Categories: বিনোদন

অভিনয়ে আসছেন অভিষেকের কন্যা সাইনা চ্যাটার্জি ডল

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অভিনয়ে পা রাখতে চলেছেন ভারতীয় বাংলা সিনেমার দর্শকপ্রিয় প্রয়াত অভিনেতা অভিষেক চ্যাটার্জির কন্যা সাইনা চ্যাটার্জি ডল। স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের মাধ্যমে অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে।

ভারতীয় একটি গণমাধ্যমে সংযুক্তা চ্যাটার্জি জানিয়েছেন, ক্যামেরার সামনে দাঁড়ানোর পূর্বে একটুও ভয় পাননি নবম শ্রেণিতে পড়ুয়া ডল। বরং সকলের সঙ্গেই দারুণ মিশে গিয়েছেন। দেখে মনে হয়েছে যে, সেটিই যেনো তার ঘরবাড়ি!

বাবার পেশা বেছে নেওয়ার বিষয়ে সংযুক্তা বলেছেন, ‘ডল যা করবে সেটিই আমরা মেনে নেবো- আমাদের এই ভাবনা। তাই ওর অভিনয়ে আসা শুধু আমাদেরই নয়- ওরও ইচ্ছে। তাই সুযোগ আসায় আমি নাও করিনি। ডলও কিন্তু বিষয়টি নিয়ে খুবই সহজ।’

Related Post

এই ধারাবাহিক নাটকটি প্রযোজনা করছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। অভিষেক-পত্নীর মনে করেন, প্রথম কাজ বড় প্রযোজনা সংস্থার, এটি সকলের হয় না। সেই জন্যই ফোন আসার পর সংযুক্তা মেয়ের স্কুলে গিয়ে শিক্ষিকাদের সঙ্গে আলোচনা করে তাদের অনুমতি নেন।

সাইনা চ্যাটার্জিকে অডিশনও দিতে হয়েছে। সেটি উল্লেখ করে সংযুক্ত বলেন, ‘আমরা কোনো দিন কাওকে বলিনি, ডল অভিনয়ে আসছে। তাই চ্যানেলের পক্ষ হতে ফোন আসায় একটু অবাক হয়েছিলাম। এরপর প্রথম লুক টেস্টের জন্য সেটে নিয়ে গেলাম মেয়েকে। ডল কয়েকটি সংলাপ বললো। একবারেই পাস হয়ে গেলো! মনে হলো, অভি (অর্থাৎ অভিষেক) যেনো মেয়ের জীবন নিজের হাতে গুছিয়ে দিলো। এটিই বুঝি হওয়ার ছিল।’

স্বামী অভিষেকের ছবি সঙ্গে নিয়েই শুটিং সেটে যান সংযুক্তা। সেটের এক পাশে সাজানো থাকবে ওই ছবিটি। যাতে মেয়ে অভিনয় করতে করতে বাবাকে দেখতে পান। ভরসা পান এই ভেবে, বাবা তার সঙ্গেই রয়েছেন। এই বিষয়ে সংযুক্তা বলেন, ‘মেয়ে বাবার কাজের দুনিয়াতে পা রাখতে চলেছেন। সেই দৃশ্য বাবা নিজের চোখে দেখবে না- তা কী হয়?’

উল্লেখ্য, ২০২২ সালের ২৩ মার্চ হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেন জনপ্রিয় অভিনেতা অভিষেক চ্যাটার্জি।

>>>>>>>>>>>>>>

ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে

মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।

লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।

১. সাধারণ ডেঙ্গুজ্বর

২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।

সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-

১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।

২. তীব্র মাথাব্যথা হওয়া।

৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।

৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।

৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।

৬. বমি বমি ভাব বা বমি হওয়া।

৭. ত্বকে র‌্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।

রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :

১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।

২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।

এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

অপরদিকে

জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:

১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।

২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।

৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।

৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।

৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।

৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।

৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।

৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org

This post was last modified on অক্টোবর ২০, ২০২৪ 4:44 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

ইসরায়েলি হামলায় ইরানের পারমাণবিক স্থাপনার কোনো রকম ক্ষতি হয়নি: জাতিসংঘ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে গতকাল (শনিবার) হামলা চালিয়েছে…

% দিন আগে

ঝাঁ-চকচকে হোটেল ভোল বদলে বিশ্বের সবচেয়ে বড় আবাসনটিতে থাকেন ২০ হাজার বাসিন্দা!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইংরেজি ‘এস’ আকৃতির বিশাল ঝাঁ-চকচকে একটি বিশাল ইমারত। দূর থেকে…

% দিন আগে

নৌকায় গ্রামের মেয়ে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। রবিবার, ২৭ অক্টোবর ২০২৪ খৃস্টাব্দ, ১১ কার্তিক ১৪৩১…

% দিন আগে

ঘুম থেকে উঠেই ফোন ঘাঁটাঘাঁটি! শরীর এবং মনের কী ক্ষতি হতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেক সময় দেখা যায় কেও কেও ঘুম থেকে উঠেই মোবাইলের…

% দিন আগে

হোয়াটসঅ্যাপে অডিও-ভিডিও কলের লিঙ্ক শেয়ার করবেন যেভাবে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিশ্বের সেরা ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মগুলোর মধ্যে অন্যতম প্ল্যাটফর্ম হলো হোয়াটসঅ্যাপ।…

% দিন আগে

ঐশ্বরিয়াকে নিয়ে নানা খবর

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঐশ্বরিয়া রাই বচ্চন, সাবেক বিশ্বসুন্দরী। বলিউডেরও একসময়ের শীর্ষ অভিনেত্রীও ছিলেন…

% দিন আগে