মিডরেঞ্জ বাজেটে ফ্ল্যাগশিপ অভিজ্ঞতা: ইনফিনিক্স নোট ৪০এস

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জনপ্রিয় ট্রেন্ডি প্রযুক্তি ব্যান্ড ইনফিনিক্স বিগত কয়েক বছর ধরেই মিডরেঞ্জের স্মার্টফোনের বাজারে নিজেদের আধিপত্য বাড়িয়েছে। সম্প্রতি বাজারে আসা বাজেটবান্ধব ইনফিনিক্স নোট ৪০এস-এর কার্যকরী সব ফিচার সেই সত্যতা প্রমাণের পাশাপাশি ব্র্যান্ডটিকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে। নতুন এই ডিভাইস ব্যবহারকারীদের দিচ্ছে স্মুথ অভিজ্ঞতাও।

ইনফিনিক্স নোট ৪০এস ডিভাইসের অন্যতম আকর্ষণীয় বৈশিষ্ট্যই হচ্ছে এর ৬.৭৮-ইঞ্চি থ্রিডি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে। ডিভাইসটির কার্ভড এজ ডিজাইন ব্যবহারের সময় ব্যবহারকারীদের দেবে প্রিমিয়াম অনুভূতি। সেইসঙ্গে এর কনটেন্ট কনজাম্পশন ব্যবহারকারীর মনোযোগও আকর্ষণ করে। ডিভাইসটির ২৪৩৬x১০৮০ পিক্সেলের রেজ্যুলেশন ও ১২০ হার্জ রিফ্রেশ রেটের ডিসপ্লে স্ক্রলিংয়ের সময় বিশেষ করে গেমিংয়ের অভিজ্ঞতাকে আরও স্মুথ করে তুলবে। সেইসঙ্গে গেমিংয়ের সময় এর হাই টাচ রেসপন্সিভনেস সুনির্দিষ্ট নিয়ন্ত্রণ নিশ্চিত করে ও নীল আলো নির্গমন ফিচার চোখের ক্লান্তি কমাতে সহায়তা করে।

ইনফিনিক্স নোট ৪০এস শিক্ষার্থী ও ব্যস্ত তরুণ প্রজন্মের চাহিদার বিষয়টি মাথায় রেখেই বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। নিত্যদিন কাজের ক্ষেত্রে সুবিধা দিতে রয়েছে উন্নতমানের চার্জিং প্রযুক্তিও। ২০ ওয়াটের ওয়্যারলেস ম্যাগচার্জ ও ৩৩ ওয়াটের অল-রাউন্ড ফাস্টচার্জ ২.০ রয়েছে এই স্মার্টফোনটিতে।

Related Post

এই ডিভাইসটির ৫০০০ এমএএইচ শক্তিশালী ব্যাটারি সারাদিনের জন্য পর্যাপ্ত ব্যাকআপ নিশ্চিত করবে বলে জানানো হয়েছে।

ক্যামেরার ক্ষেত্রে ফটোপ্রেমীদের জন্য ইনফিনিক্স নোট ৪০এস-এর ক্যামেরা বিশেষ আকর্ষণ নিয়ে এলো। ডিভাইসটি বিশেষ করে জেন জি ব্যবহারকারীদের জন্যই ডিজাইন করা হয়েছে, যারা উচ্চ মানের ভিজ্যুয়াল ও বহুমুখী ফিচার চান। ডিভাইসটির ১০৮ মেগাপিক্সেলের মূল ক্যামেরায় স্পষ্ট এবং ডিটেইলসহ প্রাণবন্ত ছবি নেওয়া যাবে। এর ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স সূক্ষ্ম ক্লোজ-আপ ছবির জন্যই বিশেষভাবে কার্যকর। আর সামনে থাকা ৩২ মেগাপিক্সেলের ক্যামেরায় নিখুঁত এবং উজ্জ্বল সেলফি নিশ্চিত করবে।

এই ডিভাইসটির ক্যামেরায় আরও রয়েছে বিভিন্ন মোড যেমন- সুপার নাইট, স্লো মোশন ও টাইম-ল্যাপস, যা দিন কিংবা রাত যে কোন পরিবেশে চমৎকার ছবি এবং ভিডিও ধারণ করতে পারে। এই বৈচিত্র্য ও ইমেজ কোয়ালিটি ইনফিনিক্স নোট ৪০এস-কে কনটেন্ট ক্রিয়েটর ও টেক স্যাভি ইউজারদের কাছে বেশ জনপ্রিয়তাও পেয়েছে।

শক্তিশালী মিডিয়াটেক হেলিও জি৯৯ আলটিমেট চিপসেট ইনফিনিক্স নোট ৪০এস ফোনটিকে দেয় অসাধারণ গতি এবং স্মুথ পারফরম্যান্স। যে কারণে ল্যাগ ছাড়াই মাল্টিটাস্কিং ও উচ্চ গতির অ্যাপ ব্যবহার করা যায়। এই ডিভাইসটিতে ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ব্যবস্থা রয়েছে, যা ব্যবহারকারীদের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত জায়গাও দেয়। অ্যান্ড্রয়েড ১৪ এর সর্বশেষ এক্সওএস ১৪ স্কিনের সঙ্গে চালিত, এর ইন্টারফেস কাস্টমাইজও করা যায়। দীর্ঘমেয়াদি কার্যকারিতা নিশ্চিত করার জন্য ইনফিনিক্স ২ বছর পর্যন্ত অ্যান্ড্রয়েড আপডেট ও ৩৬ মাসের সিকিউরিটি প্যাচেরও নিশ্চয়তা দেওয়া হচ্ছে।

ব্যবহারকারীদের মতামত অনুসারে, ইনফিনিক্স নোট ৪০এস সুবিধা এবং টেকসইতার মধ্যে কোনো কম্প্রোমাইজ করে না। এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং আইপি৫৪ ডাস্ট ও স্প্ল্যাশ প্রতিরোধ ক্ষমতা রয়েছে, যা প্রতিদিনের ব্যবহারের জন্য নিরাপত্তা এবং টেকসইতা নিশ্চিত করে। প্রযুক্তি প্রেমীদের জন্য নতুন ডিভাইসটি একটি শক্তিশালী এবং নির্ভরযোগ্য পছন্দ হিসেবে বিবেচিত হচ্ছে।

>>>>>>>>>>>>>>

ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে

মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।

লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।

১. সাধারণ ডেঙ্গুজ্বর

২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।

সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-

১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।

২. তীব্র মাথাব্যথা হওয়া।

৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।

৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।

৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।

৬. বমি বমি ভাব বা বমি হওয়া।

৭. ত্বকে র‌্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।

রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :

১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।

২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।

এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

অপরদিকে

জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:

১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।

২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।

৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।

৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।

৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।

৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।

৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।

৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org

This post was last modified on অক্টোবর ২০, ২০২৪ 3:05 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

বিশেষজ্ঞ মতামত: দিনে কতো কিলোমিটার হাঁটলে শরীর সুস্থ-সবল থাকবে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অযথায় শুধুমাত্র হাঁটলেই কোনও লাভ পাবেন না। বরং দূরত্ব মেপে…

% দিন আগে

শিক্ষার্থীদের সৃজনশীলতার বিকাশে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, শিল্পকলা ও গণিত (স্টিম) বিষয়ক কার্নিভাল

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সম্প্রতি শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, শিল্পকলা এবং গণিত (স্টিম)…

% দিন আগে

পূর্ণিমা-শ্রাবন্তীর সঙ্গে দুবাই যাচ্ছেন শাকিব খান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দুবাই হলো বিনোদন জগতের তারকাদের একটি মিলন মেলা। সেখানে নানা…

% দিন আগে

আমরাই আমাদের সিদ্ধান্ত নিতে পারি: ট্রাম্পকে নেতানিয়াহু

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন যে, ইসরায়েলের স্বার্থ রক্ষায় আমরাই…

% দিন আগে

প্রচারে গতি আনতে বন্ধুর স্ত্রী-কন্যাদের ‘ধার’ করলেন এক রাজনীতিবিদ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ডেরিক একজন প্রাক্তন সেনা। ভার্জিনিয়ার একটি জেলার আসনে রিপাবলিকান দলের…

% দিন আগে

অসম্ভব সুন্দর এক প্রাকৃতিক দৃশ্য

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। সোমবার, ২১ অক্টোবর ২০২৪ খৃস্টাব্দ, ৫ কার্তিক ১৪৩১…

% দিন আগে