রাজধানী মস্কোসহ রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ রাশিয়ার রাজধানী মস্কো ও দেশটির পশ্চিমাঞ্চলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে শনিবার রাত থেকে ভয়াবহ ড্রোন হামলা শুরু করে ইউক্রেন।

রবিবার ভোরে রাশিয়ার আঞ্চলিক কর্মকর্তারা এই তথ্য দিয়েছেন। তাৎক্ষণিকভাবে এইসব হামলায় হতাহতের কোনো খবর এখনও পাওয়া যায়নি।

আরব নিউজের খবরে বলা হয়, রাশিয়ার রাজধানী মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন টেলিগ্রাম মেসেজিং অ্যাপে বলেছেন যে, রুশ বিমান-প্রতিরক্ষা ইউনিটগুলো মস্কোর দিকে উড়ে যাওয়া একটি ড্রোন ইতিমধ্যেই ধ্বংস করেছে।

Related Post

প্রাথমিক তথ্য অনুযায়ী জানা যায়, মস্কো অঞ্চলের রামেনস্কি জেলায় যেখানে ড্রোনটির ধ্বংসাবশেষ পড়ে রয়েছে, সেখানে কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের ঘটনায় ঘটেনি।

তবে ড্রোনের ধ্বংসাবশেষ থেকে দক্ষিণ-পশ্চিম রাশিয়ার লিপেটস্ক অঞ্চলে বেশ কয়েকটি স্থানে আগুন ধরে গেছে বলে ওই অঞ্চলের গভর্নর টেলিগ্রামে একথা বলেছেন। তিনি আরও বলেন, এই ঘটনায় এখন পর্যন্ত কোনো আহতের খবর পাওয়া যায়নি।

অপরদিকে, এর কয়েক ঘন্টা পূর্বে কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো টেলিগ্রাম মেসেজিং অ্যাপে বলেছিলেন যে, ইউক্রেনের বিমান-প্রতিরক্ষা ইউনিটগুলো রাশিয়ার নতুন বিমান হামলা প্রতিহত করার চেষ্টা করছে। আপনারা নিরাপদ আশ্রয়েই থাকুন।

রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় ব্রায়ানস্ক ও ওরিওল অঞ্চলের গভর্নররাও জানিয়েছেন যে, রুশ বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো সেখানে বেশ কয়েকটি ড্রোন ধ্বংস করেছে।

অবশ্য ইউক্রেনের পক্ষ হতে তাৎক্ষণিক কোনো মন্তব্যই পাওয়া যায়নি। কিয়েভ অতীতে প্রায়শই বলেছে, রাশিয়ায় তাদের হামলা হচ্ছে ইউক্রেনে মস্কোর অব্যাহত বিমান হামলার প্রতিক্রিয়া হিসেবে।

>>>>>>>>>>>>>>

ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে

মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।

লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।

১. সাধারণ ডেঙ্গুজ্বর

২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।

সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-

১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।

২. তীব্র মাথাব্যথা হওয়া।

৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।

৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।

৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।

৬. বমি বমি ভাব বা বমি হওয়া।

৭. ত্বকে র‌্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।

রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :

১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।

২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।

এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

অপরদিকে

জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:

১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।

২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।

৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।

৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।

৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।

৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।

৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।

৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org

This post was last modified on অক্টোবর ২০, ২০২৪ 11:01 পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

শাকিবের ‘তুফান’ সিনেমা মুক্তি পাচ্ছে উর্দু ভাষায়!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ তুফান নিয়ে নতুন করে বলার কিছু নেই। দেশের মাটিতে ব্যাপক…

% দিন আগে

এক শতাব্দী পর হদিস পাওয়া গেলো ব্রিটিশ পর্বতারোহীর জুতোর!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এক শতাব্দী পর হদিস পাওয়া গেলো জুতোসমেত পায়ের অংশ! এভারেস্টের…

% দিন আগে

গ্রামের ছেলে-মেয়েদের পুকুরে গোসল

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। রবিবার, ২০ অক্টোবর ২০২৪ খৃস্টাব্দ, ৪ কার্তিক ১৪৩১…

% দিন আগে

পুষ্টিবিদ যা জানালেন: সুগার, প্রেশার, কোলেস্টেরল, কোষ্ঠকাঠিন্য এবং গ্যাসে কী খাবেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যাদের সুগার, প্রেশার, কোলেস্টেরল, কোষ্ঠকাঠিন্য কিংবা গ্যাস, অ্যাসিডিটি রয়েছে? তারা…

% দিন আগে

যেভাবে ইউটিউব ভিডিওর একটি নির্দিষ্ট অংশ অন্যদের পাঠাবেন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রযুক্তির প্রসার যতো ঘটছে সর্বক্ষেত্রেই মানুষের বহুবিধ চাহিদাও বাড়ছে। বিশেষ…

% দিন আগে

২০৫ কোটি টাকা ছাড়িয়ে গেছে রজনীকান্তের সিনেমার আয়

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতের দক্ষিণী সিনেমার খ্যাতিমান সুপারস্টার রজনীকান্ত অভিনীত সিনেমা ‘ভেট্টিয়ান’। অ্যাকশন-ড্রামা…

% দিন আগে