ইয়েমেনে ১ ঘণ্টার ব্যবধানে দুইবার মার্কিন বিমান হামলা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইয়েমেনের আল-হুদায়দাহ বিমানবন্দরে মাত্র এক ঘণ্টার ব্যবধানে দুইবার বিমান হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ৩০ অক্টোবর রাতে দফায় দফায় বিমান হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার ঘনিষ্ট মিত্র যুক্তরাজ্য।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দেশটির বিদ্রোহী গোষ্ঠী হুথি এক বিবৃতিতে এই তথ্য দিয়েছে। ওই বিবৃতিতে বলা হয়, মার্কিন এবং ব্রিটিশ যুদ্ধবিমানগুলো ১ ঘণ্টায় ব্যবধানে দুইবার বোমাবর্ষণ করে ইয়েমেনে। -খবর আনাদোলুর।

হুথি পরিচালিত গণমাধ্যম আল-মাশিরাহ টিভি জানিয়েছে, বুধবার রাতে ইসরায়েলের দুই মিত্রদেশ মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের যুদ্ধবিমান পশ্চিম ইয়েমেনের আল হুদায়দাহ প্রদেশে নতুন করে বিমান হামলা চালায়।

Related Post

প্রথমেই তারা আল-হাওয়াক জেলায় বিমান হামলা করে। এরপর তারা আল-হুদায়দাহ বিমানবন্দরে হামলা করে। তবে এই হামলায় হতাহতের কিংবা ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত কিছুই জানানো হয়নি।

এই হামলার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা যুক্তরাজ্যের পক্ষ হতে কোনো মন্তব্যও পাওয়া যায়নি। আল হুদায়দাহ প্রদেশে ৩টি গুরুত্বপূর্ণ বন্দর ও একটি দীর্ঘ উপকূল রয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের শুরু হতে মার্কিন নেতৃত্বাধীন জোট হুথিদের লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালাচ্ছে। হুথিরা লোহিত সাগর এবং এডেন সাগরে ইসায়েলি জাহাজ এবং ইসরায়েলি মালিকানাধীন জাহাজে হামলা করে। গাজার নিপীড়িত ফিলিস্তিনিদের ওপর বর্বরতা বন্ধ না করা পর্যন্ত ইসরায়েলি জাহাজে হামলা চলবে বলেও হুমকি দিয়ে রেখেছে ইয়েমেনের এই সশস্ত্র সংগঠন হুথিরা।

>>>>>>>>>>>>>>

ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে

মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।

লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।

১. সাধারণ ডেঙ্গুজ্বর

২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।

সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-

১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।

২. তীব্র মাথাব্যথা হওয়া।

৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।

৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।

৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।

৬. বমি বমি ভাব বা বমি হওয়া।

৭. ত্বকে র‌্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।

রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :

১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।

২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।

এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

অপরদিকে

জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:

১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।

২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।

৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।

৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।

৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।

৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।

৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।

৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org

This post was last modified on অক্টোবর ৩১, ২০২৪ 5:48 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

সাপ গলায় জড়িয়ে খিলখিলিয়ে হাসি কিশোরীর!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দেখেই যে কারও গা শিউরে উঠবে। বিরাট আকারের সাপ গলায়…

% দিন আগে

পঞ্চগড়ের ঐতিবাহী মির্জাপুর শাহী মসজিদ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ১ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ১৬ কার্তিক ১৪৩১…

% দিন আগে

বদলে যাওয়া আবহাওয়ায় জ্বর? দ্রুত সেরে উঠতে মেনে চলুন চিকিৎসকের কয়েকটি পরামর্শ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাইরাল ফিভারে আক্রান্ত হওয়ার পর কোন কোন ওষুধ আপনি খাবেন?…

% দিন আগে

ইউসিবি ৫০১তম পর্ষদ সভা অনুষ্ঠিত: ৩২% বৃদ্ধি পেয়ে তৃতীয় প্রান্তিক শেষে কর পরবর্তী নিট মুনাফা ২৬২ কোটি

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সম্প্রতি রাজধানী ঢাকার গুলশানে ব্যাংকটির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত ৫০১তম পরিচালনা…

% দিন আগে

মুক্তির আগের দিনই সৌদিতে নিষিদ্ধ হলো বলিউডের দুই সিনেমা!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মুক্তির মাত্র ১ দিন বাকি থাকতেই বলিউডের ‘ভুলভুলাইয়া ৩’ ও…

% দিন আগে

সাফজয়ী বীরকন্যারা দেশে ফিরলেন: বিমানবন্দরে ফুল দিয়ে অভ্যর্থনা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ তিনটার দিকে হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন বাংলাদেশ নারী…

% দিন আগে