ইসরায়েলি হামলায় ইরানের পারমাণবিক স্থাপনার কোনো রকম ক্ষতি হয়নি: জাতিসংঘ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে গতকাল (শনিবার) হামলা চালিয়েছে ইসরায়েল। এদিন ভোরে এই হামলা চালায়। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যেই ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এই হামলা চালালো।

ইরান জানিয়েছে যে, তেহরান, খুজেস্তান এবং ইলাম প্রদেশে কয়েকটি ঘাঁটিতে হামলা হয়। তবে ইসরায়েলি এই হামলায় ইরানের পারমাণবিক স্থাপনার কোনো রকম ক্ষতি হয়নি বলে জানিয়েছে জাতিসংঘ।

রবিবার (২৭ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য দিয়েছে বার্তাসংস্থা এএফপি। প্রতিবেদনে বলা হয়, ইরানের সামরিক স্থাপনায় চির প্রতিদ্বন্দ্বী ইসরায়েলের মারাত্মক বিমান হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচিতে প্রভাবিত হয়নি বলে শনিবার জাতিসংঘের পারমাণবিক শক্তি পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে।

Related Post

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) ‘র মহাপরিচালক রাফায়েল গ্রোসি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে বলেছেন যে, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর কোনো ক্ষতি হয়নি। এই সময় তিনি পরমাণু ও অন্যান্য তেজস্ক্রিয় পদার্থের সুরক্ষা ও নিরাপত্তাকে বিপন্ন করতে পারে এমন কর্মকাণ্ড হতে বিরত থাকার আহ্বান জানান।

ইতিপূর্বে ইসরায়েলি ডিফেন্স ফোর্স কিংবা আইডিএফ জানায়, তারা ইরানের ‘সামরিক স্থাপনাতে সুনির্দিষ্ট হামলা’ চালিয়েছে। ‘কয়েক মাস ধরে ইরানের ধারাবাহিক হামলা’র জবাবে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে তারা। অপরদিকে হোয়াইট হাউস বলছে ‘আত্মরক্ষার’ অংশ হিসেবেই ইরানে এই হামলা করেছে ইসরায়েল।

>>>>>>>>>>>>>>

ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে

মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।

লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।

১. সাধারণ ডেঙ্গুজ্বর

২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।

সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-

১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।

২. তীব্র মাথাব্যথা হওয়া।

৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।

৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।

৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।

৬. বমি বমি ভাব বা বমি হওয়া।

৭. ত্বকে র‌্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।

রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :

১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।

২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।

এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

অপরদিকে

জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:

১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।

২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।

৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।

৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।

৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।

৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।

৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।

৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org

This post was last modified on অক্টোবর ২৭, ২০২৪ 11:13 পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

অভিনয়ে আসছেন অভিষেকের কন্যা সাইনা চ্যাটার্জি ডল

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অভিনয়ে পা রাখতে চলেছেন ভারতীয় বাংলা সিনেমার দর্শকপ্রিয় প্রয়াত অভিনেতা…

% দিন আগে

ঝাঁ-চকচকে হোটেল ভোল বদলে বিশ্বের সবচেয়ে বড় আবাসনটিতে থাকেন ২০ হাজার বাসিন্দা!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইংরেজি ‘এস’ আকৃতির বিশাল ঝাঁ-চকচকে একটি বিশাল ইমারত। দূর থেকে…

% দিন আগে

নৌকায় গ্রামের মেয়ে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। রবিবার, ২৭ অক্টোবর ২০২৪ খৃস্টাব্দ, ১১ কার্তিক ১৪৩১…

% দিন আগে

ঘুম থেকে উঠেই ফোন ঘাঁটাঘাঁটি! শরীর এবং মনের কী ক্ষতি হতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেক সময় দেখা যায় কেও কেও ঘুম থেকে উঠেই মোবাইলের…

% দিন আগে

হোয়াটসঅ্যাপে অডিও-ভিডিও কলের লিঙ্ক শেয়ার করবেন যেভাবে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিশ্বের সেরা ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মগুলোর মধ্যে অন্যতম প্ল্যাটফর্ম হলো হোয়াটসঅ্যাপ।…

% দিন আগে

ঐশ্বরিয়াকে নিয়ে নানা খবর

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঐশ্বরিয়া রাই বচ্চন, সাবেক বিশ্বসুন্দরী। বলিউডেরও একসময়ের শীর্ষ অভিনেত্রীও ছিলেন…

% দিন আগে