Categories: বিনোদন

নতুন বছরে যেসব সিনেমা আসছে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ হলিউড-বলিউডের কোন তারকার কো সিনেমা কবে মুক্তি পাবে, মোটামুটি আগেভাগেই সেটি জানা সম্ভব। সাধারণ প্রি-প্রোডাকশনের সময়ই ঠিক হয়ে যায় মুক্তির তারিখ।

নতুন বছরে যেসব সিনেমা আসছে 1নতুন বছরে যেসব সিনেমা আসছে 1

পেশাদার প্রযোজনা প্রতিষ্ঠানের পদচারণে শুরু হওয়ায় বাংলাদেশেও কিছু তারকার ছবির আগাম ধারণা পাওয়া যায়। দুই বছর ধরে এই চিত্রই দেখা যাচ্ছে। বছরজুড়ে যেসব তারকারা ছবি মুক্তি পেতে পারে, তার একটা ধারণা সংশ্লিষ্ট প্রযোজনা প্রতিষ্ঠান, পরিচালক এবং তারকাদের সঙ্গে কথা বলে জানা যায়। নতুন বছরে মুক্তির অপেক্ষায় থাকা সেইসব চলচ্চিত্র নিয়েই আজকের প্রতিবেদন।

শাকিব খান

Related Post

এই বছরের শুরুতেই মুক্তি পাচ্ছে ‘মধ্যবিত্ত’। ৩ জানুয়ারি ছবিটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে- এই বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক তানভীর হাসান। গত বছর একাধিকবার ছবিটি মুক্তির কথা শোনা যায়। বছরে প্রথম ছবিটির নাম জানা গেলেও তারপর কী ছবি মুক্তি পাচ্ছে, সেই বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য অবশ্য পাওয়া যায়নি।

গত বছর শাকিব খানের ৩টি ছবি মুক্তি পায়। এই বছরও তার ৩টি সিনেমা মুক্তি পাওয়ার কথা। পবিত্র ঈদুল ফিতরে আসবে ‘বরবাদ’। ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে ছবির মোশন পোস্টার। ঈদুল আজহায় ‘তাণ্ডব’ নিয়ে আসতে যাচ্ছেন শাকিব খান। দুর্গাপূজায়ও তার একটি ছবি মুক্তির কথা রয়েছে। এইসব ছবিতে দেশের সঙ্গেসঙ্গে বিদেশি নায়িকাদেরও দেখা যাবে।

আফরান নিশো

২০২৩ সালে ‘সুড়ঙ্গ’ দিয়ে বড় পর্দায় আফরান নিশোর অভিষেক ঘটে। নিশো–ভক্তরা ভেবেছিলেন যে, পরের বছর তার চলচ্চিত্রে অভিনয়ের ধারাবাহিকতা থাকবে। নিশোও তেমনটিই আশ্বাস দিয়েছিলেন। বলেছিলেন, একাধিক চলচ্চিত্রের কাজ শুরু করবেন। তবে বাস্তবে তা হয়নি। অবশেষে ‘দাগী’ নিয়েই ফিরছেন তিনি। শিহাব শাহীন পরিচালিত এই সিনেমাটি আগামী ঈদুল ফিতরে মুক্তি পাবে। এতে নিশোর নায়িকা রয়েছেন তমা মির্জা। আরও রয়েছেন ‘ন ডরাই’ অভিনেত্রী সুনেরাহ। ইতিমধ্যে ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ-আলফা আই এন্টারটেইনমেন্ট ও চরকি। নিশোর আর কোনো ছবি মুক্তি পাবে কি-না, তা জানা যায়নি।

সিয়াম আহমেদ

সিয়াম-বুবলীর ‘জংলি’ কথা ছিল গত বছরের ঈদুল আজহায় মুক্তি পাওয়ার। প্রেক্ষাগৃহে যখন গত ঈদুল ফিতরের ছবি নিয়ে মাতামাতি চলছিলো, তখনই আসে সিনেমাটির ফার্স্ট লুক পোস্টার। তবে সিনেমাটি শেষ পর্যন্ত মুক্তি দেওয়া সম্ভব হয়নি। পরিচালক এম রাহিম সূত্রে জানা যায়, শীঘ্রই সিনেমাটি মুক্তির তারিখ ঘোষণা দেওয়া হবে। সিনেমাটিতে সিয়ামের বিপরীতে শবনম বুবলী ছাড়াও রয়েছেন প্রার্থনা ফারদিন দীঘি। ‘জংলি’ ছাড়াও সিয়ামের আরেকটি চলচ্চিত্র মুক্তির কথা রয়েছে।

শবনম বুবলী

শবনম বুবলীরও আরেকটি সিনেমা মুক্তি পাওয়ার কথা রয়েছে। গান ছাড়া এই ছবির বাকি কাজ শেষ। ‘পিনিক’ নামে এ সিনেমাটিতে বুবলীর বিপরীতে অভিনয় করেছেন আদর আজাদ। আদর-বুবলী ইতিপূর্বে আরও দুটি সিনেমায় অভিনয় করেছেন। ‘পিনিক’ নিয়েও এই দুই তারকার আশা রয়েছে অনেক। আদর আজাদেরও আরেকটি সিনেমা এই বছর মুক্তির কথা রয়েছে। সেই সিনেমার ঘোষণা শীঘ্রই আসবে। সিনেমাটি নিয়ে বিস্তারিত এখনই কিছু বলতে চান না আদর আজাদ।

>>>>>>>>>>>>>>

ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে

মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।

লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।

১. সাধারণ ডেঙ্গুজ্বর

২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।

সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-

১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।

২. তীব্র মাথাব্যথা হওয়া।

৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।

৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।

৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।

৬. বমি বমি ভাব বা বমি হওয়া।

৭. ত্বকে র‌্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।

রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :

১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।

২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।

এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

অপরদিকে

জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:

১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।

২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।

৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।

৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।

৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।

৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।

৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।

৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org

This post was last modified on জানুয়ারী ১, ২০২৫ 5:01 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

মেট্রোর রেলিং থেকে ঝুলতে ঝুলতে হঠাৎ লাফ দিলেন এক মধ্যবয়সি!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী জানা যায়, আহত ওই মধ্যবয়সি ব্যক্তির নাম…

% দিন আগে

নাটোরের ঐতিহাসিক চাপিলা শাহী মসজিদ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ খৃস্টাব্দ, ১২ বৈশাখ ১৪৩২…

% দিন আগে

গরমে বেলের শরবতে চুমুক দিলে কী হতে পারে তা জানেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অত্যাধিক গরমে ডিহাইড্রেশন, হিটস্ট্রোক, বদহজমের মতো নানা সমস্যাও দেখা দেয়।…

% দিন আগে

২০২৪ সালের জন্য বাটা ৪৪৫% নগদ লভ্যাংশ প্রস্তাব করেছে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড-এর পরিচালনা পর্ষদের এক সভা ২২…

% দিন আগে

“হোয়্যার দ্য স্পিরিট মিটস দ্য বোন” প্রদর্শনীর আয়োজন করতে চলেছে ব্রিটিশ কাউন্সিল

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ব্রিটিশ কাউন্সিলের উদ্যোগে “আর্ট এক্সচেঞ্জ: মুভিং ইমেজ” প্রকল্পের আওতায় কিউরেটর…

% দিন আগে

৩০ এপ্রিল দোহায় গান গাইবেন জেমস

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কাতারের রাজধানী দোহায় ৩০ এপ্রিল অনুষ্ঠিতব্য ‘এশিয়ান মেগা কনসার্ট’-এ উপস্থিত…

% দিন আগে