রাফাকে বিচ্ছিন্ন করতে বাড়ি বাড়ি হামলা চালাচ্ছে ইসরায়েল

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গাজার অবশিষ্টাংশ থেকে রাফাকে বিচ্ছিন্ন করতে পরিকল্পনা চালাচ্ছে ইসরায়েল। সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে রাফা এবং খান ইউনিসের বিভিন্ন বাড়িতে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাহিনী।

ইতিমধ্যেই গাজার দক্ষিণাঞ্চলে একটি নতুন সামরিক করিডোর স্থাপনের কাজ শুরু করে দিয়েছে ইসরায়েল। তারা এটির নাম দিয়েছে ‘মোরাগ করিডোর’। ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত অর্ধশত নিহত হয়েছেন। এদিকে দুই ব্রিটিশ এমপিকে ইসরায়েলে ঢুকতে দেইনি। তাদেরকে ব্রিটেনেই ফেরত পাঠানো হয়েছে।

রাফা বর্তমানে বসবাসের অযোগ্য

Related Post

দক্ষিণ গাজার রাফা শহরে ইসরায়েলের ভয়াবহ হামলায় মানবিক বিপর্যয় ও ব্যাপকভাবে ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়েছে। এই হামলা সেখানকার বাসিন্দাদের জীবনের ওপর সব দিক থেকেই নেতিবাচক প্রভাব ফেলছে বলেও জানিয়েছে গাজার সরকারি মিডিয়া অফিস।

এক বিবৃতিতে গাজার সরকারি মিডিয়া অফিস জানায়, ইসরায়েলি সামরিক বাহিনী ‘নিরাপত্তাহীন বেসামরিক নাগরিকদের ওপর ভয়াবহ গণহত্যা চালাচ্ছে ও অবকাঠামো, গুরুত্বপূর্ণ সুযোগ-সুবিধা এবং আবাসিক বাড়িগুলোতে ব্যাপকভাবে ধ্বংসযজ্ঞ ঘটিয়েছে।’ তথ্য অনুযায়ী, ইসরায়েলি বাহিনী রাফাহ শহরের ৯০ শতাংশেরও বেশি বাড়িঘর, ২৪টি পানির কূপের মধ্যে ২২টি, পয়ঃনিষ্কাশন ব্যবস্থার ৮৫ শতাংশেরও বেশি ও ৮টি স্কুল এবং শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করেছে। এছাড়াও সেখানকার ১২টি চিকিৎসা কেন্দ্রও বন্ধ হয়ে গেছে।

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদক হিন্দ খোদারি জানিয়েছেন যে, রাফাহ এবং খান ইউনিসের মধ্যবর্তী এলাকায় অবস্থান নেওয়া ইসরায়েলি সেনারা যে কাওকে লক্ষ্য করে গুলি ছুড়ছে। তিনি ওই এলাকায় প্রবেশের চেষ্টাও করছেন। খোদারি বলেন, এই মুহূর্তে ফিলিস্তিনিদের জন্য একমাত্র খোলা পথই হলো উপকূলীয় রাস্তার আল-রাশিদ করিডোর। অর্থাৎ আরও বেশি ফিলিস্তিনিকে খান ইউনিস এবং দেইর আল-বালাহ এলাকায় ঠেলে দেওয়া হচ্ছে ও ইসরায়েল আরও বেশি ভূমি দখলের চেষ্টা চালাচ্ছে।

এদিকে এই হামলার মধ্যেই যুদ্ধবিধ্বস্ত দক্ষিণ গাজার ভেতরে নতুন করে একটি ‘নিরাপত্তা করিডোর’ তৈরির ঘোষণা দিয়েছে ইসরায়েল। ইতিমধ্যেই তারা দক্ষিণের রাফা শহরকে বাকি গাজা হতে বিচ্ছিন্ন করতে ‘মোরাগ করিডর’ কিংবা সামরিক করিডোর স্থাপন করেছে। ইসরায়েলের গণমাধ্যমে প্রকাশিত মানচিত্র অনুসারে দেখা যায়, করিডোরটি গাজার পূর্ব দিক হতে পশ্চিম পর্যন্ত বিস্তৃত। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ গত বুধবার নতুন এই করিডরের ঘোষণাও দেন। তিনি জানিয়েছেন, এটি রাফা শহরকে গাজার বাকি অংশ হতে বিচ্ছিন্ন করবে। সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন মতে, মূলত মোরাগ ছিল একটি ইহুদি বসতি, যা রাফাহ এবং খান ইউনিসের মাঝামাঝিতে অবস্থান করতো। নেতানিয়াহু ইঙ্গিত দিয়েছেন যে, এই করিডোরটি এই দুই শহরের মধ্যদিয়ে যাবে।

বিশ্লেষকরা বলেছেন, এই করিডোর নির্মাণ গাজার ভূখণ্ড ভাগ করে ফেলার একটি পরিকল্পিত কৌশল মাত্র, যা মানবিক পরিস্থিতিকে আরও জটিল থেকে জটিলতর করে তুলতে পারে। এদিকে গাজায় চলমান ইসরায়েলি গণহত্যা এবং ট্রাম্প প্রশাসনের অধীনে বাকস্বাধীনতার ওপর দমনপীড়নের প্রতিবাদে হোয়াইট হাউজের সামনের রাস্তায় হাজার হাজার মানুষ জড়ো হয়ে বিক্ষোভ করেছেন। অপরদিকে গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে আজ (সোমবার) বিশ্বব্যাপী সাধারণ ধর্মঘটের ঘোষণাও দিয়েছে ফিলিস্তিনি ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস গ্রুপ। গাজার ভয়াবহ দৃশ্য এবং নিহতের সংখ্যা তুলে ধরার প্রয়োজনীয়তার ওপর জোর দিতেই এই ধর্মঘট পালনের আহ্বান জানানো হয়।

>>>>>>>>>>>>>>

ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে

মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।

লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।

১. সাধারণ ডেঙ্গুজ্বর

২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।

সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-

১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।

২. তীব্র মাথাব্যথা হওয়া।

৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।

৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।

৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।

৬. বমি বমি ভাব বা বমি হওয়া।

৭. ত্বকে র‌্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।

রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :

১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।

২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।

এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

অপরদিকে

জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:

১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।

২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।

৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।

৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।

৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।

৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।

৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।

৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org

This post was last modified on এপ্রিল ৭, ২০২৫ 10:02 পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

‘মার্চ ফর গা’জা’ কর্মসূচি আন্তর্জাতিক গণমাধ্যমে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় দখলদার ইসরাইলি বাহিনীর বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে বাংলাদেশের…

% দিন আগে

টাকা নিয়ে ঝামেলা: ভরা বাজারে দুই মহিলার চুলোচুলি!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টাকা নিয়ে ঝামেলা লাগার পর ভরা বাজারে দুই মহিলার চুলোচুলি…

% দিন আগে

ব্যতিক্রমি পাহাড়-পর্বত ও নদী

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। রবিবার, ১৩ এপ্রিল ২০২৫ খৃস্টাব্দ, ৩০ চৈত্র ১৪৩১…

% দিন আগে

বাড়ছে কিডনি রোগীর সংখ্যা: ঝুঁকি এড়ানোর পথ বাতলে দিলেন চিকিৎসক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অস্বাস্থ্যকর জীবনযাপন, অনিয়মিত খাওয়াদাওয়া, পর্যাপ্ত পরিমাণে পানি না-খাওয়া নিত্যদিনের এইসব…

% দিন আগে

ব্যবহারকারীদের জন্য সুখবর দিলো হোয়াটসঅ্যাপ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মেটার মালিকানাধীন বিশ্বের জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ প্রতিনিয়ত নানা নতুন…

% দিন আগে

‘আমলনামা’ সিনেমা টেকনাফের একরামুলের ঘটনা নিয়ে নয়: রায়হান রাফী

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ১৩ মার্চ মুক্তি পেয়েছে চরকি অরিজিনাল সিনেমা ‘আমলনামা’র সঙ্গে কথিত…

% দিন আগে