দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশের অন্যতম বৃহত্তর টাইলস এবং স্যানিটারি সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান এক্সিলেন্ট সিরামিকস গ্রুপ সম্প্রতি বাংলাদেশে এর কর্মীদের বীমা সুরক্ষা দিতে মেটলাইফের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে।
চুক্তির অংশ হিসেবে, এক্সিলেন্ট সিরামিকস গ্রুপের কর্মীরা জীবনহানি, দুর্ঘটনা, অক্ষমতা ও হাসপাতালে চিকিৎসা ব্যয়ের ক্ষেত্রে বীমা সুরক্ষা পাবেন। প্রতিষ্ঠানটি ব্যক্তি নির্ভর সমাধান, দ্রুত বীমা দাবি পরিশোধ ও আর্থিক সক্ষমতার কারণে মেটলাইফ বাংলাদেশকে নিজেদের কর্মীদের বীমাদাতা প্রতিষ্ঠান হিসেবে বাছাই করেছে। এক্সিলেন্ট সিরামিকস গ্রুপের ৮৭০ জনেরও বেশি কর্মী এই বীমা সুরক্ষা সুবিধা পাবেন।
২০১০ সাল হতে সেনিটারি এবং ২০২১ থেকে টাইলসের মাধ্যমে বাসাবাড়ির সুপরিচিত নাম হয়ে ওঠে এক্সিলেন্ট সিরামিকস গ্রুপ। একটি নেতৃস্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে বেশকিছু সফল এবং ইতিবাচক খাতে নিজেদের কার্যক্রম বিস্তৃত করেছে প্রতিষ্ঠানটি।
এদিকে, বাংলাদেশে ৯৪০-টিরও বেশি প্রতিষ্ঠানের ৩ লাখেরও বেশি কর্মী এবং তাদের ওপর নির্ভরশীলদের জন্য বীমা সুরক্ষা নিশ্চিত করে যাচ্ছে মেটলাইফ। ২০২৪ সালে ২,৮৯৫ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ।
মেটলাইফ বাংলাদেশের হেড অফিসে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তি স্বাক্ষর করেন আব্দুল হাকিম (সুমন), ম্যানেজিং ডিরেক্টর, এক্সিলেন্ট সিরামিকস গ্রুপ ও মোহাম্মদ কামরুজ্জামান, ডিরেক্টর অ্যান্ড হেড অব এমপ্লয়ি বেনেফিটস, মেটলাইফ বাংলাদেশ।
এসময় অনুষ্ঠানে এক্সিলেন্ট সিরামিকস গ্রুপ থেকে উপস্থিত ছিলেন ইমরান আহমেদ, এক্সিকিউটিভ ডিরেক্টর, এবং মো. নাহিদুর রহমান, ডেপুটি ম্যানেজার অ্যান্ড এইচআর।
এছাড়াও, আয়োজনে মেটলাইফ বাংলাদেশের এমপ্লয়ি বেনেফিটস টিম থেকে উপস্থিত ছিলেন মনিরুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর; মুশফিকুর রাইহান, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এবং এসএম শাহরিয়াজ আরাফাত, ম্যানেজার।
খবর সংবাদ বিজ্ঞপ্তির।
>>>>>>>>>>>>>>
মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।
লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।
১. সাধারণ ডেঙ্গুজ্বর
২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।
সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-
১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।
২. তীব্র মাথাব্যথা হওয়া।
৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।
৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।
৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।
৬. বমি বমি ভাব বা বমি হওয়া।
৭. ত্বকে র্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।
রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :
১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।
২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।
এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
অপরদিকে
জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।
ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:
১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।
২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।
৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।
৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।
৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।
৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।
৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।
৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org
This post was last modified on মার্চ ১৮, ২০২৫ 11:44 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমানে যা দিনকাল পড়েছে, তাতে করে শিশুদের যন্ত্র বিমুখ রাখা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দেশের বাজারে আনুষ্ঠানিকভাবে অনার এক্স৯সি স্মার্টফোন উন্মোচন করেছে শীর্ষস্থানীয় প্রযুক্তি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমানে সব কিছুই ডিজিটাল মাধ্যমের উপর নির্ভরশীল। পড়াশোনা থেকে বাজার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সম্প্রতি মুক্তি পেলো ‘জংলি’র টিজার। টিজারে সিয়ামকে দেখে চমকে গেছেন…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সোমবার মধ্যরাতে গাজাজুড়ে ব্যাপক বোমা হামলা চালায় বর্বর রাষ্ট্র ইসরায়েল।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভার্জিনিয়া স্টেট হাই স্কুল লিগে ‘স্টেট ইন্ডোর চ্যাম্পিয়নশিপ’-এর আয়োজন করা…