দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ২০২৫ সালের জানুয়ারিতে শুরু হওয়া কাহিনী স্টুডিও কোন রেগুলার প্রডাকশন হাউজ নয়, এটি গল্প বলার এক নতুন প্লাটফর্ম । আমরা বিশ্বাস করি, গল্প শুধু বিনোদন নয়- গল্প ভাবায়, ছুঁয়ে যায়, হাসায়, হৃদয়ে দাগ কাটে, আর স্মৃতি হয়ে রয়ে যায়।
‘Story’-এর বাংলা প্রতিশব্দ ‘কাহিনি’, যার অর্থ গল্প। তবে গল্প যখন দালপালা মেলে তখন তা হয়ে যায় কাহিনী। তাইতো কাহিনি স্টুডিও তে গল্প কেবল কথার কারুকাজ নয়, বরং অনুভূতির জগতে হারিয়ে যাওয়ার এক মাধ্যম।
আজকের বিনোদন দুনিয়া ট্রেন্ড আর ভাইরাল কনটেন্টের পেছনে ছুটছে, যেখানে গল্পের গভীরতা হারিয়ে যাচ্ছে, নির্মাণ হয়ে যাচ্ছে শুধুই সংখ্যার খেলা। কাহিনি স্টুডিও সেই স্রোতের বিপরীতে দাঁড়িয়ে গল্পের সত্যিকারের শক্তিতে বিশ্বাস রাখে। আমরা চাই, নতুনের জয় হোক, কাহিনীকারের মূল্যায়ন হোক, আর নতুন প্রতিভারা তাদের স্বপ্নের কাহিনী বলতে পারুক।
এই স্বপ্ন এবং ভাবনার রূপকার কাহিনি স্টুডিও-এর প্রতিষ্ঠাতা খালেদ সজীব। তার ভিশন খুবই স্পষ্ট- গল্প যেন শুধুই বিনোদন না হয়ে ওঠে এক শক্তিশালী মাধ্যম, যা সমাজকে নতুনভাবে ভাবতে শেখাবে। তিনি মনে করেন, প্রতিটি মানুষের জীবনে একটি না একটি গল্প থাকে, আর সেই গল্প যদি সঠিকভাবে বলা যায়, তবে তা মানুষের মন ছুঁয়ে যেতে পারে, তাদের ভাবনার জগতে পরিবর্তন আনতে পারে।
আসন্ন এই ঈদে আমরা আসছি ৭টি বিশেষ নাটক নিয়ে!
এই ৭টি বিশেষ গল্প প্রযোজনা করেছেন খালেদ সজীব, আর পরিচালনায় রয়েছেন সজীব খান, নাহিদ হাসনাত, কামরুল জিন্নাহ, শিহাব শিকদার, আরমানুর রহমান প্রত্যয়, মেহেদী হাসিব, জাকির হোসেন বাবু।
এখানে অভিনয় করেছেন
পার্থ শেখ, শামীম হাসান সরকার, শরীফ শিরাজ, সাইদুর রহমান পাভেল, দিব্য জ্যোতি, রাফা নাঞ্জিবা তোরসা, লামিমা লাম, সাদিয়া মাহী, সাবরিন আজাদ, সামান্থা পারভেজ, সাকিব, আরোহী মিম এবং আরও অনেকে।
আর এই ৭টি বিশেষ কাহিনীর স্পন্সর হিসাবে আছে Sunquick।
নতুন নির্মাতা, নতুন গল্পকার, নতুন অভিনয়শিল্পীদের নিয়ে কাহিনি-র এই যাত্রা। আমরা এমন গল্প বলতে চাই, যা শুধু সময় কাটানোর জন্য নয়, বরং হৃদয়ে রয়ে যাওয়ার জন্য।
কাহিনি স্টুডিও আরেকটি প্ল্যাটফর্ম নয়, এটি এক নতুন ধারা। যেখানে প্রতিটি গল্প হবে আলাদা, প্রতিটি নির্মাণে থাকবে নতুনত্ব। গল্পের এই অভিযাত্রায় আপনাকে জানাই আমন্ত্রণ।
>>>>>>>>>>>>>>
মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।
লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।
১. সাধারণ ডেঙ্গুজ্বর
২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।
সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-
১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।
২. তীব্র মাথাব্যথা হওয়া।
৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।
৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।
৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।
৬. বমি বমি ভাব বা বমি হওয়া।
৭. ত্বকে র্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।
রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :
১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।
২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।
এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
অপরদিকে
জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।
ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:
১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।
২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।
৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।
৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।
৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।
৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।
৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।
৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org
This post was last modified on মার্চ ২৫, ২০২৫ 12:36 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫ খৃস্টাব্দ, ১৩ চৈত্র ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫ খৃস্টাব্দ, ১৩ চৈত্র ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার চারপাশে এমন অনেকেই রয়েছে, যাদের ভাবনাও অত্যন্ত নেতিবাচক। তাদের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পছন্দের ওএলইডি টিভি কেনার মাধ্যমে ক্রেতাদের ঈদ আনন্দ দ্বিগুণ করতে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জোভান-তটিনী অনস্ক্রিনে এবার ভালোই রসায়ন জমিয়ে তুলেছেন। তবে এবারের ঈদে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় পেশাগত দায়িত্ব পালনকালে ইসরায়েলি হামলায় আল…