Categories: বিনোদন

২০৫ কোটি টাকা ছাড়িয়ে গেছে রজনীকান্তের সিনেমার আয়

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতের দক্ষিণী সিনেমার খ্যাতিমান সুপারস্টার রজনীকান্ত অভিনীত সিনেমা ‘ভেট্টিয়ান’। অ্যাকশন-ড্রামা ঘরানার সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন।

১০ অক্টোবর বিশ্বের ৬ হাজার পর্দায় মুক্তি পায় টি. জে. জ্ঞানভেল পরিচালিত এই সিনেমাটি। মুক্তির প্রথম দিনে বক্স অফিসে বেশ সাড়াও ফেলে দিয়েছে এটি।

এ বছরে তামিল ভাষার বেশ কটি সিনেমা মুক্তি পেয়েছে। মুক্তির প্রথম দিনেই সবচেয়ে বেশি আয় করা সিনেমার তালিকায় ‘ভেট্টিয়ান’-এর অবস্থান হলো দ্বিতীয়। এই তালিকার শীর্ষে অবস্থান করছে থালাপাতি বিজয়ের ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’।

Related Post

আর আয় করেছিল ১০৪ কোটি রুপি। বক্স অফিসে ‘ভেট্টিয়ান’ আয়ের ধারাবাহিকতাও বজায় রেখেছে। দুর্গাপূজার নবমীর দিনেও বজায় রাখে সিনেমাটি।

স্যাকনিল্কের তথ্য অনুসারে, তামিল ভাষার ‘ভেট্টিয়ান’ মুক্তির ৩ দিনেই শুধু ভারতে আয় করেছে ৯৫.৮ কোটি রুপি। আর বিদেশে আয় করেছে ৫০ কোটি রুপি। মুক্তির ৩ দিনে বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১৪৫.৮ কোটি রুপি, বাংলাদেশি মুদ্রায় যা দাড়াচ্ছে ২০৫ কোটি ৬৮ লাখ টাকার বেশি।

উল্লেখ্য, ‘ভেট্টিয়ান’ সিনেমাটিতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন- ফাহাদ ফসিল, রানা দাগ্গুবতি, ঋতিকা সিং, মঞ্জু ওয়ারিয়র, রোহিনী ও রাও রমেশ প্রমুখ। সুভাষ করণ প্রযোজিত এই সিনেমাটি নির্মাণে ব্যয় হয়েছে ৩০০ কোটি রুপি।

>>>>>>>>>>>>>>

ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে

মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।

লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।

১. সাধারণ ডেঙ্গুজ্বর

২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।

সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-

১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।

২. তীব্র মাথাব্যথা হওয়া।

৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।

৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।

৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।

৬. বমি বমি ভাব বা বমি হওয়া।

৭. ত্বকে র‌্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।

রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :

১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।

২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।

এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

অপরদিকে

জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:

১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।

২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।

৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।

৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।

৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।

৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।

৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।

৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org

This post was last modified on অক্টোবর ১৪, ২০২৪ 12:23 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

ক্লাসে এসির ফাঁক গলে বেরিয়ে এলো জ্যান্ত সাপ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নয়ডার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একটি ক্লাসে পড়াচ্ছিলেন এক অধ্যাপক। ক্লাসের…

% দিন আগে

বর্ষায় গ্রামের মানুষগুলোর একমাত্র বাহন নৌকা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শনিবার, ১৯ অক্টোবর ২০২৪ খৃস্টাব্দ, ৩ কার্তিক ১৪৩১…

% দিন আগে

ভেষজের গুণেও কমবে বাতের ব্যথা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যারা বাতের ব্যথায় ভোগেন তারা নিজের বুদ্ধিতে ব্যথার ওষুধ না…

% দিন আগে

যেভাবে হোয়াটসঅ্যাপে ‘লো লাইট মোড’ ব্যবহার করবেন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ হোয়াটসঅ্যাপ সম্প্রতি ভিডিও কলের জন্য ফিল্টারস এবং ব্যাকগ্রাউন্ডস নামে নতুন…

% দিন আগে

শুটিংয়ের সময় ‘টাইটানিক’ সিনেমা ছাড়তে চেয়েছিলেন কেট!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টাইটানিকের কথা সবার মনে আছে। হলিউডের অন্যতম জনপ্রিয় সিনেমা হলো…

% দিন আগে

হামাসের নতুন প্রধান হলেন খালেদ মাশাল

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রধান ইয়াহিয়া সিনওয়ার ইসরায়েলি বাহিনীর…

% দিন আগে