দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাধারণত দেখা যায় বলিউডে সকালে কোনো ছবির জন্য নায়িকার নাম প্রকাশ্যে এলেই, বিকেলেই তাতে বদল চলে আসে। আরব সাগরে যতোটা ঢেউয়ের ওঠাপড়া তার থেকেও তিনগুণ ওঠাপড়া এই বলিপাড়ায়।
যেমন ধরুন ‘ধুম ৪’-এর কথাই। মাত্র দুই দিন আগেও শোনা গিয়েছিল, রণবীর কাপুরের বিপরীতে এই ছবিতে দেখা যেতে পারে শ্রদ্ধা কাপুরকে। ‘তু ঝুটি ম্যায় মাক্কার’ ছবিতে তাদের রসায়ন দর্শকের পছন্দও হয়েছিল। যে কারণে, দ্বিতীয়বার তাদের জুটি বাঁধার সম্ভাবনা তৈরি হতেই দুই তারকার অনুরাগীরা ভিষণ খুশি।
মাত্র দু’দিন পার হতে না হতেই জল্পনা, ছবির অভিনেতাদের তালিকায় নাকি বড় ধরনের বদল আসছে। শ্রদ্ধা নাও থাকতে পারেন। পরিবর্তে কিয়ারা আদভানি ও শর্বরী ওয়াগের নামও শোনা যাচ্ছে। এদের একজন পুলিশ আধিকারিকের ভূমিকায় অভিনয় করবেন ও একজন দাপুটে খলনায়িকার ভূমিকায়। অর্থাৎ তিনিই রণবীরের বিপরীতে অভিনয় করবেন। এবার কোন নায়িকার ভাগ্যের শিকে ছিঁড়বে তাই নিয়েও জোর জল্পনা শুরু। যদিও এই বিষয়ে এখনও কোনো ঘোষণা হয়নি নির্মাতার তরফ হতে।
অপরদিকে চুলের ছাঁদ বদলে রণবীরের নতুন লুক রীতিমতো হইচই ফেলে দিয়েছে নেটমাধ্যমে। ক্রু কাটে আরও ধারালো দেখাচ্ছে এই অভিনেতাকে। কানে হিরের স্টাড ও চোখে রোদচশমা— সব মিলিয়ে নায়ক তার আগামী ছবির জন্য একেবারে প্রস্তুত।
>>>>>>>>>>>>>>
মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।
লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।
১. সাধারণ ডেঙ্গুজ্বর
২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।
সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-
১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।
২. তীব্র মাথাব্যথা হওয়া।
৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।
৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।
৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।
৬. বমি বমি ভাব বা বমি হওয়া।
৭. ত্বকে র্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।
রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :
১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।
২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।
এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
অপরদিকে
জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।
ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:
১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।
২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।
৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।
৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।
৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।
৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।
৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।
৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org
This post was last modified on অক্টোবর ২৯, ২০২৪ 9:57 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইয়েমেনের আল-হুদায়দাহ বিমানবন্দরে মাত্র এক ঘণ্টার ব্যবধানে দুইবার বিমান হামলা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দেখেই যে কারও গা শিউরে উঠবে। বিরাট আকারের সাপ গলায়…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ১ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ১৬ কার্তিক ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাইরাল ফিভারে আক্রান্ত হওয়ার পর কোন কোন ওষুধ আপনি খাবেন?…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সম্প্রতি রাজধানী ঢাকার গুলশানে ব্যাংকটির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত ৫০১তম পরিচালনা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মুক্তির মাত্র ১ দিন বাকি থাকতেই বলিউডের ‘ভুলভুলাইয়া ৩’ ও…