Categories: বিনোদন

ঈদে মুক্তির সম্ভাবনা ‘এশা মার্ডার: কর্মফল’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আগামী ঈদে মুক্তির সম্ভাবনা রয়েছে ‘এশা মার্ডার: কর্মফল’। সানি সানোয়ার পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী বাঁধন। এই সিনেমাটি আগামী ঈদে মুক্তির সম্ভাবনা রয়েছে।

নতুন বছরের কয়েক মাস পরই আসছে রোজার ঈদ। ঈদে মুক্তির সম্ভাবনা রয়েছে জানিয়ে ‘এশা মার্ডার: কর্মফল’-এর পরিচালক সানি সানোয়ার বলেছেন, ‘আমাদের মাত্র দুই দিনের শুটিং বাকি ছিল। আগস্টে এটি করার পরিকল্পনা ছিল। আর্টিস্টদের ডেটও নেওয়া হয়। তারপরও সম্ভব হয়নি। বর্তমানে নতুন করে তারিখ করার চেষ্টা করছি। আশা করছি জানুয়ারির দিকে করবো। যদি পারি তাহলে মুক্তির তারিখও ঘোষণা করবো। কাজটি পোস্ট প্রডাকশনসহ সব কাজ শেষ করতে পারলেই ঈদে মুক্তির সম্ভাবনাও রয়েছে।’

Related Post

বাঁধন জানিয়েছেন, ‘মূলত এটি নারী কেন্দ্রিক সিনেমা। এখানে আমার চরিত্রটি একেবারেই আলাদা। যে চরিত্রে আমি আগে কখনও অভিনয় করিনি। ২০০৯ সালে ঢাকার আজীমপুরে ঘটে যাওয়া একটি চাঞ্চল্যকর খুনের ঘটনায় ‘এশা মার্ডার’ নির্মিত হচ্ছে। সেই তদন্তের দায়িত্বটা আমার উপরেই বর্তায়। এই ঘটনা নিয়েই মূলত সিনেমা।

‘এশা মার্ডার: কর্মফল’-এ বাঁধন ছাড়াও আরও অভিনয় করেছেন পূজা এগনেজ ক্রুজ, মিশা সওদাগর, শহিদুজ্জামান সেলিম, সুমিত সেনগুপ্ত, শরীফ সিরাজ, শতাব্দী ওয়াদুদ, নিবির আদনান নাহিদ প্রমুখ অভিনয় শিল্পী।

>>>>>>>>>>>>>>

ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে

মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।

লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।

১. সাধারণ ডেঙ্গুজ্বর

২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।

সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-

১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।

২. তীব্র মাথাব্যথা হওয়া।

৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।

৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।

৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।

৬. বমি বমি ভাব বা বমি হওয়া।

৭. ত্বকে র‌্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।

রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :

১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।

২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।

এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

অপরদিকে

জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:

১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।

২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।

৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।

৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।

৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।

৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।

৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।

৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org

This post was last modified on ডিসেম্বর ২৬, ২০২৪ 11:44 পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

ঘাসে শিশিরবিন্দু

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ১৪ পৌষ ১৪৩১…

% দিন আগে

শীতে ঠাণ্ডা পানিতে গোসল করা কী আদতেও ভালো?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইদানীং বরফ-পানিতে গোসল করা কিংবা মুখ ধোয়ার প্রবণতা দেখা যাচ্ছে…

% দিন আগে

গুগলে নতুন ফিচার: পাওয়া যাবে যেসব সেবা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যান্ড্রয়েড ছাড়াও নতুন অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড এক্সআর সিস্টেম চালু করেছে…

% দিন আগে

ইসরায়েলের হামলায় উত্তর গাজার শেষ হাসপাতালটিও বন্ধ হয়ে গেলো!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দখলদার ইসরায়েলের লাগাতার হামলার কারণে ফিলিস্তিনের উত্তর গাজার শেষ হাসপাতালটির…

% দিন আগে

দুই স্বামী, দু’টি মঙ্গলসূত্র, সব কিছু করেন একসঙ্গে!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে, ঘরের বিছানার উপর এক…

% দিন আগে

শীতের তীব্রতা দিনকে দিন বাড়ছে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ১৩ পৌষ ১৪৩১…

% দিন আগে