গভীর রাতে দেওর-বৌদির রিল রিল ‘খেলা’ করতে গিয়ে অসাবধানতায় ফেটে গেলো সিলিন্ডার!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সম্প্রতি ভারতের মধ্যপ্রদেশের গ্বালিয়রের ভিন্দ রোডের ‘দ্য লিগ্যাসি প্লাজা’ নামে একটি বাসভবনে দুর্ঘটনাটি ঘটেছে। সেখানেই এক তলার একটি ফ্ল্যাটে পরিবারের সঙ্গে থাকতেন রঞ্জনা জাট নামে জনৈকা মহিলা।

গভীর রাতে দেওর-বৌদির রিল রিল ‘খেলা’ করতে গিয়ে অসাবধানতায় ফেটে গেলো সিলিন্ডার! 1গভীর রাতে দেওর-বৌদির রিল রিল ‘খেলা’ করতে গিয়ে অসাবধানতায় ফেটে গেলো সিলিন্ডার! 1

গভীর রাতে দেওর-বৌদির রিল রিল ‘খেলা’ করতে গিয়ে অসাবধানতায় ফেটে গেলো সিলিন্ডার! গ্যাস সিলিন্ডারের মুখ খুলে গভীর রাতে রিল বানাচ্ছিলেন বৌদি ও দেওর। তারা বাতাসে ছেড়ে দিয়েছিলেন গ্যাস। সেই দৃশ্য ক্যামেরাবন্দি করছিলেন তরার। আর তখনই ঘটে গেলো ভয়ঙ্কর এক দুর্ঘটনা। গ্যাসে আগুন ধরে পুড়ে যায় ৭ তলা বাড়ির একাধিক ফ্ল্যাট। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী জানা যায়, ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের গ্বালিয়রে। ওই বিষয়স্রষ্টা (কন্টেন্ট ক্রিয়েটর) বৌদি ও দেওর জুটিও এই ঘটনায় আহত হয়েছেন।

Related Post

সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী জানা যায়, রাতের বেলায় গ্বালিয়রের ভিন্দ রোডের ‘দ্য লিগ্যাসি প্লাজা’ নামে একটি বাসভবনে দুর্ঘটনাটি ঘটেছে। সেখানেই এক তলার একটি ফ্ল্যাটে পরিবারের সঙ্গে থাকতেন রঞ্জনা জাট নামে জনৈকা মহিলা। ৩৮ বছর বয়সি দেওর অনিল জাটের সঙ্গে মাঝে-মধ্যেই রিল বানাতেন ওই মহিলা। ওইদিন গভীর রাতেও তারা রিল বানাচ্ছিলেন। রাত সোয়া ২ টা নাগাদ প্রথম তলার ফ্ল্যাটে সিলিন্ডারের মুখ খুলে দিয়ে ক্যামেরাবন্দি করতে থাকেন সেই দৃশ্য। তখনই বিস্ফোরণটি ঘটে। এই সময় পুড়ে ছাই হয়ে যায় বহুতলের একাংশ। বাড়ির বিস্ফোরণ-পরবর্তী চেহারার ছবি-ভিডিও ইতিমধ্যেই প্রকাশ্যে উঠে এসেছে। ভাইরাল হয়েছে সেগুলো।

এক প্রতিবেদন অনুযায়ী জানা যায়, রঞ্জনা ইচ্ছাকৃত ভাবেই এলপিজি সিলিন্ডার থেকে গ্যাস ছেড়ে দেন ও অনিল তা রেকর্ড করেছিলেন। প্রায় ১৭ মিনিট ধরে ওই দৃশ্য ক্যামেরাবন্দি করা হয়। যে কারণে সিলিন্ডারের গ্যাস বাড়িতে ছড়িয়ে পড়ে। তারপর অনিল শুটিংয়ের জন্য আলো জ্বালালেই সারা ঘরে আগুন ধরে যায়। সেই আগুন অচিরেই ছ়ড়়িয়ে পড়ে সর্বত্র। আগুনে ৮টি ফ্ল্যাট পুড়ে যায়। আহত রঞ্জনা ও অনিলকে হাসপাতালে ভর্তি করানো হয়। পুলিশ তদন্ত শুরু করেছে।

পুলিশ তদন্তে গিয়ে জানতে পারে, নেটমাধ্যমে ভাইরাল হওয়ার জন্যই রিল বানাতেন দেওর-বৌদি। তাদের দু’জনের বিরুদ্ধেই মামলা দায়ের করা হয়। খবরটি প্রকাশ্যে আসতে হইচইও পড়েছে নেটদুনিয়ায়। তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা অনলাইন।

>>>>>>>>>>>>>>

ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে

মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।

লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।

১. সাধারণ ডেঙ্গুজ্বর

২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।

সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-

১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।

২. তীব্র মাথাব্যথা হওয়া।

৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।

৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।

৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।

৬. বমি বমি ভাব বা বমি হওয়া।

৭. ত্বকে র‌্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।

রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :

১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।

২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।

এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

অপরদিকে

জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:

১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।

২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।

৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।

৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।

৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।

৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।

৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।

৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org

This post was last modified on মার্চ ১৬, ২০২৫ 11:55 পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

মানুষের অনুভূতি প্রকাশের অন্যতম সহায়ক হয়ে উঠেছে প্রযুক্তি

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যতো দিন গড়াচ্ছে ততোই প্রযুক্তির উৎকর্ষ আমাদের দৈনন্দিত জীবনকে এক…

% দিন আগে

অনন্ত-বর্ষার সিনেমা ‘কিল হিম’ টিভি প্রিমিয়ার ঈদের দিন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আসছে ঈদ উপলক্ষ্যে চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক…

% দিন আগে

ষাঁড়ের পিঠে লাফিয়ে উঠলো বাঘ: গলায় কামড় বসিয়ে পা ধরে ঝুলে পড়লো!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জঙ্গলের ভিতর ফাঁকা জায়গাতে ঘুরে বেড়াচ্ছিল একটি ষাঁড়। দূর হতে…

% দিন আগে

শেরপুর গারো পাহাড়ের পথ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শনিবার, ২২ মার্চ ২০২৫ খৃস্টাব্দ, ৮ চৈত্র ১৪৩১…

% দিন আগে

গরমে প্রাণ ঠাণ্ডা রাখতে তরমুজের জুড়ি নেই

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ তৃষ্ণা নিবারণের স্বাস্থ্যকর বিকল্প হতে পারে এই সময়ের তাজা রসালো…

% দিন আগে

বাবা-মা-স্বামী ভিন্নধর্মের: তারপরও মুসলিম পদবী ব্যবহার করেন দিয়া মির্জা! কিন্তু কেনো?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এক নামেই যাকে সবাই চেনেন তিনি হচ্ছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী…

% দিন আগে