দূর্দান্ত ফিচার নিয়ে এলো স্যামসাংয়ের নতুন ওয়াশিং মেশিন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কাপড় ধোয়ার অনন্য অভিজ্ঞতা নিশ্চিত করতে দেশের বাজারে স্যামসাং নিয়ে এলো দু’টি নতুন ওয়াশিং মেশিন – ডব্লিউডব্লিউ৯০০০বি সিরিজের ১৩ কেজি বিসপোক মডেল এবং ডব্লিউডি৭০০০টি সিরিজের ১১+৭ কেজি এআই কম্বো মডেল।

দূর্দান্ত ফিচার নিয়ে এলো স্যামসাংয়ের নতুন ওয়াশিং মেশিন 1দূর্দান্ত ফিচার নিয়ে এলো স্যামসাংয়ের নতুন ওয়াশিং মেশিন 1

বাজারের সর্বোচ্চ মানের এই ওয়াশিং মেশিনগুলোতে রয়েছে অত্যাধুনিক সকল বৈশিষ্ট্য, পাশাপাশি দুটি মডেলের ডিজিটাল ইনভার্টার মোটরে থাকছে ২০ বছরের ওয়ারেন্টি। বলা যায় যে, আপনার ঘরের এক নির্ভরযোগ্য সঙ্গী হয়ে ওঠার সব গুণই রয়েছে স্যামসাংয়ের দূর্দান্ত এই ওয়াশিং মেশিনগুলোতে।

দুটি মেশিনেই রয়েছে অ্যাডভান্সড এআই ক্যাপাবিলিটি, ভাইব্রেশন রেজিস্ট্যান্স টেকনোলজি (ভিআরটি+), প্রয়োজন অনুসারে ওয়াশ সাইকেল নিয়ন্ত্রণ সুবিধা, কুইকড্রাইভ টিএম -সহ আরও অনেকগুলো ফিচার। পছন্দের কাপড় ধোয়া এবং শুকোনোর ক্ষেত্রে সেরা সুবিধা নিশ্চিত করছে বাজারের এই নতুন ওয়াশিং মেশিনগুলো। ১৩ কেজি এবং ১১ কেজি ধারণক্ষমতা সম্পন্ন ফ্রন্ট লোড মডেলের ওয়াশিং মেশিনগুলোর সাহায্যে একসাথে অনেক কাপড়ও ধোয়া যাবে নিমিষেই!

Related Post

কালো রঙের ঝকঝকে টেম্পারড গ্লাস ডোরের কারণে ডব্লিউডব্লিউ১৩বিবি৯ মডেলটি দেখতেও বেশ আকর্ষণীয় মনে হয়। এর অনন্য এআই এনার্জি মোড ব্যবহারের সময় হিটিং এনার্জি কমিয়ে ৭০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করবে।

সেইসঙ্গে, উন্নত ফ্যাব্রিক সেন্সিংয়ের মাধ্যমে ময়লা দূর করে সাধারণের তুলনায় কাপড়কে আরও ২০ শতাংশ বেশি সুরক্ষিত রাখতে এতে রয়েছে স্যামসাংয়ের এক্সক্লুসিভ ইকোবাবল টিএম টেকনোলজি। অ্যাডভান্সড সেন্সিংয়ের মাধ্যমে সঠিকভাবে কাপড় ধোয়াও নিশ্চিত করে এর এআই ওয়াশ ফ্যাসিলিটি। চমৎকার এই ফিচারটি প্রতিটি লোডের ওজন ও কাপড়ের কোমলতা যাচাই করে সে অনুযায়ী কাজ করে, বর্জ্যের পরিমাণ কমিয়ে আনে। তাছাড়াও এই ওয়াশিং মেশিনের ইকো- ফ্রেন্ডলি বাবল কাপড়ের ক্ষতি কমাতে মেকানিকাল পাওয়ারের ব্যবহার কমিয়ে আনে। সব ধরণের কাপড়ের সঠিক যত্ন ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে এতে আরো রয়েছে ভিন্ন ভিন্ন ২৪ ধরণের ওয়াশ সাইকেল। অপরদিকে, ডব্লিউডি১১টি৭ মডেলটি রীতিমতো কম্বো মেশিনের মতই ওয়াশার এবং স্ট্যান্ড-এলোন ড্রায়ারের সব সুবিধা দেয়। এতে আরও রয়েছে অ্যাডওয়াশ টিএম , সুপার স্পিড সাইকেলসহ নানা আকর্ষণীয় ফিচার। ওয়াশ সাইকেল চলাকালীন আরও কাপড় অথবা ডিটারজেন্ট যোগ করতে চাইলেও খুব সহজেই তা করা যাবে এই ওয়াশিং মেশিনের অভিনব অ্যাডওয়াশ সুবিধার মাধ্যমে। হাতে সময় কম থাকলেও চিন্তা নেই, দ্রুততর সময়ে কাপড় কাচা সেরে নিতে এই মেশিনে রয়েছে স্পিড ওয়াশ এবং সুপার স্পিড সাইকেল ফিচার।

দুটি ওয়াশিং মেশিনেই রয়েছে কুইকড্রাইভ টিএম প্রযুক্তি, যা যত্নের সঙ্গে কাপড়ের দাগ-ময়লা দূর করার পাশাপাশি কাপড় ধোয়ার সময়কে ৫০ শতাংশ পর্যন্ত কমিয়েও আনতে সাহায্য করে। ২০ বছরের ওয়ারেন্টির মাধ্যমে সুরক্ষিত ডিজিটাল ইনভার্টার দুটি মেশিনেই জ্বালানী সাশ্রয় এবং দীর্ঘস্থায়ী পারফরম্যান্স নিশ্চিত করে, সাথে অতিরিক্ত শব্দের বিরক্তিও দূর করে।

“বারবার ধোয়ার কারণে আমাদের পছন্দের কাপড়গুলো অনেক সময় মলিন হয়ে আসে। আমাদের নতুন, প্রিমিয়াম ওয়াশিং মেশিনগুলো সেরা উপায়ে কাপড় ধোয়ার পাশাপাশি দীর্ঘদিন পর্যন্ত কাপড়ের রঙ এবং মান নতুনের মতোই রাখতে সাহায্য করবে”, বলেন স্যামসাং ইলেকট্রনিকসের কনজ্যুমার ইলেকট্রনিকস ডিভিশনের ডিরেক্টর এবং হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর।

১৩ কেজি বিসপোক মডেলের ওয়াশিং মেশিন ডব্লিউডব্লিউ১৩বিবি৯ বর্তমানে পাওয়া যাচ্ছে মাত্র ১,১৯,৯০০ টাকায়; এবং ১১+৭ কেজি এআই কম্বো মডেল ডব্লিউডি১১টি৭ পাওয়া যাচ্ছে মাত্র ১,০৯,৯০০ টাকায়। আরও জানতে ভিজিট করুন samsung.com/bd।

খবর সংবাদ বিজ্ঞপ্তির।

>>>>>>>>>>>>>>

ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে

মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।

লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।

১. সাধারণ ডেঙ্গুজ্বর

২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।

সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-

১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।

২. তীব্র মাথাব্যথা হওয়া।

৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।

৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।

৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।

৬. বমি বমি ভাব বা বমি হওয়া।

৭. ত্বকে র‌্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।

রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :

১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।

২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।

এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

অপরদিকে

জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:

১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।

২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।

৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।

৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।

৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।

৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।

৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।

৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org

This post was last modified on আগস্ট ২২, ২০২৪ 1:52 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

‘ইরানে ভয়াবহ বিস্ফোরণের নেপথ্যেও কী ইসরায়েল?’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইরানের বন্দর আব্বাসের শহিদ রাজি বন্দরে গত শনিবার (২৬ এপ্রিল)…

% দিন আগে

ওরাংওটাংয়ের চোখে এবার সানগ্লাস! [ভিডিও]

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ খাঁচার ভিতরে সবুজ ঘাসের উপর পড়েছিল একটি সানগ্লাস। কোনও পর্যটকের…

% দিন আগে

ঝরনা ধারা ও নদী

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ খৃস্টাব্দ, ১৫ বৈশাখ ১৪৩২…

% দিন আগে

পেটের মেদ ঝরিয়ে ক্ষীণকটি হতে চাইছেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পেটের মেদ ঝরিয়ে ক্ষীণকটি হতে চাইছেন? তাহলে কী করবেন? সেই…

% দিন আগে

বাংলাদেশের প্রেক্ষাপটে সেইফগার্ডিং নিয়ে ব্রিটিশ কাউন্সিলের গোলটেবিল বৈঠক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ উন্নয়নমূলক কর্মসূচিতে সেইফগার্ডিং কার্যক্রমের প্রতি অধিক গুরুত্ব প্রদানের লক্ষ্যে উন্নয়ন…

% দিন আগে

ঈদুল আজহায় বিশেষ অফার নিয়ে এলো স্যামসাং

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঈদুল আজহার সময়টাকে স্বাচ্ছন্দ্যময় করে তোলা ও ঘরের প্রয়োজনীয় অ্যাপ্লায়েন্স…

% দিন আগে