দুর্দান্ত ব্যাটারি লাইফে নিশ্চিন্তে চার বছর: উন্মোচিত হল নতুন অনার এক্স৫বি প্লাস

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ব্যবহারকারীদের প্রত্যাশা ছাড়িয়ে যেতে স্মার্টফোনটিতে রয়েছে ৫২০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি; ২৩ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে পারবেন ফোনটির ব্যবহারকারীরা।

বৈশ্বিকভাবে শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অনার দেশের বাজারে সম্প্রতি উন্মোচন করেছে অনার এক্স৫বি প্লাস স্মার্টফোন। অনারের এক্স সিরিজের নতুন সংযোজন এ স্মার্টফোনটিতে রয়েছে দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ, সুবিশাল স্টোরেজ, অত্যাধুনিক এআই ক্যামেরা ফিচার এবং হাই-পারফরমেন্স ডিসপ্লে। যারা এন্ট্রি-লেভেল ক্যাটাগরিতে নতুন ফোন খুঁজছেন, তাদের স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতায় নতুন মাত্রা যুক্ত করবে অনার এক্স৫বি প্লাস।

সাধারণ ব্যবহারের ক্ষেত্রে, অনারের নতুন স্মার্টফোনটি একবার চার্জ দিয়ে দুই দিন পর্যন্ত ব্যবহার করা যাবে। স্মার্টফোনটির ৫২০০ মিলিঅ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারির কারণে ফোনটির পাওয়ার-এফিশিয়েন্ট মিডিয়াটেক হেলিও জি৩৬ প্রসেসর চলবে স্বাচ্ছন্দ্যে।

Related Post

৭৩১ডব্লিউএইচ/এল এনার্জি-ডেন্সের ব্যাটারি ৮.৭ মিলিমিটার পুরুত্বের ডিজাইনের ফোনটিতে সহজেই মানিয়ে যায়, হাতে নিয়ে স্বাচ্ছন্দ্যে এই ফোনটি ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা। অনলাইন ব্রাউজিং হোক বা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের জন্যই হোক, অনার এক্স৫বি প্লাসে চার্জ থাকবে দীর্ঘক্ষণ, একবার চার্জ দিয়ে ফোনটিতে অনলাইন ব্রাউজিং করা যাবে ২২ ঘণ্টা কিংবা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করা যাবে ২৩ ঘণ্টা। এছাড়াও, অনারের সুপার পাওয়ার-সেভিং মোডের কারণে মাত্র ১০ শতাংশ ব্যাটারি অবশিষ্ট থাকা অবস্থায়ও স্মার্টফোনটি ১৯ ঘণ্টারও বেশি স্ট্যান্ডবাই থাকবে।

অনার এক্স৫বি প্লাস নিশ্চিত করবে দীর্ঘস্থায়ী পারফরমেন্সে। এই স্মার্টফোনটিতে ১ হাজার বার চার্জ সাইকেলের পরেও ব্যাটারির সক্ষমতা থাকবে ৮৫ শতাংশ, যা চার বছরের জন্য নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করবে। এ অসাধারণ ব্যাটারি পারফরমেন্স অনার এক্স৫বি প্লাস-কে বর্তমানের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটারিযুক্ত স্মার্টফোন হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

অনার এক্স৫বি প্লাসে রয়েছে ১২৮ জিবি ইন্টারনাল মেমোরি, যেখানে ব্যবহারকারীরা ৬০ হাজারের বেশি ছবি, ২৪ হাজারের বেশি গান কিংবা ২শ’টিরও বেশি সিনেমা সেইভ করতে পারবেন। ফোনটিতে রয়েছে অনার র‍্যাম টার্বো প্রযুক্তি, যা ফ্ল্যাশ মেমোরি ব্যবহার করে ৪ জিবি থেকে ৮ জিবি পর্যন্ত র‍্যামের কার্যকারিতা বৃদ্ধি করে; ফলে, মাল্টিটাস্কিং হবে এখন আরও স্বাচ্ছন্দ্যদায়ক এবং ব্যবহারকারীদের স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা হবে আরও সমৃদ্ধ।

শুধুমাত্র ব্যাটারি এবং স্টোরেজই নয়, অনার এক্স৫বি প্লাসের উন্নত মাল্টি-ক্যামেরা সেটআপ মোবাইল ফটোগ্রাফিকে নিয়ে যাবে নতুন উচ্চতায়, ব্যবহারীরা সহজেই তাদের জীবনের অসাধারণ মুহূর্তগুলোকে ফ্রেমবন্দী করতে পারবেন। স্মার্টফোনটির ৫০ মেগাপিক্সেলের এআই আল্ট্রা-ক্লিয়ার মেইন ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরায় তোলা ছবি হবে এখন আরও ঝকঝকে। ডিভাইসটির এআই অবজেক্ট রিকগনিশন ফিচার স্বয়ংক্রিয়ভাবে ছবির প্রধান বিষয়বস্তু চিহ্নিত করে ও ব্যাকগ্রাউন্ড ডিসট্র্যাকশন দূর করবে, যাতে সহজেই ফোকাস ঠিক রেখে স্পষ্ট ছবি তোলা যায়। এছাড়াও, এআই ক্ল্যারিটি এনহান্সমেন্ট ছবি তোলার পরে অস্পষ্ট লেখাকে স্বচ্ছ করার মাধ্যমে ছবির গুণগত মান বৃদ্ধি করবে।

অনার এক্স৫বি প্লাসের ৬.৫৬ ইঞ্চি ক্লিয়ার ডিসপ্লে ৯০ হার্টজ হাই রিফ্রেশ রেটের মাধ্যমে আল্ট্রা-স্মুথ ভিজ্যুয়াল নিশ্চিত করবে। ফোনটির ডিসপ্লের ৫৩০ নিটস আল্ট্রা-হাই ব্রাইটনেসের কারণে সরাসরি সূর্যের আলোতে ফোনটির স্পষ্ট ডিসপ্লে স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা। ব্যবহারে আরও স্বাচ্ছন্দ্য নিশ্চিতে করতে স্মার্টফোনটিতে ই-বুক মোড, আই প্রটেকশন মোড, ডিসি ডিমিং এবং ডায়নামিক ডিমিং ডিসপ্লের মতো অ্যাডভান্সড আই প্রটেকশন ফিচার সংযোজন করা হয়েছে, যা ক্রেতা-কেন্দ্রিক উদ্ভাবনে অনারের প্রতিশ্রুতিকেই পুনর্ব্যক্ত করে।

অনার এক্স৫বি প্লাসের ম্যাজিক ক্যাপসুল ফিচার ব্যবহারকারীদের জন্য পারসোনালাইজড এবং স্বাচ্ছন্দ্যদায়ক অভিজ্ঞতা নিশ্চিত করবে। নোটিফিকেশন ব্যানারে একটি সহজ ট্যাপের মাধ্যমে ম্যাজিক ক্যাপসুল প্রয়োজনীয় তথ্য ও বিভিন্ন অপশন প্রদর্শন করবে, যার মাধ্যমে ব্যবহারকারীরা তৎক্ষণাৎ প্রয়োজনীয় রিসোর্স ব্যবহার করে নিজেদের দক্ষতা বৃদ্ধি করতে পারবেন।

অত্যাধুনিক এসব ফিচার সমৃদ্ধ অনার এক্স৫বি প্লাস পাওয়া যাচ্ছে ৩টি আকর্ষণীয় রঙে: মিডনাইট ব্ল্যাক, ওশান ব্লু এবং স্টারি পার্পল। ডিভাইসটির বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ১২,৯৯৯ টাকা।

অনার বাংলাদেশ সম্পর্কে আরও জানতে ভিজিট করুন ব্র্যান্ডটির সোশ্যাল মিডিয়া পেজ এবং ওয়েবসাইটে। খবর সংবাদ বিজ্ঞপ্তির।

>>>>>>>>>>>>>>

ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে

মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।

লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।

১. সাধারণ ডেঙ্গুজ্বর

২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।

সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-

১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।

২. তীব্র মাথাব্যথা হওয়া।

৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।

৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।

৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।

৬. বমি বমি ভাব বা বমি হওয়া।

৭. ত্বকে র‌্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।

রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :

১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।

২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।

এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

অপরদিকে

জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:

১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।

২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।

৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।

৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।

৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।

৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।

৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।

৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org

This post was last modified on জানুয়ারী ১২, ২০২৫ 1:01 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

দীপিকা ছেলের জন্য সুস্থ হয়ে উঠতে চান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতীয় অভিনেত্রী দীপিকা কক্কর যে কোনো মূল্যেই হোক না কেনো…

% দিন আগে

নাখোশ ইউরোপ: যুক্তরাষ্ট্রের নতুন নিরাপত্তা কৌশল নিয়ে খুশি রাশিয়া

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদিত নতুন জাতীয় নিরাপত্তা কৌশলকে…

% দিন আগে

কানাডায় বরফের নিচে আয়োজন হলো পার্টি!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কানাডার কুইবেকে কিছু তরুণ বরফে জমে যাওয়া হ্রদের নিচে ডুব…

% দিন আগে

বরফে আচ্ছাদিত রাস্তা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ২৩ অগ্রাহায়ণ ১৪৩২…

% দিন আগে

শীতে ঠোঁট ফাটা হতে রক্ষা পেতে করণীয়

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শীতকালে বাতাসের আর্দ্রতা কমে যাওয়া এবং ঠাণ্ডা হাওয়ার কারণে মুখের…

% দিন আগে

নাসার রোভার মঙ্গল গ্রহে বজ্রপাতের সম্ভাব্য শব্দ ধারণ করলো

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা পরিচালিত পারসিভিয়ারেন্স রোভার সম্প্রতি…

% দিন আগে