Categories: জাতীয়

প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হলো বাঙালি সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এই সময় মণ্ডপে মণ্ডপে বিদায় এবং বিষাদের ধ্বনি বেজে ওঠে।

চারদিনের আনুষ্ঠানিকতা শেষে আজ রবিবার (১৩ অক্টোবর) পঞ্চমদিনে মর্ত্যলোক থেকে বিদায় নেন দেবী দুর্গা। বিকেল ৩টা হতে রাজধানীর বুড়িগঙ্গা নদীর বিনাস্মৃতি স্নানঘাটে শুরু হয়েছে প্রতিমা বিসর্জন।

এদিকে প্রতিমা বিসর্জন ঘিরে পুলিশ, র‌্যাব, সেনাবাহিনী, নৌ-পুলিশ এবং বোম্ব ডিসপোজাল ইউনিট, ক্রাইম সিন টিম ও সোয়াট দল সার্বক্ষণিক নিরাপত্তা দিতে দেখা যায়।

Related Post

দুপুর ২টা হতে রাজধানীর বিভিন্ন পূজামণ্ডপ হতে শঙ্খ ও উলুধ্বনি, খোল-করতাল-ঢাকঢোলের সনাতনী বাজনার সঙ্গে দেবী বন্দনার গানের মধ্যদিয়ে প্রতিমা নিয়ে শোভাযাত্রা সহকারে বুড়িগঙ্গা তীরের বিনাস্মৃতি স্নানঘাটে আসেন পুণ্যার্থীরা। ঢাকার বিভিন্ন পূজা উদযাপন পরিষদ হাজারেও মানুষের শোভাযাত্রা নিয়ে বুড়িগঙ্গা তীরে আসে।

১৩ অক্টোবর সন্ধ্যা ৭টার মধ্যে প্রতিমা বিসর্জন দেওয়ার সময় বেঁধে দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই বছর রাজধানী ঢাকার ১১টি স্থানে প্রতিমা বিসর্জন দেওয়া যাবে। সেই স্থানগুলো ছিলো, লালবাগের ওয়াইজ ঘাট, ওয়ারীর পোস্তগোলা শ্মশান ঘাট, লালকুঠি ঘাট, আলমগঞ্জ ঘাট, শীতলক্ষ্যা নদীর ঘাট ও বালু নদের ঘাট, রায়েরবাজার, উত্তরার আশুলিয়ার বিআইডব্লিউটিএ ঘাট, মিরপুর আমিনবাজার ব্রিজের উত্তর পাশ, মতিঝিলের শ্রীশ্রী বরদেশ্বরী কালীমাতা মন্দিরের পাশের পুকুর ও মতিঝিলের মান্ডা আমিন মোহাম্মদ লেক।

>>>>>>>>>>>>>>

ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে

মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।

লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।

১. সাধারণ ডেঙ্গুজ্বর

২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।

সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-

১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।

২. তীব্র মাথাব্যথা হওয়া।

৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।

৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।

৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।

৬. বমি বমি ভাব বা বমি হওয়া।

৭. ত্বকে র‌্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।

রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :

১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।

২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।

এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

অপরদিকে

জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:

১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।

২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।

৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।

৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।

৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।

৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।

৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।

৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org

This post was last modified on অক্টোবর ১৩, ২০২৪ 9:05 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

যেভাবে আপনার স্মার্টফোনে ইন্টারনেটের গতি বাড়াবেন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইন্টারনেট বর্তমানে আমাদের জীবনের সঙ্গে মিশে আছে। ইন্টারনেট ছাড়া আমাদের…

% দিন আগে

বলিউড তারকাদের ‘ডাক নাম’ কেমন ছিলো?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বলিউড তারকাদের প্রকৃত নাম একেকটা ব্র্যান্ড। তবে তাদের ডাক নাম…

% দিন আগে

সিংহের খাঁচায় ঢুকে দেখালেন কেরামতি: সিংহের পিঠে চাপালেন দুই সন্তানকে!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, একটি খাঁচায় শুয়ে বিশ্রাম…

% দিন আগে

নদীতে মাছ ধরার দৃশ্য

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। রবিবার, ১৩ অক্টোবর ২০২৪ খৃস্টাব্দ, ২৮ আশ্বিন ১৪৩১…

% দিন আগে

সকালে খালি পেটে চা খাওয়া কী স্বাস্থ্যের জন্য ভালো?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকেই সকালে উঠেই খালি পেটে চা খান। তবে এতে শরীরের…

% দিন আগে

ইউটিউব: শিশু-কিশোরদের নিরাপত্তায় অভিভাবকদের নজরদারি সুবিধা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আধুনিক যুগে এসে শিশু-কিশোরদের নেট ব্যবহার রোধ করা যাচ্ছে না…

% দিন আগে