ইবিএল এবং মাস্টারকার্ডের সাথে অংশীদারিত্বে কো-ব্র্যান্ডেড কার্ড নিয়ে এলো বাংলালিংক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) ও মাস্টারকার্ডের সাথে অংশীদারিত্বের মাধ্যমে অরেঞ্জ ক্লাব সদস্যদের জন্য ৭ অক্টোবর ৩টি নতুন কো- ব্র্যান্ডেড কার্ড নিয়ে এসেছে উদ্ভাবনী ডিজিটাল অপারেটর বাংলালিংক।

গ্রাহকদের ক্ষমতায়ন করার মধ্যদিয়ে নিজেদের পূর্ণ সম্ভাবনা কাজে লাগানোর লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে বাংলালিংক। গ্রাহকদের জীবনকে আরও সমৃদ্ধ করতে ডিজিটাল সমাধান এবং সময়োপযোগী নানা অফার নিয়ে আসছে এই ডিজিটাল অপারেটর। এরই ধারাবাহিকতায় নতুন ৩টি কার্ড নিয়ে এলো বাংলালিংক। কার্ডগুলো হলো মাস্টারকার্ড ওয়ার্ল্ড ক্রেডিট কার্ড, মাস্টারকার্ড টাইটানিয়াম ক্রেডিট কার্ড এবং মাস্টারকার্ড প্রিপেইড কার্ড। বাংলালিংক ব্যবহারকারীদের লয়্যাল্টি প্রোগ্রাম বাংলালিংক অরেঞ্জ ক্লাবের সদস্যরা এই কার্ড ব্যবহার করে বিশেষ অফার এবং কেনাকাটার বিপরীতে পয়েন্ট অর্জন এবং রিডিম করার সুযোগ পাবেন।

টাইটানিয়াম ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা বিনামূল্যে কার্ড পাবেন ও মাস্টারকার্ড ওয়ার্ল্ড কার্ডধারীরা কার্ড ইস্যুয়েন্স ফি-তে ৫০ শতাংশ ছাড় উপভোগ করবেন। উভয় কার্ডের ক্ষেত্রেই বছরে ২৪টি লেনদেন পর্যন্ত বার্ষিক বা নবায়ন ফি ছাড় সুবিধা পাওয়া যাবে।

Related Post

মাস্টারকার্ড ওয়ার্ল্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে গ্রাহকরা বিশ্বের বিভিন্ন বিমানবন্দরে আটটি কমপ্লিমেন্টারি লাউঞ্জে প্রবেশের সুযোগ পাবেন এবং টাইটানিয়াম ক্রেডিট কার্ডে চারটি ফ্রি লাউঞ্জ প্রবেশ থাকবে। উভয় কার্ডধারীরাই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থিত ইবিএল স্কাইলাউঞ্জ ও মিট অ্যান্ড গ্রিট সেবার অফুরন্ত সুবিধা উপভোগ করার সুযোগ পাবেন।

কার্ডধারীরা তাৎক্ষণিকভাবে অরেঞ্জ ক্লাবের সিগনেচার টিয়ারে উন্নীত হবেন। পোস্টপেইড গ্রাহকরা আন্তর্জাতিক রোমিং সিকিউরিটি ডিপোজিটে ছাড় পাবেন; আর প্রিপেইড গ্রাহকরা প্রথম রোমিং রিচার্জে ৫০ শতাংশ ছাড় উপভোগ করার সুযোগ পাবেন।

সেইসঙ্গে, কার্ডধারীরা ২০ লাখ অরেঞ্জ ক্লাব কয়েন পাবেন, যা বিভিন্ন বিশেষ অফার গ্রহণের সময় রিডিম করা যাবে। এই কো-ব্র্যান্ডেড কার্ডগুলোর মাধ্যমে মাস্টারকার্ডের প্রাইসলেস স্পেশালস প্রোগ্রামের অধীনে আন্তর্জাতিকভাবে এবং বাংলাদেশের ৮ হাজারেরও বেশি পার্টনার মার্চেন্টদের কাছে আকর্ষণীয় ডিসকাউন্ট সুবিধা উপভোগ করতে পারবেন কার্ড ব্যবহারকারীরা। এছাড়াও, কার্ড ব্যবহারকারীরা বছরজুড়ে অরেঞ্জ ক্লাব এবং ইস্টার্ন ব্যাংকের পার্টনার মার্চেন্টদের কাছ থেকে বিশেষ ছাড় পাবেন।

বিষয়টি নিয়ে বাংলালিংকের প্রধান নির্বাহী (সিইও) এরিক অস বলেন, “বাংলালিংকে আমরা আমাদের গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী ডিজিটাল সমাধান নিশ্চিত করতে নিরলস চেষ্টা করে যাচ্ছি। এই কো- ব্র্যান্ডেড কার্ডগুলো আমাদের গ্রাহকদের জন্য সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করবে।

মাস্টারকার্ড বাংলাদেশ ও ইস্টার্ন ব্যাংক পিএলসি’র সাথে এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা বাংলাদেশের আর্থিক অন্তর্ভুক্তি ত্বরান্বিত করতে ভূমিকা রাখছি। অরেঞ্জ ক্লাবের সদস্যরা বিশেষ সুবিধা ও উদ্ভাবনী ডিজিটাল সেবা উপভোগ করতে পারবেন। গ্রাহকদের অভিজ্ঞতা সমৃদ্ধ করা এবং ডিজিটাল রূপান্তর এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বাংলালিংকের প্রতিশ্রুতির বহিঃপ্রকাশ আমাদের এ উদ্যোগ।”

এই বিষয়ে ইস্টার্ন ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার বলেন, “মাস্টারকার্ড ও বাংলালিংকের সাথে কো-ব্র্যান্ডেড কার্ডের অংশীদারিত্ব করতে পেরে আমরা আনন্দিত। আমাদের দৃঢ় বিশ্বাস, কো-ব্র্যান্ডেড কার্ড বাংলালিংকের অরেঞ্জ ক্লাবের সদস্যদের জন্য নতুন এবং বিশেষ সব লাইফস্টাইল সুবিধা প্রদান করবে। ইবিএলে আমরা আমাদের গ্রাহকদের বিশ্বমানের সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।”

মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, “বাংলালিংকের অরেঞ্জ ক্লাব মেম্বারদের জন্য বিস্তৃত পরিসরের সুবিধা নিশ্চিত করার ক্ষেত্রে ইস্টার্ন ব্যাংক ও বাংলালিংকের সাথে অংশীদারিত্ব করতে পেরে আমরা আনন্দিত। নতুন কার্ডগুলো গ্রাহকদের নিরাপদ, সুরক্ষিত ও সুবিধাজনক লেনদেনের অভিজ্ঞতা প্রদান করবে এবং তাদের ডাইনিং, শপিং ও ভ্রমণসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অভিজ্ঞতা উপভোগের সুযোগ করে দিবে। আর্থিক সেবার ইকোসিস্টেমে অংশীদারিত্বের মাধ্যমে মাস্টারকার্ড বিশ্বমানের পণ্য নিয়ে আসতে অঙ্গীকারবদ্ধ।”

খবর সংবাদ বিজ্ঞপ্তির।

>>>>>>>>>>>>>>

ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে

মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।

লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।

১. সাধারণ ডেঙ্গুজ্বর

২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।

সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-

১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।

২. তীব্র মাথাব্যথা হওয়া।

৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।

৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।

৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।

৬. বমি বমি ভাব বা বমি হওয়া।

৭. ত্বকে র‌্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।

রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :

১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।

২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।

এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

অপরদিকে

জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:

১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।

২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।

৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।

৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।

৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।

৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।

৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।

৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org

This post was last modified on অক্টোবর ৮, ২০২৪ 3:41 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

কমনওয়েলথ স্কলারশিপ কমিশনের ৬৫ বছরের ঐতিহ্য উদযাপন করলো ব্রিটিশ কাউন্সিল

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কমনওয়েলথ স্কলারশিপ কমিশনের (সিএসসি) ৬৫ বছরের ঐতিহ্য উদযাপনে একটি বিশেষ…

% দিন আগে

রায়হান রাফী এবার জিৎ ও শরীফুল রাজকে নিয়ে আসছেন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ একের পর এক সিনেমা বানিয়ে খ্যাতির শীর্ষে উঠে এসেছেন ঢালিউডে…

% দিন আগে

ভারত ৪০ কোটি ডলার দিচ্ছে মালদ্বীপকে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারত সফর করলেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। শীতল হওয়া সম্পর্ককে…

% দিন আগে

১৫ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আগামী ১৫ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ…

% দিন আগে

নিজের গলা পেঁচিয়ে নিজেই আত্মহত্যা করলো এক গোখরো!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নেটমাধ্যম রেডিটে পোস্ট করা ওই ছবিতে দেখা যায়, লেজ দিয়ে…

% দিন আগে

বর্ষা ও পাট

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪ খৃস্টাব্দ, ২৩ আশ্বিন ১৪৩১…

% দিন আগে