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।

২. তীব্র মাথাব্যথা হওয়া।

৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।

৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।

৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।

৬. বমি বমি ভাব বা বমি হওয়া।

৭. ত্বকে র‌্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।

রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :

১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।

২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।

এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

অপরদিকে

জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:

১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।

২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।

৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।

৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।

৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।

৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।

৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।

৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org

This post was last modified on মে ২৬, ২০২৪ 7:40 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

স্প্রে সানস্ক্রিন কী স্বাস্থ্যের জন্য ভালো?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাধারণত চিকিৎসকরা বলেছেন, ত্বককে পুরোপুরি সুরক্ষিত রাখতে হলে ২-৩ ঘণ্টা…

% দিন আগে

হোয়াটসঅ্যাপে ভিডিও কলে স্ক্রিন শেয়ার করতে করণীয়

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান সময় ব্যক্তিগত বা প্রতিষ্ঠানের কাজের প্রয়োজনে হোয়াটসঅ্যাপে নিয়মিতভাবে ভিডিও…

% দিন আগে

ঈদ-উল-আজহায় এনটিভি’র ৭ দিনব্যাপী ঈদ অনুষ্ঠানসূচী ১ম দিন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রতিবারের মতো এবারও বেসরকারি টিভি চ্যানেল এনটিভি পবিত্র ঈদুল আযহা…

% দিন আগে

হামলা-অনাহারে গাজায় ঈদের আনন্দ ম্লান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিশ্বের প্রতিটি মুসলিমের কাছেই সবচেয়ে আনন্দের দিন হলো ঈদ। তবে…

% দিন আগে

বাঁধাকপির উপর ছড়িয়ে দেওয়া হচ্ছে এগুলো কিসের গুঁড়ো? এটি রাসায়নিক?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পোশাক আশাকেই মোটামুটি বোঝা যাচ্ছে, যে জিনিসটি তিনি ছড়িয়ে দিচ্ছেন,…

% দিন আগে

কোনো গাছের দৃশ্য কখনও এমন হতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। রবিবার, ১৬ জুন ২০২৪ খৃস্টাব্দ, ২ আষাঢ় ১৪৩১…

% দিন আগে