বেসিস নেতৃত্বে পরিবর্তন: সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বেসিস-এর নতুন সভাপতি হলেন এম রাশিদুল হাসান এবং জ্যেষ্ঠ সহ-সভাপতি হয়েছেন মোস্তাফিজুর রহমান সোহেল। সম্প্রতি সভাপতির পদ থেকে জনাব রাসেল টি আহমেদ এবং সহ-সভাপতি (অর্থ) পদ থেকে জনাব ইকবাল আহমেদ ফখরুল হাসান পদত্যাগ করলে এই দুটি পদ শূন্য হয়।

গতকাল (বুধবার, ৩০ অক্টোবর ২০২৪) অনুষ্ঠিত বেসিস নির্বাহী পরিষদের জরুরি সভায় (৩৩২তম সভা) বর্তমান নির্বাহী পরিষদ (২০২৪-২৬) সদস্যগণের মধ্য থেকে জ্যেষ্ঠ সহ-সভাপতি জনাব এম রাশিদুল হাসানকে সভাপতি পদে, পরিচালক জনাব মো. মোস্তাফিজুর রহমান সোহেলকে জ্যেষ্ঠ সহ-সভাপতি পদে এবং পরিচালক জনাব এম আসিফ রহমানকে সহ-সভাপতি (অর্থ) পদে নির্বাচিত করা হয়েছে।

সদস্যদের ভোটে নির্বাচিত নির্বাহী পরিষদ সদস্যদের বাইরে আপাতত কাউকে কো-অপ্ট ছাড়াই সকল কার্যক্রম যথারীতি পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বেসিস নির্বাহী পরিষদ।

Related Post

উল্লেখ্য, বেসিস নির্বাহী পরিষদ গত ২০ অক্টোবর ২০২৪ তারিখে ১) বেসিস সংঘবিধি সংশোধন ও সংস্কার কাজগুলো সম্পন্ন করে প্রয়োজনে মধ্যবর্তী নির্বাচন আয়োজন করে দায়িত্ব হস্তান্তর করা উচিত? নাকি ২) নির্বাহী কমিটি সদস্যরা একযোগে পদত্যাগ করা উচিত? এ বিষয়ে সদস্যদের মতামত চেয়ে একটি অটোমেটেড ভোটিং এর উদ্যোগ নেয়। এতে অংশ নেওয়া ৫৯৪ জন সদস্যের মধ্যে ৭৭.২৭% সংস্কার কাজগুলো মেম্বারদের সাথে নিয়ে সম্পন্ন করে নির্বাচন আয়োজনের” পক্ষে মতামত দিয়েছেন এবং ২২.৭২% মতামত দেন “বর্তমান ইসির এখনই পদত্যাগ করা উচিত” এর পক্ষে।

সদস্যদের মতামতের ভিত্তিতে বেসিসের নিয়মিত কার্যক্রম ও এর সদস্যদের স্বার্থরক্ষায় প্রতিশ্রুত সংস্কার কাজগুলো সাধ্যমতো সম্পন্ন করে আগামী ৬ (ছয়) মাসের মধ্যে একটি নির্বাচনের মাধ্যমে নির্বাহী পরিষদের দায়িত্ব হস্তান্তরের বিষয়ে একমত হয়েছে বর্তমান নির্বাহী পরিষদ। চলমান বেসিস সংঘবিধি সংশোধন, বেসিস মেম্বারশীপ অডিট এবং সদস্য সুরক্ষাসহ অতি প্রয়োজনীয় এবং জরুরি সংস্কার কাজ আগামী জানুয়ারি ২০২৫ মাসের মধ্যে এজিএমে/ইজিএম-এর পর এপ্রিল ২০২৫-এর মধ্যে নির্বাচন অনুষ্ঠানের একটি সম্ভাব্য রোডম্যাপও ঘোষণা করেছে বেসিস।

সফটওয়্যার ও আইটি পরিষেবা খাতের প্রকৃত উন্নয়ন ও বিকাশের লক্ষ্যে প্রয়োজনীয় জরুরি সংস্কারমূলক কাজ সুষ্ঠুভাবে সম্পাদন ও দেশে-বিদেশে বেসিস-এর সুনাম ও ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে বর্তমান নির্বাহী পরিষদকে সবরকম সহযোগিতা দিতে সদস্য এবং অংশীজনদের প্রতি আহ্বান জানিয়েছে বেসিস নেতৃবৃন্দ।

সভাপতির পরিচিতি

এম রশিদুল হাসান বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের একজন অগ্রণী ব্যক্তিত্ব। তিন দশকেরও বেশি সময় ধরে এ খাতে তিনি প্রশংসনীয় অবদান রেখে চলেছেন। ২০০১ সালে তিনি সিসটেক ডিজিটাল লিমিটেড প্রতিষ্ঠা করেন, বর্তমানে তিনি এর প্রধান নির্বাহী কর্মকর্তা। এছাড়াও তিনি সিসটেক ডিজিটাল জাপান ইনক, সিসটেক ডিজিটাল ইউকে লিমিটেড এর মতো প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। ২০ বছরেরও অধিক সময় ধরে তিনি বেসিসের বাইরে এবং ভিতরে থেকে ইন্ডাস্ট্রি উন্নয়নে সময় দিচ্ছেন। বেসিসে তিনি জয়েন্ট সেক্রেটারি জেনারেল, ভাইস প্রেসিডেন্ট ও সিনিয়র ভাইস প্রেসিডেন্টসহ বিভিন্ন পদে একাধিক মেয়াদে দায়িত্ব পালন করেছেন। তিনি বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস, সফটএক্সপো, এপিকটা অ্যাওয়ার্ডস ঢাকা, ডিজিটাল ওয়ার্ল্ড কনফারেন্স এবং ডেভেলপার কনফারেন্স সফলভাবে আয়োজন করেছেন। তিনি আইটি রপ্তানিতে ক্যাশ ইনসেনটিভ এবং কর অব্যাহতি প্রবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা, ব্লকচেইন, আইওটি এবং ক্লাউড কম্পিউটিং-এর মতো অত্যাধুনিক প্রযুক্তিতে মনোনিবেশ করছেন এবং বাংলাদেশের ২,৬০০+ তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানকে বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষম
করার জন্য কাজ করছেন।

জ্যেষ্ঠ সহ-সভাপতির পরিচিতি

মোস্তাফিজুর রহমান সোহেল বাংলাদেশের একজন সুপরিচিত আইসিটি উদ্যোক্তা। প্রযুক্তি, অর্থনীতি এবং ব্যবস্থাপনার ক্ষেত্রে দুই দশকের অভিজ্ঞতাসম্পন্ন সোহেল বিভিন্ন দেশে সফটওয়্যার ব্যবসার সঙ্গে জড়িত। তার ক্যারিয়ারে তিনি DreamApps ERP, ERM Anywhere, ERP in a Box ইত্যাদি পণ্যের উন্নয়ন ও বাণিজ্যিকীকরণে ভূমিকা রেখেছেন। তিনি বাংলাদেশে প্রথমবারের মতো ডিজিটাল কমার্স নীতিমালা প্রণয়নে বেসরকারি খাতকে নেতৃত্ব দিয়েছেন। তিনি বেসিস-এর ২০১৪-১৬ সালের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ২০১৬-১৮ ও ২০২২-২৩ মেয়াদে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সোহেল জেসিআই বাংলাদেশ এর সাবেক জাতীয় সভাপতি এবং জেসিআই ইন্টারন্যাশনাল এর একজন সন্মানিত সিনেট সদস্য। তিনি ঢাকা রেডিয়েন্ট রোটারি ক্লাবের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট হিসেবেও সম্মানিত।

খবর সংবাদ বিজ্ঞপ্তির।

>>>>>>>>>>>>>>

ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে

মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।

লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।

১. সাধারণ ডেঙ্গুজ্বর

২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।

সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-

১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।

২. তীব্র মাথাব্যথা হওয়া।

৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।

৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।

৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।

৬. বমি বমি ভাব বা বমি হওয়া।

৭. ত্বকে র‌্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।

রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :

১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।

২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।

এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

অপরদিকে

জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:

১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।

২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।

৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।

৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।

৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।

৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।

৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।

৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org

This post was last modified on অক্টোবর ৩১, ২০২৪ 3:06 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

সাফজয়ী বীরকন্যারা দেশে ফিরলেন: বিমানবন্দরে ফুল দিয়ে অভ্যর্থনা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ তিনটার দিকে হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন বাংলাদেশ নারী…

% দিন আগে

নেতানিয়াহুকে হত্যা করবে একজন ইসরায়েলি- হিজবুল্লাহপ্রধান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ হিজবুল্লাহ প্রধান হিসেবে নিয়োগ পাওয়ার পর প্রথম ভাষণেই ইসরায়েলের প্রধানমন্ত্রী…

% দিন আগে

জামার সঙ্গে ঝুলছে মোবাইল ক্যালকুলেটর! শিল্পপতির স্ত্রী নজর কাড়লেন বিচিত্র পোশাকে!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এটি মূলত ইটালির ফ্যাশন সংস্থার পোশাক। পোশাকের মধ্যে কোথাও লেগে…

% দিন আগে

অসাধারণ এক প্রাকৃতিক দৃশ্য

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪ খৃস্টাব্দ, ১৫ কার্তিক ১৪৩১…

% দিন আগে

বিএমআই-এর দিন শেষ: বিআরআই পদ্ধতিতে ওজন বেশি-কমের হিসেব করুন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ওজনের কম-বেশি ধরার জন্য এতোদিন বিএমআই (BMI) পদ্ধতিতে মাপা হতো।…

% দিন আগে

স্যামসাংয়ের নতুন ফ্যান এডিশন: কী কী করা যাবে এআই দিয়ে!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্যামসাংয়ের ফ্যান এডিশন (এফই) নিয়ে আবারও শুরু হয়েছে ফিসফাস—ফ্যানদের জন্য…

% দিন আগে