পুত্রের ব্যাগ থেকে পানির বোতল কাড়ার চেষ্টা: ‘ছিনতাইকারী’কে আদর করে পানি দিলেন মহিলা!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এক স্কুলগামী কিশোর তার মায়ের সঙ্গে দাঁড়িয়েছিল। তার পরনে স্কুলের পোশাক ও পিঠে রয়েছে ভারি ব্যাগ। ব্যাগের পাশে রাখা রয়েছে পানির বোতল। হঠাৎ করেই সেখানে একটি বাঁদর লাফিয়ে এলো পানির বতল নিতে।

পুত্রের ব্যাগ থেকে পানির বোতল কাড়ার চেষ্টা: ‘ছিনতাইকারী’কে আদর করে পানি দিলেন মহিলা! 1পুত্রের ব্যাগ থেকে পানির বোতল কাড়ার চেষ্টা: ‘ছিনতাইকারী’কে আদর করে পানি দিলেন মহিলা! 1

পরনে ছিলো স্কুল ইউনিফর্ম, পিঠে ভারি ব্যাগ। তা নিয়ে মায়ের সঙ্গেই দাঁড়িয়েছিল এক কিশোর। মা-পুত্র ছাড়াও সেখানে ঘোরাফেরা করছিলেন আরও অনেকেই। তবে কয়েক সেকেন্ডের মধ্যেই সকলেই তাড়াহুড়ো করে ভয় পেয়ে সেখান থেকে সরে গেলেন। কারণ সেই জায়গায় হঠাৎ করেই একটি বাঁদর লাফিয়ে চলে আসে। কিশোরের ব্যাগের পাশে পানির বোতল রাখা ছিল। বাঁদর লাফ দিয়ে এসে ব্যাগ হতে সেই বোতলটি ‘ছিনতাই’ -এর চেষ্টা করে। নেটমাধ্যমে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।

‘হর্ষ’ নামে অ্যাকাউন্ট থেকে এক্স হ্যান্ডলের পাতায় একটি ভিডিও পোস্ট করা হয়েছে। ভিডিওর দেখা যাচ্ছে যে, এক কিশোর তার মায়ের সঙ্গে রয়েছে। তার পরনে স্কুলের পোশাক ও পিঠে ভারী ব্যাগ। ব্যাগের পাশে রাখা রয়েছে পানির বোতল। হঠাৎ সেখানে একটি বাঁদর লাফিয়ে এলো।

Related Post

কিশোরের ব্যাগ হতে পানির বোতল টেনে বের করার চেষ্টা করতে লাগলো সে। বাঁদরের এই কাণ্ড দেখে সেখানে ছুটে এলেন পুত্রের মা। তা দেখে বাঁদরটি কয়েক পা পিছিয়ে গেলো। তবে বাঁদরটিকে তাড়ানোর বদলে ওই মহিলা তার পুত্রের ব্যাগ থেকে নিজেই পানির বোতলটি বের করেন। তারপর বোতলটি নিয়ে বাঁদরের দিকে এগিয়ে যান তিনি।

সেখানে একটি বেঞ্চে উঠে পড়লো বাঁদরটি। আদর করে বাঁদরটিকে বোতল থেকেই পানি খাইয়ে দিলেন মহিলা। পানি খেয়ে তৃষ্ণা মিটিয়েই সেখান থেকে আবার লাফ দিয়ে অন্য দিকে চলে গেলো বাঁদরটি। এই ঘটনাটি কোথায় ঘটেছে তা অবশ্য জানা যায়নি। তবে ভিডিওটি দেখে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নেটাগরিকদের অধিকাংশ। তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা অনলাইন।

এক্সের ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

>>>>>>>>>>>>>>

ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে

মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।

লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।

১. সাধারণ ডেঙ্গুজ্বর

২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।

সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-

১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।

২. তীব্র মাথাব্যথা হওয়া।

৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।

৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।

৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।

৬. বমি বমি ভাব বা বমি হওয়া।

৭. ত্বকে র‌্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।

রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :

১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।

২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।

এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

অপরদিকে

জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:

১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।

২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।

৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।

৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।

৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।

৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।

৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।

৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org

This post was last modified on জানুয়ারী ২৯, ২০২৫ 10:01 পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

অদ্ভুত প্রাণী হাঁ করতেই বেরিয়ে এলো ‘মানুষের’ দাঁতের মতো সারি!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ হুবহু মানুষের মতো মুখের দাঁতওয়ালা প্রাণীটি ঝড় তুলেছে পুরো বিশ্বে…

% দিন আগে

সবুজ পাহাড় ও স্বচ্ছ পানির লেক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ৩ ফাল্গুন ১৪৩১…

% দিন আগে

বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারেন না: হাঁটতে কিংবা সিঁড়ি ভাঙতেও কষ্ট হয়? কী করলে আরাম পাবেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার ইদানীং পায়ে চাপ দিয়ে দীর্ঘক্ষণ বসে থাকলেও কেমন যেনো…

% দিন আগে

সংশোধিত কর নীতি নিয়ে তামাক খাতের শীর্ষ নেতাদের গভীর উদ্বেগ প্রকাশ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাম্প্রতিক সময়ে শুল্ক ও কর নীতির সংশোধন, বিশেষ করে সিগারেট…

% দিন আগে

প্রথমে এমন সিনেমা করবো যেটি ব্লকবাস্টার হবেই: সাবিলা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ছোট পর্দার জনপ্রিয় এক অভিনেত্রী সাবিলা নূর। তাকে নিয়ে বিভিন্ন…

% দিন আগে

সোমবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত সীমান্ত সম্মেলন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতের রাজধানী নয়াদিল্লিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের বর্ডার…

% দিন আগে