আগামীকাল ৩রা মে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে বা বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। সাংবাদিকতার স্বাধীনতা ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার মৌলিক নীতিমালা অনুসরণ, বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন, গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ প্রতিহত করার শপথ গ্রহণ এবং পেশাগত দায়িত্ব পালনকালে ক্ষতিগ্রস্ত ও জীবন দানকারী সাংবাদিকদের স্মারণ ও তাদের স্মৃতির প্রতি সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে জাতীয় সাংবাদিক সংস্থা দিবসটি পালন করবে। ১৯৯১ সালে ইউনিস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশ মোতাবেক জাতিসংঘ ১৯৯৩ সাল থেকে এ দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করে। এ বছর এই দিবস পালনের প্রতিপাদ্য বিষয় হচ্ছে মুক্ত গণমাধ্যম সমাজ বদলের হাতিয়ার (Media Freedom has the Power to Transform Societies)।
বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে প্রদত্ত এক বাণীতে ইউনেস্কো মহাপরিচালক ইরিনা বোকাভা বিশ্বের বিভিন্ন স্থানে হয়রানি, নির্যাতন ও হত্যাকান্ডের শিকার সাংবাদিকদের স্মরণে ও সম্মানে সেদিন এক মিনিট নীরবতা পালনের আহবান জানিয়েছেন। বিএনএস পরিবেশিত এক বার্তায় বলা হয়, এই আহ্বানে সাড়া দিয়ে জাতীয় সাংবাদিক সংস্থা ৩রা মে বেলা ১১-৫৯ মিনিটে সারা দেশে এক মিনিট নীরবতা পালনের কর্মসূচী গ্রহণ করেছে। জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি মুহাম্মদ আলতাফ হোসেন ও মহাসচিব এস এম সিরাজুল ইসলাম এই কর্মসূচী সফল করার জন্য সংস্থার সকল জেলা ও উপজেলা শাখা, সকল সাংবাদিক সংগঠন, দেশের সকল প্রেসক্লাব, সংবাদকর্মী ও গণমাধ্যম সমূহের প্রতি আহ্বান জানিয়েছেন। তাছাড়া জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে ৩রা মে বৃহস্পতিবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাব থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হবে এবং ১১-৫৯ মিনিটে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন স্থানে নিহত সাংবাদিকদের প্রতি সম্মান ও স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হবে। দেশের বিভিন্ন স্থানে সাংবাদিক নির্যাতন ও হয়রানির বিরুদ্ধে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত মানব বন্ধন কর্মসূচী পালিত হবে। । জাতীয় সাংবাদিক সংস্থার সকল জেলা ও উপজেলা শাখাকে কেন্দ্রীয় কর্মসূচীর আলোকে নিজস্ব কর্মসূচী গ্রহণের আহ্বান জানিয়েছেন সভাপতি মুহাম্মদ আলতাফ হোসেন ও মহাসচিব এসএম সিরাজুল ইসলাম। খবর বিজ্ঞপ্তির।
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমেরিকান পপশিল্পী গায়িকা টেইলর সুইফটের খ্যাতি রয়েছে সর্বত্র। বহু আগে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষা হবে এপ্রিল মাসের মাঝামাঝি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাসের ভিতর থাকা মহিলা কন্ডাক্টরের সঙ্গে কথা বলছেন ঝুলে থাকা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শনিবার, ২ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ১৭ কার্তিক ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যেমন এক দিকে রয়েছে সংসারের দায়িত্ব, অপরদিকে পেশাগত জায়গায় কাজের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্স বাংলাদেশে হট ৫০ সিরিজের নতুন ফোন ‘ইনফিনিক্স…
View Comments
65zW5Q Thanks for the blog article.Really thank you! Much obliged.