Categories: বিনোদন

গানে ফিরলেন সালমা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ক্লোজআপ ওয়ান তারকা হিসেবে পরিচিতি পাওয়া জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা গান নিয়ে ব্যস্ত থাকেন সব সময়ই। বেশির ভাগ সময়ই দেশ-বিদেশের স্টেজ শো’তে অংশ নেন এই শিল্পী। সেইসঙ্গে নতুন গানের কাজ নিয়েও থাকেন ব্যস্ত।

গানে ফিরলেন সালমা 1গানে ফিরলেন সালমা 1

তবে ১৩ জুলাইয়ের পর হতে নতুন কোনো গানে কণ্ঠ দিতে পারেননি এই গায়িকা। একের পর এক রেকর্ডিংয়ের প্রস্তাব থাকলেও রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে ঘর হতে বের হননি সালমা। এবার বিরতি ভেঙেছেন সালমা।

‘আমি তোমার কি আর এমন লাগি’ শিরোনামে একটি গানে কণ্ঠ দিলেন শুক্রবার (৯ আগস্ট)। রাসেল কবিরের কথায় গানটির সুর করেন মাসুদ টুটুল, সংগীতায়োজন করেছেন এইচ আর লিটন।

Related Post

এই গান সম্পর্কে সালমা বলেছেন, খুব শীঘ্রই গানটির গানচিত্র প্রকাশিত হবে কাশফুল মিউজিকের ইউটিউব চ্যানেল হতে। এই সপ্তাহে আরও বেশ কয়েকটি গানে কণ্ঠ দেবো।

উল্লেখ্য, কুষ্টিয়ার মেয়ে মৌসুমী আক্তার সালমা এনটিভির ‘ক্লোজআপ ওয়ান’ দ্বিতীয় সিরিজের বিজয়ী ছিলেন। তারপর কয়েকটি লোকগীতি দিয়ে সালমা সারাদেশে ব্যাপক জনপ্রিয়তা পান।

এরপর থেকে আর পেছন ফিরে তাকাতে হয়নি সালমাকে। একের পর এক গান গেয়ে শ্রোতাদের হৃদয় ছুঁয়ে দিয়েছেন সালমা।

>>>>>>>>>>>>>>

ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে

মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।

লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।

১. সাধারণ ডেঙ্গুজ্বর

২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।

সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-

১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।

২. তীব্র মাথাব্যথা হওয়া।

৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।

৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।

৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।

৬. বমি বমি ভাব বা বমি হওয়া।

৭. ত্বকে র‌্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।

রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :

১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।

২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।

এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

অপরদিকে

জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:

১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।

২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।

৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।

৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।

৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।

৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।

৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।

৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org

This post was last modified on আগস্ট ১২, ২০২৪ 4:06 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

ওজন কমাতে নজর দিতে হবে ডিনারে: রুটি-তরকারি ছাড়া আর কী খাওয়া যাবে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা সবাই জানি ওজন কমাতে হলে ডায়েট ছাড়া উপায় নেই।…

% দিন আগে

ব্রিটিশ কাউন্সিল ও ব্রিটিশ হাইকমিশনের আয়োজনে অনুষ্ঠিত হলো অ্যালামনাই ইউকে গালা নাইট

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ব্রিটিশ কাউন্সিল ও ব্রিটিশ হাইকমিশনের উদ্যোগে অ্যালামনাই ইউকে গালা নাইটের…

% দিন আগে

আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-২০ বিশ্বকাপ টফি’তে দেখুন বিনামূল্যে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে বাংলার বাঘিনীরা। ইতোমধ্যে দেশের ক্রিকেট ভক্তদের…

% দিন আগে

নতুন ধারাবাহিক ‘ইউনাইটেড স্টেট অব বরিশাল’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নির্মিত হয়ে আরটিভির নতুন ধারাবাহিক নাটক ‘ইউনাইটেড স্টেট অব বরিশাল।…

% দিন আগে

মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন ডোনাল্ড ট্রাম্প।…

% দিন আগে

৫৬ বছর পর নিজেদের বিয়ের ছবি উপহার পেয়ে বাক্যহারা একবৃদ্ধ দম্পতি!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ১৯৬৮ সালের কথা, তখন বিয়ে করেছিলেন তারা। আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠ…

% দিন আগে