বৃদ্ধের ব্যাগ লক্ষ করেই আঁতকে উঠলেন বিমানসেবিকা! কিন্তু কেনো?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিমান সংস্থার কর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, বিমানটি ওড়ার পূর্বেই এক বৃদ্ধকে জোর করে নামিয়ে দেওয়া হয়। ব্যারি নামের ওই বৃদ্ধ সংবাদমাধ্যমে জানিয়েছেন যে, বিমানের টিকিট কাটার সময় তিনি হুইলচেয়ার রাখার অনুরোধ করেন। যে কারণে বিমান সংস্থাটি তার শারীরিক অক্ষমতা সম্পর্কেও অবগত ছিল।

ম্যানচেস্টারের বাসিন্দা ৭৯ বছরের এক বৃদ্ধ এথেন্সে ছুটি কাটানোর পরিকল্পনা করেন। ইজ়িজেট এয়ারলাইন্স নামে বিমান সংস্থা থেকে তিনি ৩টি টিকিট কাটেন। একটি তার, বাকি দুটি তার স্ত্রী এবং বন্ধুর জন্য। বিমানে ওঠার আগেই বৃদ্ধের ব্যাগে থাকা একটি বস্তু নজরে পড়ে বিমানকর্মীর। সেটি দেখে তিনি বৃদ্ধ এবং তার সঙ্গীদের বিমানে ওঠা নাকচ করে দেন বলে অভিযোগ উঠেছে। ওই বৃদ্ধ শারীরিক প্রতিবন্ধী হওয়ায় হুইলচেয়ার ব্যবহার করেই বিমানে ওঠেন। বৃদ্ধ বিমানের শৌচাগার ব্যবহার করতে পারবেন না বলে তার ব্যাগে একটি প্রস্রাব করার বোতলও নিয়ে ওঠেন। তা দেখেই বিমানের কর্মীরা তাদের বিমান থেকে নামিয়ে দেন বলে অভিযোগ উঠেছে।

সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ব্যারি তার স্ত্রী অ্যালিসন ও বন্ধু শিলাকে নিয়ে ম্যানচেস্টার হতে এথেন্স যাচ্ছিলেন। তিন জন গ্রিসে দুই সপ্তাহের ছুটি কাটানোর পরিকল্পনা করেন। বিমানটি ওড়ার পূর্বেই তাকে জোর করে নামিয়ে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে ওই বিমান সংস্থার কর্মীদের বিরুদ্ধে। ব্যারি সংবাদমাধ্যমে জানিয়েছেন যে, বিমানের টিকিট কাটার সময় তিনি হুইলচেয়ার রাখার অনুরোধও করেছিলেন। যে কারণে বিমান সংস্থাটি তার শারীরিক অক্ষমতা সম্পর্কেও অবগত ছিল। যখন তারা সকলেই বিমানে ওঠার জন্য প্রস্তুত, হঠাৎ এক বিমানসেবিকা তাদের ব্যাগে একটি প্রস্রাব করার বোতলও লক্ষ করেন। তারপর বিমানসেবিকা ব্যারিকে জিজ্ঞাসা করেন, তিনি প্রস্রাব করার বোতল বহন করছেন কি-না ? ব্যারির স্ত্রী জানান যে, এটি কেবলমাত্র ব্যারির জরুরি অবস্থার জন্য।

Related Post

কিছুক্ষণ পরই বিমানসেবিকা আবার এসে তাদের প্রশ্ন করেন, ব্যারি কী শৌচাগার ব্যবহার করতে পারবেন? উত্তরে ব্যারির স্ত্রী অ্যালিসন জানান যে, তার স্বামী হাঁটাচলা করতে পারেন না। বিমানকর্মী জানান যে, যদি তারা বিমানের শৌচাগার ব্যবহার করতে না পারেন তাহলে তারা বিমানে উঠতেই পারবেন না। তারপর তাদের বিমান থেকে নামিয়ে দেওয়া হয়। ব্যারি জানান যে, সমস্ত যাত্রীদের সামনেই এই ঘটনাটি ঘটায় প্রচণ্ড অপমানিত বোধ করেন তিনি। তার স্ত্রী অ্যালিসনও এই ঘটনায় চরম ক্ষুণ্ণ। তিনি বলেন যে, ‘‘আমরা আগেও ইজ়িজেটে ভ্রমণ করেছি, তবে কখনও এমন ভয়াবহ আচরণের মুখোমুখি হতে হইনি।’’

এই ঘটনাটি প্রকাশ্যে আসার পরই ইজ়িজেট এয়ারলাইন্‌স বিষয়টি নিয়ে দুঃখপ্রকাশ করে জানায় যে, তারা ব্যারির সঙ্গে যোগাযোগ করবে ও তাকে টিকিটের টাকা ফেরত দেবে। সেইসঙ্গে ক্ষতিপূরণও দেওয়া হবে। বিমান সংস্থার মুখপাত্র বলেছেন যে, ‘‘পরিস্থিতির জন্য আমরা ক্ষমাপ্রার্থী ও ত্রুটি সংশোধনের জন্য ডবনারের সঙ্গে আমারা যোগাযোগ করবো।’’ তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা অনলাইন।

>>>>>>>>>>>>>>

ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে

মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।

লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।

১. সাধারণ ডেঙ্গুজ্বর

২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।

সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-

১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।

২. তীব্র মাথাব্যথা হওয়া।

৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।

৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।

৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।

৬. বমি বমি ভাব বা বমি হওয়া।

৭. ত্বকে র‌্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।

রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :

১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।

২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।

এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

অপরদিকে

জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:

১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।

২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।

৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।

৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।

৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।

৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।

৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।

৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org

This post was last modified on এপ্রিল ২০, ২০২৫ 11:58 পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

দেশজুড়ে বাংলালিংকের ‘সেফটি অ্যান্ড ওয়েলনেস উইক ২০২৫’ উদ্বোধন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল উদ্ভাবনী অপারেটর বাংলালিংক গতকাল (শনিবার) ঢাকা, চট্টগ্রাম,…

% দিন আগে

দীপিকা ছেলের জন্য সুস্থ হয়ে উঠতে চান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতীয় অভিনেত্রী দীপিকা কক্কর যে কোনো মূল্যেই হোক না কেনো…

% দিন আগে

নাখোশ ইউরোপ: যুক্তরাষ্ট্রের নতুন নিরাপত্তা কৌশল নিয়ে খুশি রাশিয়া

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদিত নতুন জাতীয় নিরাপত্তা কৌশলকে…

% দিন আগে

কানাডায় বরফের নিচে আয়োজন হলো পার্টি!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কানাডার কুইবেকে কিছু তরুণ বরফে জমে যাওয়া হ্রদের নিচে ডুব…

% দিন আগে

বরফে আচ্ছাদিত রাস্তা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ২৩ অগ্রাহায়ণ ১৪৩২…

% দিন আগে

শীতে ঠোঁট ফাটা হতে রক্ষা পেতে করণীয়

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শীতকালে বাতাসের আর্দ্রতা কমে যাওয়া এবং ঠাণ্ডা হাওয়ার কারণে মুখের…

% দিন আগে