চীনের রাস্তায় ফুলে যাচ্ছে গাড়ির বনেট! কিন্তু কেনো?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চীনের রাস্তায় ফুলে যাচ্ছে গাড়ির বনেট! কিন্তু কেনো? দেখা যাচ্ছে মাঝারি তাপেই দেশি- বিদেশি গাড়ির ভিনাইলের আস্তরণ ফুলেফেঁপে একেবারে বেহাল দশা। তবে ভিডিওর সত্যতা নিয়ে সকলের মধ্যে প্রশ্ন উঠছে।

চীনের রাস্তায় ফুলে যাচ্ছে গাড়ির বনেট! কিন্তু কেনো? 1চীনের রাস্তায় ফুলে যাচ্ছে গাড়ির বনেট! কিন্তু কেনো? 1

গ্রীষ্মের মাঝারি তাপমাত্রাতেই সমস্যায় পড়েছেন চীনের গাড়ির মা‌লিকরা। রাস্তায় কিংবা উন্মুক্ত স্থানে থাকা একের পর এক গাড়ির বনেট ফুলে একেবারে বেলুনের মতো আকার নিয়েছে! চীনের বর্তমানে তাপমাত্রার পারদ ৩৩-৩৭ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করছে। এই তাপমাত্রাতে গাড়িতে গজিয়ে উঠছে স্ফীতোদর।

সম্প্রতি নেটমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হতেই অবাক হন অনেকেই। ভিডিওটিতে একটি অডি-সহ একাধিক গাড়ির মডেলও দেখানো হয়। চীনের এক নাগরিকের এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা ওই ভিডিওতে দেখা গিয়েছে, দিনের বেলায় রাস্তায় দাঁড়িয়ে থাকা অনেক গাড়ির বনেট কিংবা দরজার পাশের অংশ ফুলে উঠেছে। শুধুমাত্র চীনের দেশীয় প্রযুক্তিতে তৈরিই গাড়ি নয়, অডির মতো গাড়িরও ঠিক একই দশা। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Related Post

যার এক্স হ্যান্ডল থেকে এই পোস্টটি করা হয় সেই জেনিফার জেং একজন সাংবাদিক। তিনি পোস্টে লিখেছেন যে, “কোনও রসিকতা নয়, খুব গরম হলে ‘মেড-ইন-চায়না’ গাড়িগুলো দেখলে অন্তঃসত্ত্বার মতো মনে হয়।’’ গত ৬ অগস্ট পোস্ট করা এই ভিডিও কয়েক লাখ লোক ইতিমধ্যেই দেখে ফেলেছেন। তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা অনলাইন।

>>>>>>>>>>>>>>

ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে

মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।

লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।

১. সাধারণ ডেঙ্গুজ্বর

২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।

সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-

১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।

২. তীব্র মাথাব্যথা হওয়া।

৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।

৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।

৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।

৬. বমি বমি ভাব বা বমি হওয়া।

৭. ত্বকে র‌্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।

রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :

১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।

২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।

এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

অপরদিকে

জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:

১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।

২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।

৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।

৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।

৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।

৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।

৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।

৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org

This post was last modified on আগস্ট ১২, ২০২৪ 2:25 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

রাঙামাটির অপার এক প্রাকৃতিক সৌন্দর্য

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ১৯ মার্চ ২০২৫ খৃস্টাব্দ, ৫ চৈত্র ১৪৩১…

% দিন আগে

‘ওয়াটার ওয়েট’ আসলে কী? বেশি পানি খেলে কী দেহের ওজন বেড়ে যাবে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ হাতে বাঁধা ‘স্মার্ট’ ঘড়ি প্রতিনিয়ত জানান দিচ্ছে যে, আপনার ক্যালোরি…

% দিন আগে

এক্সিলেন্ট সিরামিকস গ্রুপের কর্মীদের বীমা সুরক্ষা দেবে মেটলাইফ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশের অন্যতম বৃহত্তর টাইলস এবং স্যানিটারি সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান এক্সিলেন্ট…

% দিন আগে

বাংলালিংকের নতুন সিইও হচ্ছেন ইওহান বুসে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশের উদ্ভাবনী ডিজিটাল অপারেটর বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (চিফ এক্সিকিউটিভ…

% দিন আগে

ঈদ উপলক্ষে ন্যানসি কন্যার কণ্ঠে নতুন গান!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মা নাজমুন মুনিরা ন্যানসির পথেই হাটছেন তার কন্যা মার্জিয়া বুশরা…

% দিন আগে

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পরামর্শের পরই গাজায় ইসরায়েলের ব্যাপক হামলায় নিহত ২০০

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় আবারও ভয়াবহ হামলা…

% দিন আগে