দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ রবি’র সাবসিডিয়ারি কোম্পানি ও ভেঞ্চারস পি এল সি এর ওটিটি প্লাটফর্ম বিঞ্জ (Binge)-এ আসতে যাচ্ছে নির্মাতা ভিকি জাহেদের নতুন ওয়েব ফিল্ম ‘নীল সুখ’। সম্প্রতি প্রকাশ করা হয়েছে এই ওয়েব ফিল্মের অফিসিয়াল ট্রেলার।
ইতিপূর্বে (৮ ফ্রেব্রুয়ারি) ফিল্মটির অফিসিয়াল মিউজিক ভিডিও প্রকাশ করা হয়। ১৮ ফেব্রুয়ারি বিঞ্জেতে মুক্তি পাবে এই ওয়েব ফিল্মটি।
সম্প্রতি রাজধানীর শান্তা ফোরামে ট্রেলার রিলিজ অনুষ্ঠানে জানানো হয় যে, অফিসিয়াল মিউজিক ভিডিও প্রকাশের পর হতেই অনলাইনে ব্যাপক সাড়া ফেলেছে এই ওয়েবফিল্মটি। ট্রেলার মুক্তির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ দৃষ্টি কেড়েছে এর কনটেন্টটি। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া/ তোমার চরণে দিবো হৃদয় খুলিয়া’ গানটির সঙ্গেই রিলিজ হয়েছে নীল সুখের ট্রেলার।
এর সঙ্গে মেহজাবীন চৌধুরী এবং ফররুখ আহমেদ রেহানের অসাধারণ অভিনয় ইতিমধ্যেই দর্শকদের মন কেড়েছে। সঙ্গীত, অভিনয় এবং দৃশ্যের অভূতপূর্ব সমন্বয়ে ‘নীল সুখ’কে ঘিরে দর্শকদের আগ্রহ বর্তমানে তুঙ্গে।
ট্রেলার রিলিজ অনুষ্ঠানে নির্মাতা ভিকি জাহেদ বলেছেন, “এবার নিখাদ ভালোবাসার গল্প নিয়েি এসেছি। দু’টি মানুষের ভালোবাসা, পারিপার্শ্বিক অবস্থা, তাদের বেদনা্এবং সুখের গল্পই মূলত ‘নীল সুখ’। এটি গতানুগতিক ভালোবাসার গল্পের চাইতে একটু ভিন্ন। তবে কীভাবে পৃথক ‘নীল সুখ’ ওয়েব ফিল্ম দেখলেই জেনে যাবে এর দর্শকরা।’’
এই বিষয়ে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী একটি সংবাদ মাধ্যমকে বলেছেন, “ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জ-এ এটি মূলত আমার তৃতীয় কাজ ও একইসঙ্গে নির্মাতা ভিকি জাহেদের সঙ্গে তৃতীয় কাজ। ইতিপূর্বের দু’টি ওটিটি কন্টেন্টই সুপারহিট ছিল। আমি আশাবাদী তৃতীয়টিও সুপারহিট হবে।”
মেহজাবীন আরও জানিয়েছেন, “ভিকি জাহেদের কাছ থেকে গল্পটা শুনে প্রথমবারই রাজি হয়ে যাই।’’
এছাড়াও ‘নীল সুখ’-এর অন্যতম অভিনেতা ফররুখ আহমেদ রেহান বলেছেন, “আমার মনে হচ্ছে এই বছর ভ্যালেন্টাইনে এটি হতে যাচ্ছে শ্রেষ্ঠ একটি ভালোবাসার গল্প।’’
ট্রেলার রিলিজ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যান্সি। ‘কতবার ভেবেছিনু’ গানের মাধ্যমে অনেকদিন পর আবারও কামব্যাক হতে যাচ্ছেন তিনি।
ট্রেলারটি রিলিজের পর অনলাইনে যেনো এক উন্মাদনা শুরু হয়ে গেছে। বিঞ্জ-এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ট্রেলারের নিচে কমেন্ট করে তাদের উচ্ছ্বাস প্রকাশ করেন দর্শকরা। অফিসিয়াল গান, এরপর ধামাকাদার ট্রেলার; সবকিছুতেই ভিকি জাহেদ তার মুন্সিয়ানা দেখিয়েছেন। এখন শুধুই অপেক্ষা ১৮ ফেব্রুয়ারির জন্য। ভালোবাসার মাসে সেরা ভালোবাসার এই গল্পটি দর্শকদের যে অনেকদিন বিমোহিত করে রাখবে- তা বলার অপেক্ষা রাখে না।
>>>>>>>>>>>>>>
মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।
লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।
১. সাধারণ ডেঙ্গুজ্বর
২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।
সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-
১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।
২. তীব্র মাথাব্যথা হওয়া।
৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।
৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।
৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।
৬. বমি বমি ভাব বা বমি হওয়া।
৭. ত্বকে র্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।
রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :
১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।
২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।
এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
অপরদিকে
জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।
ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:
১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।
২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।
৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।
৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।
৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।
৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।
৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।
৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org
This post was last modified on ফেব্রুয়ারী ১২, ২০২৫ 4:24 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার চারপাশে এমন অনেকেই রয়েছে, যাদের ভাবনাও অত্যন্ত নেতিবাচক। তাদের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পছন্দের ওএলইডি টিভি কেনার মাধ্যমে ক্রেতাদের ঈদ আনন্দ দ্বিগুণ করতে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জোভান-তটিনী অনস্ক্রিনে এবার ভালোই রসায়ন জমিয়ে তুলেছেন। তবে এবারের ঈদে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় পেশাগত দায়িত্ব পালনকালে ইসরায়েলি হামলায় আল…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস । ১৯৭১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ২৬ মার্চ ২০২৫ খৃস্টাব্দ, ১২ চৈত্র ১৪৩১…