Categories: বিনোদন

জুনেই মুক্তি পাচ্ছে আমির পুত্রের প্রথম সিনেমা ‘মহারাজা’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বড় পর্দায় নয় বরং ওটিটি প্লাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে আমির খান পুত্র জুনায়েদ খানের প্রথম চলচ্চিত্র ‘মহারাজা’, গত বছর এমন ঘোষণা এসেছিল। এবার জানা গেছে ছবিটির মুক্তির তারিখ।

জুনেই মুক্তি পাচ্ছে আমির পুত্রের প্রথম সিনেমা ‘মহারাজা’ 1জুনেই মুক্তি পাচ্ছে আমির পুত্রের প্রথম সিনেমা ‘মহারাজা’ 1

ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মসের একটি সূত্র জানিয়েছে যে, আগামী ১৪ জুন নেটফ্লিক্সের প্রিমিয়ার হবে ‘মহারাজা’র। তার আগে ৫ জুন আশেপাশের কোনো তারিখেই এর ট্রেলার মুক্তির সম্ভাবনা রয়েছে বলে নিশ্চিত করেছে সূত্রটি। ছবিটিকে ঘিরে বেশ আশাবাদী যশরাজ ফিল্মস এবং এর কর্ণধার আদিত্য চোপড়া।

সিদ্ধার্থ পি মালহোত্রা পরিচালিত ‘মহারাজা’ ছবিটির কাহিনী মূলত ১৮৬২ সালের ঘটে যাওয়া ‘মহারাজ লিবেল কেস’-এর ঘটনা হতে অনুপ্রাণিত হয়ে। যেখানে একজন বিতর্কিত ধর্মগুরুর বিরুদ্ধে নিজের নারী শিষ্যদের ধর্ষণের অভিযোগ ওঠে। মূলত সেই কাহিনীকে কেন্দ্র করেই আসন্ন এই ছবিটি নির্মিত হয়েছে।

Related Post

>>>>>>>>>>>>>>

ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে

মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।

লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।

১. সাধারণ ডেঙ্গুজ্বর

২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।

সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-

১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।

২. তীব্র মাথাব্যথা হওয়া।

৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।

৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।

৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।

৬. বমি বমি ভাব বা বমি হওয়া।

৭. ত্বকে র‌্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।

রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :

১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।

২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।

এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

অপরদিকে

জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:

১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।

২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।

৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।

৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।

৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।

৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।

৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।

৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org

This post was last modified on মে ২৬, ২০২৪ 10:11 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

আস্ত ইম্পালা খেতে গিয়ে শিংয়ের খোঁচায় পেট ফুটো হয়ে প্রাণ গেলো অজগরের!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এবার ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি ইম্পালা শিকার করেছে বিশাল…

% দিন আগে

মাদারীপুরে দৃষ্টিনন্দন মসজিদ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ২৮ মার্চ ২০২৫ খৃস্টাব্দ, ১৪ চৈত্র ১৪৩১…

% দিন আগে

বয়ঃসন্ধিতে থাকা সন্তানের সদ্য ব্রেকআপ হলে বাবা-মায়েরা কীভাবে পাশে থাকবেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মানুষের জীবনের প্রথম প্রেম, বিচ্ছেদ, এগুলো কিশোর বয়সে সামলে নেওয়া…

% দিন আগে

এই ঈদে আসছে ‘ছোটকাকুর’ নতুন সিজন ‘মিশন মুন্সিগঞ্জ’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রতিবারের মতো এবারের ঈদেও আসছে শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গোয়েন্দা…

% দিন আগে

মানুষের সঙ্গে মজার খেলায় মাতলো বেলুগা তিমি: পোষ্যের মতোই আচরণ সামুদ্রিক জীবের!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্পিড বোটে ভাসতে ভাসতে এক বেলুগা তিমির সঙ্গে বল ছোড়াছুড়ির…

% দিন আগে

নদী বন আর মেঘের ঘনঘটা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫ খৃস্টাব্দ, ১৩ চৈত্র ১৪৩১…

% দিন আগে