দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ তারকাদের রাজনীতিতে অংশগ্রহণ নতুন কিছুই নয়। নির্বাচনের সময় এলেই প্রায় সকলেই তাকিয়ে থাকেন নতুন কোন তারকা কিংবা শিল্পী ভোটে লড়বেন কিনা সেদিকে। ঋতুপর্ণার ক্ষেত্রেও এমনটি হচ্ছে। কী বলেছেন এই তারকা?
ভারতের রাজনীতিতে এবার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর যুক্ত হওয়া নিয়ে শুরু হয়েছে নানা ধরনের জল্পনা। তাহলে কী রাজনীতিতে যুক্ত হচ্ছেন এই অভিনেত্রী? এমন নানা প্রশ্ন এবং চর্চার মধ্যে বিষয়টি নিয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী।
ভারতীয় গণমাধ্যমের এক খবরে জানা যায়, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে হুগলি সংসদকেন্দ্রে লড়াই করেছিলেন অভিনেত্রী রচনা। তার বিপরীতে প্রার্থী হন বিজেপির লকেট চট্টোপাধ্যায়। ভোটে প্রতিদ্বন্দ্বী নেত্রী লকেটকে হারিয়ে জয়ী হন রাজনীতিতে নবাগতা রচনা। আবার আগামী বছরই এই রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।
সেখানকার বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই রাজনীতিতে আসার বিষয়ে জানতে চাওয়া হয় অভিনেত্রী ঋতুপর্ণার কাছে। এই অভিনেত্রী বলেন, আমি রাজনীতির কিছুই বুঝি না। রাজনীতি থেকে আমি অনেক দূরে। আমি শিল্পী, তাই শিল্পী হিসাবেই থাকতে চাই।
তাকে সাংবাদিকরা আরও প্রশ্ন করেন, মুখ্যমন্ত্রী যদি অফার দেন তাহলে কী আপনি রাজনীতিতে আসবেন? অভিনেত্রী বললেন, তখন আমি মুখ্যমন্ত্রীকেই বলবো সেই কথা।
>>>>>>>>>>>>>>
মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।
লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।
১. সাধারণ ডেঙ্গুজ্বর
২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।
সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-
১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।
২. তীব্র মাথাব্যথা হওয়া।
৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।
৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।
৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।
৬. বমি বমি ভাব বা বমি হওয়া।
৭. ত্বকে র্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।
রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :
১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।
২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।
এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
অপরদিকে
জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।
ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:
১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।
২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।
৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।
৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।
৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।
৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।
৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।
৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org
This post was last modified on জানুয়ারী ২৮, ২০২৫ 12:11 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বছর উনিশ বয়সের এক ছেলের ডান কাঁধের পেশিতে প্রচণ্ড যন্ত্রণা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ মহান একুশে। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আজকের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অরেঞ্জ ক্লাব সদস্যদের জন্য বিশেষ সুবিধা নিশ্চিতে হলিডে ইন ঢাকা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জনপ্রিয় ব্যান্ড নেমেসিস এর ভোকালিস্ট জোহাদ রেজা চৌধুরী। এই শিল্পীর…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গিয়েছিলেন হাঙরের সঙ্গে সেলফি তুলতে- আর এক ঝটকায় প্রৌঢ়ার দুটি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ৮ ফাল্গুন ১৪৩১…