কুমিরের সঙ্গে লড়াই করে বোনকে বাঁচানো ব্রিটিশ তরুণী পেলেন রাজকীয় পদক!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কুমিরের মুখে ঘুষি মেরে নিজের যমজ বোনকে বাঁচানো ব্রিটিশ তরুণীকে কিংস গ্যালান্ট্রি মেডেলে ভূষিত করা হলো।

বিবিসির খবরে জানা যায়, যুক্তরাজ্যের স্যান্ডহার্স্টের বাসিন্দা ৩১ বছর বয়সী জর্জিয়া লরি তার জমজ বোন মেলিসা লরির সঙ্গে ২০২১ সালের জুন মাসে মেক্সিকোতে ছুটি কাটাতে যান। ওই সময় দুই বোন পুয়ের্তো এস্কোনিডোর এক সৈকতে সাঁতার কাটছিলেন। জর্জিয়া হঠাৎ দেখেন যে, মেলিসাকে একটি কুমির টেনে নিয়ে যাচ্ছে। সেই সময় বোনকে ছাড়ানোর জন্য কুমিরটির মাথায় ঘুষি মারতে শুরু করেন জর্জিয়া।

এক পর্যায়ে কুমিরের মুখ থেকে বোনকে ছুটিয়ে নৌকা পর্যন্ত নিয়ে যেতে সক্ষম হয়েছিলেন জর্জিয়া। তারপর দুইজনকেই নিয়ে যাওয়া হয় পাশ্ববর্তী এক হাসপাতালে। জর্জিয়া হাতে গুরুতর আঘাত পান। অপরদিকে গুরুতর আহত মেলিসা তখন কোমায় চলে যান।

Related Post

জর্জিয়া বলেন, ‘আমি নিজেকে সত্যিই সৌভাগ্যবান মনে করছি। এটি আমার কাছে ভয়াবহ এক অগ্নিপরীক্ষায় জয়ী হওয়ার একটি রূপালী স্মারক।’ রাজার প্রথম সিভিলিয়ান গ্যালান্ট্রি লিস্টে তাকে অন্তর্ভুক্ত করা হয় জানতে পেরে তিনি বলেন, ‘চিঠিটি পেয়ে আমি নিজেকে সম্মানিত বোধ করেছি। এটি পেয়ে আমি খুবই অবাক হয়েছিলাম, কারণ আমি এটি কখনও আশাই করিনি।’

বিবিসি ব্রেকফাস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে মেলিসা বলেছেন, ‘সবকিছু খুবই দ্রুত ঘটে যায়।’ তিনি জানিয়েছেন, যখন তাকে কুমিরটি কামড়ে পানির নিচের দিকে টেনে নিয়ে যাচ্ছিল, তার মনে হয়েছিল… এই বিপদ থেকে হয়তো তিনি বেঁচে ফিরতে পারবেন না।

তিনি আরও বলেন, ‘আমাকে যখন নৌকায় তোলা হয়, তখন আমার মনে হচ্ছিল আমায় তখনও কেও টেনে নিয়ে যাচ্ছে। আমি বারবার বলছিলাম যে, আমাকে ভালো করে জড়িয়ে ধরো জর্জিয়া, আমাকে জড়িয়ে ধরো, মনে হচ্ছিল আমি মারা যাচ্ছি।’

জর্জিয়া বলেছেন, ‘এতোদিন পর এই ঘটনাটিকে বাস্তব মনে হয়। আমি যখন এই ঘটনা নিয়ে চিন্তা করি, তখন হরর সিনেমার মতোই লাগে। আমি মেনে নিয়েছি এটি আমাদের জীবনেরই একটি অংশ।’ তিনি আরও বলেন, ওই ঘটনার কারণে আমরা এখন আরও অনেক বেশি কাছাকাছি এসেছি। আমি ভেবেছিলাম আমার বোন হয়তো মারা গেছে। তাকে হারানোর যে ব্যথা, তা থেকে আমি তার প্রতি আমার ভালোবাসা কতোটা তা বুঝতেও পেরেছি।

এ বছরের সিভিলিয়ান গ্যালান্ট্রি লিস্টে ৯ জনের নাম আছে। এদের একজন হলেন অফ-ডিউটি পুলিশ অফিসার, যিনি ডাবল খুনের সন্দেহভাজনকে গ্রেফতার করার সময় ছুরিকাঘাতের শিকার হন। এই পদক বিজয়ী আরেকজন চীনের এক নদী থেকে একজন অপরিচিত মানুষকে উদ্ধার করেন। সাহসিকতার জন্য এইসব মানুষকে কিংস মেডেলে ভূষিত করা হয়ে থাকে।

যুক্তরাজ্যের উপপ্রধানমন্ত্রী অলিভার ডাউডেন বলেছেন, ‘আজ যারা বীরত্বসূচক পুরস্কারটি পাচ্ছেন তাদের গল্প সবার হৃদয়েই নাড়া দিতে বাধ্য। তাদের সাহসিকতায় অসম্ভব পরিস্থিতির মধ্যেও মানুষের জীবন বাঁচিয়েছে। আমি তাদের কৃতিত্বের প্রশংসা করি ও এই সম্মান প্রাপ্তির জন্য তাদের অভিনন্দন জানাচ্ছি।’

>>>>>>>>>>>>>>

ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে

মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।

লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।

১. সাধারণ ডেঙ্গুজ্বর

২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।

সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-

১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।

২. তীব্র মাথাব্যথা হওয়া।

৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।

৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।

৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।

৬. বমি বমি ভাব বা বমি হওয়া।

৭. ত্বকে র‌্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।

রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :

১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।

২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।

এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

অপরদিকে

জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:

১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।

২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।

৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।

৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।

৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।

৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।

৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।

৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org

This post was last modified on নভেম্বর ২৫, ২০২৪ 4:11 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

অনার বাংলাদেশ নিয়ে আসছে ‘এক্সাইটিং’ ডিভাইস!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মোবাইল হ্যান্ডসেটের এন্ট্রি-লেভেল ক্যাটাগরিতেও ব্যবহারকারীদের চমকে দিতে প্রস্তুত অনার বাংলাদেশ।…

% দিন আগে

মৌরি প্রদাহ কমায়: তবে খাওয়ার নিয়ম মানতে হবে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মৌরির গুণের কথা বলে শেষ করা যাবে না। চিকিৎসকরা জানিয়েছেন,…

% দিন আগে

ভাইরাল হলো প্রিয়াঙ্কার ভিডিও

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ব্যস্ত সময় পার করে বছরশেষে একটু বেড়াতে গিয়েছিলেন বলিউড অভিনেত্রী…

% দিন আগে

ভয়াবহ দাবানলের কবলে লস অ্যাঞ্জেলেস: পুড়ে ছাই বহু বাড়িঘর

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ এক দাবানল ছড়িয়ে পড়েছে। দাবানলে…

% দিন আগে

নেতার ইলেকট্রিক গাড়ি শেষ পর্যন্ত দড়ি দিয়ে টেনে নিয়ে গেলো গরু!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঘটনাটি ভারতের। সেখানকার কুচামন পুরসভার বিরোধী নেতা অনিল সিংহ মেদতিয়া।…

% দিন আগে

শীতার্তদের পাশে দাঁড়ান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ৮ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২৪ পৌষ ১৪৩১…

% দিন আগে