৩ বছরের ওয়ারেন্টি নির্ধারিত মডেলের স্যামসাং টিভিতে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিশ্বখ্যাত কোম্পানি স্যামসাং নির্ধারিত মডেলের টেলিভিশনে ৩ বছরের কমপ্লিট ওয়ারেন্টি দিচ্ছে। দূর্দান্ত এই অফারের মাধ্যমে বাজারে নিজেদের সেরা অবস্থান আবারও প্রমাণ করল গ্লোবাল #১ খ্যাতিসম্পন্ন ব্র্যান্ডটি।

স্যামসাং টিভি ক্রেতারা প্যানেল, স্পেয়ার পার্টস এবং বিক্রয় পরবর্তী সেবার ক্ষেত্রে বর্ধিত ওয়ারেন্টির সুবিধা পাবেন, যে কারণে টিভি কেনা কিংবা রক্ষণাবেক্ষণ নিয়ে আর কোনো দুশ্চিন্তা থাকছে না।

আর এই কারণেই বাংলাদেশের ইলেকট্রনিকস অ্যাপ্লায়েন্সের ব্র্যান্ডগুলোর মধ্যে স্যামসাং দীর্ঘস্থায়ী এবং নির্ভরযোগ্য হিসেবে বিবেচিত হচ্ছে।

Related Post

আগ্রহী ক্রেতাদের জন্য নির্দিষ্ট টিভি মডেলগুলো হলো:

কিউএ৮৫কিউএন৯০০ডি
কিউএ৭৫কিউএন৮৫ডিবি
কিউএ৬৫কিউএন৮৫ডিবি
কিউএ৫৫কিউএন৮৫ডিবি
কিউএ৭৭এস৯৫ডিএ
কিউএ৬৫এস৯৫ডিএ
কিউএ৫৫এস৯৫ডিএ
কিউএ৭৫কিউ৬০ডিএ
কিউএ৬৫কিউ৬০ডিএ
কিউএ৫৫কিউ৬০ডিএ
ইউএ৮৫ডিইউ৮০০০
ইউএ৭৫ডিইউ৮০০০
ইউএ৬৫ডিইউ৮০০০
ইউএ৫৫ডিইউ৮০০০
ইউএ৫০ডিইউ৮০০০
ইউএ৪৩ডিইউ৮০০০
ইউএ৭৫ডিইউ৭৭০০
ইউএ৬৫ডিইউ৭৭০০
ইউএ৫৫ডিইউ৭৭০০
ইউএ৫০ডিইউ৭৭০০,
ইউএ৪৩ডিইউ৭৭০০
ইউএ৫৫ডিইউ৭৭৫০
ইউএ৫০ডিইউ৭৭৫০
ইউএ৪৩ডিইউ৭৭৫০
ইউএ৫০ডিইউ৭৫০০
এবং ইউএ৪৩ডিইউ৭৫০০।

গত ১ জুলাইয়ের পর কেনা ওপরে উল্লেখিত নির্দিষ্ট মডেলের টিভির ক্ষেত্রে সম্পূর্ণ ওয়ারেন্টি পাওয়া যাবে।

স্যামসাং ইলেকট্রনিকসের কনজ্যুমার ইলেকট্রনিকস ডিভিশনের ডিরেক্টর ও হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, “ক্রেতারা প্রায়শই পণ্য ক্রয়ের পর ওয়ারেন্টির লুকানো শর্ত ও বিক্রয় পরবর্তী সেবার মান সহ বিভিন্ন কারণে ভোগান্তিতে পড়েন। বিরক্ত হলেও অনেকেরই এক্ষেত্রে কিছু করার থাকে না। স্যামসাং বাংলাদেশ পণ্যের মান ও ক্রেতা সন্তুষ্টি বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ, আর বাজারের সেরা এই ওয়ারেন্টি সেটিই প্রমাণ করে। ৩ বছরের কমপ্লিট ওয়ারেন্টির মত এমন দূর্দান্ত সুবিধা বাজারের অন্য অধিকাংশ ব্র্যান্ডের সেরা সুবিধার তুলনায় গ্রাহকদের জন্য অনেক বেশি আকর্ষণীয় হবে বলে আমি মনে করি”।

গত কয়েক দশক ধরে বাংলাদেশের প্রতিটি ঘরে স্যামসাং দারুণ জনপ্রিয়তা অর্জন করেছে; আর এর মূল কারণ হিসেবে রয়েছে ব্র্যান্ডটির পণ্যের অনন্য মান ও সেরা গ্রাহকসেবা। উল্লেখিত অত্যাধুনিক মডেলের টিভিগুলোতে স্যামসাংয়ের নিজস্ব নক্স সিকিউরিটি, এআই ফিচার, স্মার্টথিংস সহ নানান ফিচার যুক্ত করা হয়েছে। এমন উদ্ভাবনী ও ভবিষ্যতমুখী পন্থায় নিরলস প্রচেষ্টার মধ্য দিয়ে গত ১৮ বছর ধরে বিশ্বের টিভি বাজারে শীর্ষ অবস্থানটি ধরে রেখেছে স্যামসাং। খবর সংবাদ বিজ্ঞপ্তির।

>>>>>>>>>>>>>>

ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে

মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।

লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।

১. সাধারণ ডেঙ্গুজ্বর

২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।

সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-

১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।

২. তীব্র মাথাব্যথা হওয়া।

৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।

৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।

৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।

৬. বমি বমি ভাব বা বমি হওয়া।

৭. ত্বকে র‌্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।

রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :

১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।

২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।

এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

অপরদিকে

জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:

১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।

২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।

৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।

৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।

৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।

৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।

৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।

৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org

This post was last modified on আগস্ট ২০, ২০২৪ 5:23 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

বেসিসের চার সদস্য কোম্পানি পেলো এশিয়া স্মার্ট অ্যাপ অ্যাওয়ার্ডস ২০২৪

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর চার সদস্য…

% দিন আগে

সাবেক ‘মিস আয়ারল্যান্ড’ এর কন্যাসন্তান এখন নেট দুনিয়ায়

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গত ৭৭তম কান চলচ্চিত্র উৎসবে অন্তঃসত্ত্বা অবস্থায় নিজেকে ধরা দিয়েছিলেন…

% দিন আগে

ঘূর্ণিঝড় ইয়াগির আঘাত: ভিয়েতনামে নিহত ১৭৯

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঘূর্ণিঝড় ইয়াগির প্রবল আঘাতে ভিয়েতনামের রাজধানী হ্যানয়সহ ভিয়েতনামের বিভিন্ন অঞ্চলে…

% দিন আগে

ঘুরে বেড়াচ্ছিল আরশোলা, হাতে তুলে বার্গারের ভিতর পুরে দিলেন এক তরুণী!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঘুরে বেড়াচ্ছিল একটি আরশোলা, মুহূর্তের মধ্যে আরশোলাটিকে বার্গারের ভিতর ভরে…

% দিন আগে

যতোই সৌন্দপূর্ণ স্থান হোক এখানে কিন্তু যাওয়া নিষেধ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ২৮ ভাদ্র ১৪৩১…

% দিন আগে

শুধু ওজন কমাতেই নয়, ফিট থাকতেও সাহায্য করবে খেজুর!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা জানি ওজন কমাতে সাহায্য করে খেজুর। তবে শুধু ওজনই…

% দিন আগে