দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মেরুল বাড্ডা ক্যাম্পাসে নতুন ‘অফ-সাইট’ ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং সেন্টার চালুর বিষয়ে পার্টনারশিপ করেছে ব্রিটিশ কাউন্সিল এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়।
ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফান ফোর্বস এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ড. ডেইভ ডোওল্যান্ডের একটি চুক্তি স্বাক্ষরের মাধ্যমে এই পার্টনারশিপের যাত্রা শুরু করে। ঢাকা শহরে প্রাপ্তবয়স্কদের জন্য ইংরেজি ভাষা শিক্ষার ক্ষেত্রে এই অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে। সকলের জন্য ইংরেজি ভাষা শিক্ষার সেবা নিশ্চিত করতে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেন্টারকে আরও সহজগম্য করে তোলাই ব্রিটিশ কাউন্সিলের লক্ষ্য।
ব্রিটিশ কাউন্সিলের নতুন ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং সেন্টার থেকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইংরেজি ভাষা কোর্স এবং আইইএলটিএস প্রস্তুতি কোর্স গ্রহণ করা যাবে। এই কোর্সগুলো বিশেষভাবে প্রাপ্তবয়স্ক শিক্ষার্থীদের জন্য ডিজাইন করা হয়েছে, যারা একাডেমিক, পেশাগত বা ব্যক্তিগত উদ্দেশ্যে তাদের ভাষা দক্ষতা বাড়াতে চান। নতুনভাবে চালু হওয়া এই লার্নিং সেন্টারে আগামী এপ্রিল ২০২৫ থেকে ক্লাস শুরু হবে।
কোর্সের রেজিস্ট্রেশন এখন উন্মুক্ত রয়েছে। এইক্ষেত্রে, প্রাপ্তবয়স্ক শিক্ষার্থীদের কোনো প্রশ্ন থাকলে তারা +৮৮ ০৯৬৬৬ ৭৭৩৩৭৭ নাম্বারে কল করে ব্রিটিশ কাউন্সিলের ফ্রি ফোন কনসালটেশন নিতে পারেন অথবা ওয়েবসাইট ভিজিট করতে পারেন।
এই বিষয়ে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস বলেন, “ইউনিভার্সিটি প্রাঙ্গণে ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং সেন্টার চালু করার ক্ষেত্রে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাথে পার্টনারশি করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এই উদ্যোগটি আমাদের বিশ্বমানের ইংরেজি ভাষা শিক্ষা কোর্স ও আইইএলটিএস প্রস্তুতি কোর্সকে সহজগম্য করে তুলবে, যা ঢাকার প্রাপ্তবয়স্ক শিক্ষার্থীদের একাডেমিক, পেশাগত এবং ব্যক্তিগত লক্ষ্য অর্জনে সহায়তা করবে।”
শান্তি এবং সমৃদ্ধি প্রতিষ্ঠার লক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশের মানুষের সাথে যুক্তরাজ্যের জনগণের সংযোগ, বোঝাপড়া এবং বিশ্বাস তৈরিতে কাজ করে যাচ্ছে ব্রিটিশ কাউন্সিল। গত ৯০ বছর ধরে তারা শিক্ষা, শিল্প, সংস্কৃতি, ভাষা ও সৃজনশীলতার মাধ্যমে মানুষের ভবিষ্যৎকে আলোকিত করতে ভূমিকা রাকছে। ব্রিটিশ কাউন্সিল ইংরেজি ভাষা শিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের যোগাযোগ দক্ষতা উন্নত করা এবং একাডেমিক, পেশাগত ও ব্যক্তিগত বিকাশে সহায়তা প্রদান করে।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মেরুল বাড্ডা ক্যাম্পাসে অবস্থিত ব্রিটিশ কাউন্সিল ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেন্টার এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত সার্টিফিকেশন এবং ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক শিক্ষার্থীদের অন্যতম গন্তব্য হয়ে উঠবে। দক্ষ প্রশিক্ষক ও আধুনিক পাঠদানের মাধ্যমে এই কেন্দ্র শিক্ষার্থীদের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করবে যেন তারা তাদের লক্ষ্য অর্জন করতে পারে।
খবর সংবাদ বিজ্ঞপ্তির।
>>>>>>>>>>>>>>
মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।
লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।
১. সাধারণ ডেঙ্গুজ্বর
২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।
সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-
১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।
২. তীব্র মাথাব্যথা হওয়া।
৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।
৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।
৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।
৬. বমি বমি ভাব বা বমি হওয়া।
৭. ত্বকে র্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।
রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :
১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।
২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।
এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
অপরদিকে
জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।
ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:
১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।
২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।
৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।
৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।
৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।
৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।
৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।
৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org
This post was last modified on মার্চ ৯, ২০২৫ 12:01 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকের দেখা যায় ঘাড়ের কাছে কালচে দাগ। আবার চামড়া কুঁচকে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সম্প্রতি গাজীপুরের শ্রীপুরে অবস্থিত শৈলাট উচ্চ বিদ্যালয়ে একটি অগ্নি নিরাপত্তা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্যামসাং সম্প্রতি সুপারফাস্ট কানেক্টিভিটি এবং শক্তিশালী পারফরমেন্সের নতুন স্মার্টফোন গ্যালাক্সি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের পর গত শুক্রবার (২৫ এপ্রিল) একযোগে মার্কিন যুক্তরাষ্ট্রের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের গাজায় সামরিক অভিযান নিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কয়েক…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এক ব্যতিক্রমি নিলাম! ১০০ টন জীবন্ত এক কুমির নিলামের দর…