Categories: বিনোদন

‘প্রিয় মালতী’ বাংলাদেশে মুক্তি ৮ নভেম্বর: এবার মেহজাবীনের যাত্রা মিশরে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দর্শকনন্দিত অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ক্যারিয়ারে অসংখ্য নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকের মন জয় করে নিয়েছেন তিনি। বর্তমানে নাটকের গণ্ডি পেরিয়ে ওটিটি-সিনেমায় কাজ করছেন এই অভিনেত্রী। এবার মেহজাবীনের যাত্রা মিশরে। তার সিনেমার নাম ‘প্রিয় মালতী’।

একের পর এক ভিন্নধর্মী গল্প ও চরিত্রে পর্দায় নিজেকে মেলে ধরছেন অভিনেত্রী মেহজাবীন। তা নিয়ে ঘুরে-বেড়াচ্ছেন নানা দেশে। এবার মেহজাবীন অভিনয় করছেন সিনেমায়। তার এই সিনেমা ‘প্রিয় মালতী’ নিয়েই তার যাত্রা মিশরে।

গত মাসেই নিজের প্রথম সিনেমা ‘সাবা’ নিয়ে টরন্টো হয়ে কোরিয়ার বুসান উৎসব হতে ফিরলেন তিনি। সেই রেশ না কাটতে মিশরে যাওয়ার ঘোষণা দিয়েছেন এই অভিনেত্রী।

Related Post

জানা যায়, আগামী ১৩ হতে ২২ নভেম্বর মিশরে বসতে যাচ্ছে আফ্রিকা ও আরব বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ‘কায়রো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’র ৪৫তম আসর। এই উৎসবে বিশ্বের নামীদামী নির্মাতা, প্রযোজক-শিল্পীদের সঙ্গে ‘প্রিয় মালতী’ নিয়ে অংশ নেবেন মেহজাবীন।

সম্মানজনক এই উৎসবের ওয়ার্ল্ড সিনেমা বিভাগে অফিশিয়ালি চূড়ান্ত হয়েছে এই অভিনেত্রীর সিনেমাটি। ইংরেজিতে যার নাম ‘হুইসপারস অব আ থ্রাস্টি রিভার’। সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্যটি নিশ্চিত করে উৎসব কর্তৃপক্ষ। সেইসঙ্গে নিজের ফেসবুকে বিষয়টি জানিয়েছেন মেহজাবীন।

আবু সাইদ রানার সঙ্গে যৌথভাবে ‘প্রিয় মালতী’র চিত্রনাট্য তৈরি ও সিনেমাটি নির্মাণও করেছেন শঙ্খ দাসগুপ্ত। এতে মালতী চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী মেহজাবীন।

>>>>>>>>>>>>>>

ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে

মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।

লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।

১. সাধারণ ডেঙ্গুজ্বর

২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।

সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-

১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।

২. তীব্র মাথাব্যথা হওয়া।

৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।

৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।

৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।

৬. বমি বমি ভাব বা বমি হওয়া।

৭. ত্বকে র‌্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।

রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :

১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।

২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।

এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

অপরদিকে

জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:

১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।

২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।

৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।

৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।

৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।

৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।

৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।

৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org

This post was last modified on নভেম্বর ৬, ২০২৪ 5:24 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

কয়েকটি পানীয় ওজন কমানোর জন্য সাপ্লিমেন্টের কাজ করবে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ একদিনে কিন্তু ওজন কমানো সম্ভব নয়। দিনের পর দিন জিমে…

% দিন আগে

গোল্ড কিনেন বাংলাদেশে প্রথমবারের মতো নিয়ে এলো প্রতিমাসে সহজে গোল্ড সঞ্চয়ের পরিষেবা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গোল্ড সঞ্চয়কে সবার জন্য আরও সহজ, স্বাচ্ছন্দ্যময় এবং ঝামেলাহীন করতে…

% দিন আগে

সিটিসেল আবারও ২৫ পয়সা কলরেটে ফিরছে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশের প্রথম সিডিএমএ প্রযুক্তি ব্যবহারকারী মোবাইলফোন অপারেটর সিটিসেল আবারও সাশ্রয়ী…

% দিন আগে

বলিউডে আসছে নতুন জুটি সারা আলী খান ও সিদ্ধার্থ মালহোত্রা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এই প্রথমবারের মতো জুটি হয়ে পর্দায় আসতে যাচ্ছেন বলিউডের দুই…

% দিন আগে

ইসরায়েলকে গাজায় হামলা বন্ধ করতে বলেছে সৌদি

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা এবং লেবাননে গণহত্যা চালানোর ঘটনায় বর্বর ইসরায়েলের…

% দিন আগে

রন্ধনপ্রণালী অস্বাস্থ্যকর ও নোংরা: এমন মন্তব্য করে সেই খাবারই চেটেপুটে খেলেন এক চীনা তরুণী!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সম্প্রতি ভাইরাল এক ভিডিওতে দেখা গিয়েছে, একটি রাস্তার ধারে ভারতীয়…

% দিন আগে